বলিউডের সেরা ৫ খলনায়ক, যাদের হাড় হিম করা অভিনয় দেখলেই শিউরে ওঠে গা

বাণিজ্যিক ছবি খলনায়ক ছাড়া ভাবাও যায় না। শুধু নায়ক-নায়িকা নির্ভর ছবি দেখতে বিরক্ত বোধ করেন দর্শকরা। ছবিতে মশলা এনে দেন তো খলনায়করাই। তাই কমার্শিয়াল ছবিতে নায়কের পাশাপাশি ভিলেনের চরিত্রও গুরুত্বপূর্ণ। যে ছবির খলনায়ক যত ভয়ংকর, সেই ছবি দর্শকদের কাছে তত আকর্ষণীয়। বলিউডে ভিলেন হিসেবে অনেকেই প্রশংসা পেয়েছেন। তবে দর্শকদের বিচারে রয়েছেন কিছু সেরা ভিলেন, আজ এই প্রতিবেদনে রইল তাদের তালিকা (Bollywood Best Villains)।

শক্তি কাপুর (Shakti Kapoor) : বলিউডে শক্তি কাপুরের অভিষেক হয়েছিল ‘খেল খিলাড়ি’ ছবির হাত ধরে। শুরুতে অবশ্য ভিলেন হিসেবে তার অভিষেক হয়, পরে কমেডিয়ান হিসেবেও তিনি অনেক সুনাম পেয়েছিলেন। ভিলেন হিসেবে শুধু তার অভিনয় নয়, তার বিভিন্ন ডায়লগও অনেক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে তিনি ভোজপুরি ছবিতে অভিনয় করছেন।

রঞ্জিত (Ranjit) : রঞ্জিতের আসল নাম গোপাল বেদী। ‘সাওয়ান ভাদো’ ছবির মাধ্যমে তিনি বলিউডে ডেবিউ করেছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন বলিউডের প্রথম সারির ভিলেন। রঞ্জিত তার কেরিয়ারে কমপক্ষে ১৫০ টি ধর্ষণের দৃশ্যে অভিনয় করেন। সর্বশেষ ‘হাউসফুল ২’ ছবিতে তিনি অভিনয় করেন।

প্রেম চোপড়া (Prem Chopra) : ১৯৬০ এর দশকে বলিউডে তার ডেবিউ হয়েছিল। এরপর একাধারে তিনি একের পর এক ছবিতে অভিনয় করেছেন। প্রায় ৪০ বছরে তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। ১৯৬০ সালে ‘মুড় মুড় কে না দেখ’ ছবি ছিল তার প্রথম কাজ। ‘ওহ কৌন থি’ ছবিতে তিনি প্রথম খলনায়কের ভূমিকায় ধরা দেন। ববি ছবিতে তার সংলাপ ‘প্রেম নাম হে মেরা, প্রেম চোপড়া’ এখনও জনপ্রিয়।

দলিপ তাহিল (Dalip Tahil) : বলিউডের অসংখ্য ছবিতে খলনায়ক হিসেবে তার অভিনয় প্রশংসা পেয়েছে। ‘বাজিগর’, ‘রাজা’, ‘ইশক’, ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে শাহরুখ, সালমান, আমির খানদের বিপরীতে তিনি অভিনয় করেছেন। তাকে শেষবার ‘মেরে দেশ কি ধরতি’ ছবিটিতে দেখা দিয়েছে। পর্দাতে তার উপস্থিতি দর্শকরা আজও মিস করেন।

গুলশান গ্রোভার (Gulshan Grover) : একের পর এক খলনায়কের চরিত্রে অভিনয় করতে করতে বলিউডে তার ইমেজ হয়ে যায় ‘ব্যাডম্যান’। ১৯৮০ সালে তিনি বলিউডে প্রবেশ করেন। হিন্দির পাশাপাশি জার্মান, হলিউড, ব্রিটিশ, নেপালি ছবিতেও তিনি কাজ করেন। শেষবার তাকে ‘সূর্যবংশী’ ছবিতে অভিনয় করতে দেখা যায়।

আশুতোষ রানা (Ashutosh Rana) : আশুতোষ রানাও বলিউডের একজন ভয়ঙ্কর খলনায়ক। ‘সংগ্রাম’ ছবিতে লজ্জা শঙ্কর পান্ডে চরিত্রে তার অভিনয় কখনও ভোলার নয়। এই ছবির পর ভিলেন হিসেবে তিনি তার জীবনের সেরা সম্মান পান। রবীনা ট্যান্ডনের ‘আরণ্যক’ ওয়েব সিরিজের সম্প্রতি তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।