বলিউড (Bollywood) ছবি মানেই ছবির নায়কের বেশি গুরুত্ব, নায়িকাকে নিয়ে নায়কের সঙ্গে ভিলেনের টানটান অ্যাকশন, লড়াইয়ের গল্প এখন অতীত। ধীরে ধীরে বলিউডের ট্রেন্ড বদলে দিচ্ছেন নায়িকারা। এখন বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে পৌঁছানো বলিউড নায়িকাদের (Bollywood Actress) কাছে কোনও ব্যাপারই নয়। বলিউডে এমন অন্তত ৫ টি ছবির নাম করা যেতে পারে যে নারীকেন্দ্রিক ছবি বক্সঅফিসে তুলেছে ঝড়। রইল তালিকা –
নিরজা (Neerja) : সত্য ঘটনা অবলম্বনে এয়ার হোস্টেসের জীবন কাহিনী নির্ভর এই ছবিটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ছবিতে অভিনয় করেছিলেন সোনম কাপুর। মোট ১২৭ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল নিরজা। সৎ, সাহসী, নির্ভীক এয়ার হোস্টেস নিরজা নিজের প্রাণের বিনিময়ে বিমানযাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন। তাকে নিয়ে গর্বিত গোটা দেশ।
কাহানি (Kahani) : বিদ্যা বালান অভিনীত এই ছবিও বক্স-অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। ২০১২ সালের এই ছবি ১০৪ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। বক্সঅফিস সুপারহিট তালিকায় বিদ্যা বালানের এই ছবিটির নাম রয়েছে।
রাজি (Raazi) : আলিয়া ভাট অভিনীত এই ছবি নিঃসন্দেহে তার অভিনয় দক্ষতার প্রমাণ। আলিয়ার অভিনয়গুণে এক ভারতীয় স্পাইয়ের চরিত্র যথার্থ ফুটিয়ে তোলা হয়েছিল ছবিতে। এই ছবি বক্স অফিসে ১৯৫.৭৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। আলিয়া একাই ছবিটিকে নেতৃত্ব দিয়েছিলেন।
পিঙ্ক (Pink) : নারীকেন্দ্রিক ছবির তালিকায় এই ছবির নাম থাকতে বাধ্য। তাপসী পান্নু এবং অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। বক্স অফিসে ১০৭.৩২ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল ছবিটি।
গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) : লাস্ট বাট নট দ্য লিস্ট, গঙ্গুবাইয়ের নাম এই তালিকায় না রাখা হলে তালিকা অসম্পূর্ণই থেকে যেত। আলিয়ার অভিনয় কেরিয়ারের ফের এক মাইলস্টোন এই ছবিটি মুক্তির ১০ দিনের মাথাতেই ৯২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দুই সপ্তাহের মধ্যেই ছাড়িয়ে গিয়েছে ১০০ কোটির গন্ডি। করোনা পরবর্তী সময়ে দর্শকদের হলমুখী করে তুলতে পেরেছে আলিয়ার এই ছবি।