এই মাসেই মুক্তি পাচ্ছে ১২টি ধামাকাদার সিনেমা ও ওয়েব সিরিজ, দেখুন ট্রেলার

সিমে প্রেমীদের জন্য রয়েছে সুখবর। একগুচ্ছ নতুন সিনেমা (Upcoming Movie And Web Series) এবং ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে এই মাসে। মার্চ মাস জুড়ে অন্তত ১২টি ধামাকাদার ছবি (Movie) ওয়েব সিরিজ (Web Series) মুক্তির কথা ঘোষণা করা হয়েছে বলিউডের (Bollywood) তরফ থেকে। দর্শকদের বিনোদনের জন্য এই মাসে মুক্তি পাবে কোন কোন সিনেমা এবং ওয়েব সিরিজ? রইল তালিকা।

ঝুন্ড (Jhund) : ৪ঠা মার্চ মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন, রিঙ্কু রাজগুরু, কিশোর কদম অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ঝুন্ড। ক্রীড়াপ্রেমীদের বেশ পছন্দ হবে এই চলচ্চিত্র। ছবির পরিচালনা করেছেন নাগরাজ পোপাতারাও মঞ্জুলে।

রাধেশ্যাম (Radheshyam) : ২০২২ এর সর্বাধিক প্রতীক্ষিত ছবির তালিকায় প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত এই ছবিটিও রয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ই মার্চ। ১৯৭০ এর দশকের একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে ছবির প্লট বানানো হয়েছে। ভাগ্য এবং ভালোবাসার গল্প শোনাতে আসছে রাধেশ্যাম।

দ্য কাশ্মীর ফাইল (The Kashmir Files) : কাশ্মীরের বিদ্রোহ এবং কাশ্মীরি পণ্ডিতদের দেশ ত্যাগের যন্ত্রণার উপরে ভিত্তি করে বানানো হয়েছে দ্য কাশ্মীর ফাইলস ছবিটি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের এবং মিঠুন চক্রবর্তী। আগামী ১১ ই মার্চ ছবিটি মুক্তি পাবে।

বচ্চন পান্ডে (Bachchan Pandey) : এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ই মার্চ। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং কৃতি শ্যানন। বচ্চন পান্ডে ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই অক্ষয় কুমারের লুক নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এই ছবিটি তামিল ছবি ‘ভিরাম’ এর রিমেক। অক্ষয় এবং কৃতি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, পঙ্কজ ত্রিপাঠী, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় মিশ্র, অভিমুন্য সিং এবং প্রতিক বব্বর।

জলসা (Jalsa) : ড্রামা-থ্রিলার ধর্মী এই ছবিটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। অভিনয় করেছেন শেফালী শাহ এবং বিদ্যা বালান। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ই মার্চ।

আর আর আর (RRR) : এই বছরের সর্বাধিক প্রতীক্ষিত ছবি আর আর আর বক্সঅফিসে রেকর্ড গড়তে প্রস্তুত। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫শে মার্চ। জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট এবং অজয় দেবগন অভিনীত ছবিটি ট্রেলারেই বাজিমাত করেছে।

ব্লাডি ব্রাদার্স (Bloody Brothers) : জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মিস্ট্রি থ্রিলারধর্মী এই ছবি। জয়দীপ আহলাওয়াত এবং জিসান আইয়ুব অভিনীত ছবিটি মুক্তি পাবে ৩০শে মার্চ।

রুদ্র : দ্য এজ অফ ডার্কনেস (Rudra : The Age Of Darkness) : এই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন অজয় দেবগন। এই সিরিজে অভিনয় করেছেন এশা দেওল, রাশি খান্না এবং অতুল কুলকর্নী। ব্রিটিশ টিভি শো ‘লুথার’ এর মতো এক পুলিশ অফিসারের কাহিনী দেখানো হয়েছে এই সিরিজে। ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই সিরিজ।

সুতলিয়ান (Sutliyan) : ৪ঠা ফেব্রুয়ারি মুক্তির তালিকায় রয়েছে ওয়েব সিরিজ ‘সুতলিয়ান’। আয়েশা রাজা, শিব পন্ডিত এবং বিভান শাহ অভিনীত এই ওয়েব সিরিজে এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম দেখানো হয়েছে। জি ফাইভ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ।

আন্দেখি সিজন ২ (Andekhi Season 2 ) : ৪ঠা ফেব্রুয়ারি যে এক গুচ্ছ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তার মধ্যে সনি লাইভের এই সিরিজও রয়েছে। ক্রাইম থ্রিলারধর্মী এই সিরিজের দ্বিতীয় সিজনটিতে রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য, সূর্য শর্মা, হর্ষ ছায়া এবং অঙ্কুর রথী।

নো টাইম টু ডাই (No Time To Die) : অ্যামাজন প্রাইম ভিডিওতে ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘নো টাইম টু ডাই’। জেমস বন্ড ফ্রাঞ্চাইজির ২৫ তম চলচ্চিত্র এটি। ড্যানিয়েল ক্রেগ এই ছবিতে ‘এজেন্ট ০০৭’ চরিত্রে অভিনয় করেছেন।

মুন লাইট (Moon Light) : ‘মার্ক স্পেক্টর’ এর অনুসরণে মার্ভেলের এই মিনি ওয়েব সিরিজ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। মিশরীয় দেবতাদের সঙ্গে জড়িত একটি রহস্যের উন্মোচন করতে আগামী ৩০শে মার্চ মুক্তি পাবে এই মিনি সিরিজটি।