ভারতের জনসংখ্যা পৃথিবীর মধ্যে দ্বিতীয়, চীনের পরই। একশো কুড়ি কোটির এই দেশে সবচেয়ে বড় সমস্যা হল বেকার সমস্যা।আর তাই আজ আমরা দেখতে পাই সামান্য কেরানির চাকরির জন্য লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে।আর সেই আবদেনকারীদের মধ্যে আছে পি এইচ ডি, এম বি এ ও অন্যান্য উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীরা।অর্থাৎ এখান থেকেই আমরা বুঝতে পারি সরকারি চাকরি পাওয়ার জন্য আজ আমাদের যুবকদের মধ্যে কীরূপ হতাশা কাজ করছে।যেমন করেই হোক ,পেতে হবে একটা সরকারী চাকরি।আর তাই এই সরকারি চাকরির আবেদন পত্র পাওয়ার জন্য ব্যাংকে বা অন্য কোনো জায়গায় পড়ে যায় লম্বা লাইন।আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বা অন্য সকল রাজ্য সবার ক্ষেত্রেই দেখা যায়।অতি সাম্প্রতিক এক পরিসংখ্যান আপনাদের কাছে জানাচ্ছি ,সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রক ভারতীয় রেলে ৯০,০০০ “গ্রূপ- ডি “পদের জন্য চাকরি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে মোট আবেদন পত্র জমা পড়েছে প্রায় তিন কোটি ।
আর তাই এইসব পদ ছাড়াও আরও অনেক সরকারি চাকরির নানান খবর পাওয়ার জন্য বর্তমান প্রজন্ম থেকে পুরাতন প্রজন্ম সকলেরই জেনে রাখা দরকার কিছু ওয়েবসাইটের নাম । যা তাদের জানা থাকলে আজকের মোবাইল ইন্টারনেট যুগে সহজেই বিভিন্ন সরকারি চাকরির খবর থাকবে নখদর্পনে।আর তারপর উপযুক্ত যোগ্যতা ও সঠিক পরিশ্রমের মাধ্যমে অনেকেই ছিনিয়ে নিতে পারবে তাদের কর্মজীবনে প্রবেশ করার চাবিকাঠি।আর তাই আজ জানাবো এমন কিছু সরকারি চাকরির বিজ্ঞাপন দেয় ওয়েবসাইটের নাম, যা আপনাদের চাকরি পাওয়ার ইচ্ছাকে বাড়াতে সাহায্য করবে।
সরকারি চাকরির খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য সেরা দশটি ওয়েবসাইট
Naukri Daily
এই ওয়েবসাইটটি চাকরি সংক্রান্ত খবর দেওয়ার ক্ষেত্রে নতুন হলেও ,এখানে প্রকাশিত চাকরির বিজ্ঞাপন বিশ্বস্ততা বজায় রাখে।বর্তমানের সরকারি চাকরির নানান বিজ্ঞাপন আপনি পেতে পারেন এই ওয়েবসাইট থেকে। আপনার যোগ্যতা অনুযায়ী সেরা সরকারি চাকরি খুঁজে নেওয়ার জন্য এই ওয়েবসাইট খুবই কার্যকরী।
ওয়েবসাইটের ঠিকানা : naukridaily.com
Rojgar E Post
এই ওয়েবসাইটটির মধ্যে সরকারি চাকরি বিজ্ঞাপন চোখে পড়ার মতো ।যদিও এই ওয়েবসাইটে বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনও দেখা যায় ।তবুও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার উপযোগী সরকারি চাকরি সংক্রান্ত খবর পাবেন অনায়াসে।আর তাছাড়া এই ওয়েবসাইটে চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য যে ধরনের বইয়ের পড়াশোনা দরকার তার সম্বন্ধেও খুঁটিনাটি জানতে পারেন। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষার ফলাফলও প্রকাশ করে থাকে এই ওয়েবসাইট।
ওয়েবসাইটের ঠিকানা Website: www.rojgarepost.com
The Sarkari Naukri
সরকারি চাকরি সংক্রান্ত যাবতীয় খুটিনাটির খবরের জন্য দারুন উপযোগী এই ওয়েবসাইট।সারা ভারত জুড়ে নানান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানান চাকরির সকল খবর আপনি জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে।আর তারপর যোগ্যতা অনুযায়ী আপনি অনলাইনে আবদেন করতে পারবেন।তাছাড়া নানান চাকরি পরীক্ষার এডমিট কার্ড ,স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারেন এই ওয়েবসাইট থেকে।দেশজুড়ে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার ফলও প্রকাশ করে এই ওয়েবসাইট।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.thesarkarinaukri.com
Sarkari Naukri Blog
এই জব পোর্টালটি ভারতের সরকারি চাকরি সংক্রান্ত খবর দেওয়ার পুরাতন পোর্টাল গুলির মধ্যে একটি উল্লেখযোগ্য পোর্টাল।এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত সকল চাকরির খবরের বিশ্বস্ততা নিয়ে তাই কোনো সন্দেহ থাকে না।বহু বছর ধরেই অনেক বেকারকে চাকরির সুযোগ দিয়েছে এই পোর্টাল।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.sarkarinaukriblog.com
India Government Jobs
সরকারি চাকরির বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে এই ওয়েবসাইট অত্যন্ত উপযোগী।নানা রকম সরকারি চাকরির বিজ্ঞাপনের ভান্ডার বলা চলে এই ওয়েবসাইট।বেকারদের মনের কথা বুঝে সব রকম যোগ্যতার সরকারি চাকরির খুঁটিনাটি তথ্য পাওয়া যায় এই ওয়েবসাইটে।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.indgovtjobs.in
Jobriya
এই ওয়েবসাইট পোর্টালটি খুব বেশি পুরাতন না হলেও সরকারি চাকরির নানান বিজ্ঞাপন প্রকাশে এর বেশ নাম ডাক আছে।এই ওয়েবসাইট থেকে পাওয়া চাকরির খবরের বিশ্বস্ততা নিয়ে কোনো সন্দেহ না রাখায় ভালো।
সারাভারতে এই ওয়েবসাইট ব্যবহার করে অনেক ছাত্রছাত্রী নানান সরকারি চাকরি খুঁজে পেয়েছে।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.jobriya.in
Sarkari Exam
এই জব পোর্টালটির মাধ্যমে যেমন সরকারি চাকরির খুঁটিনাটি বিজ্ঞাপন পাওয়া যায় ।তেমনই এর সাহায্যে বিভিন্ন বেসরকারি চাকরির নানান বিজ্ঞাপন প্রকাশিত হয়।তাই শুধুমাত্র সরকারি চাকরির উপর ভরসা না করে বিভিন্ন বেসরকারি ক্ষেত্রেও চাকরির সকল খবর দেয় এই ওয়েবসাইট।Career Builder এর মতো সংস্থার সঙ্গে এর গাঁটছড়া আছে চাকরির বিভিন্ন তথ্যের জন্য।তাই সারা ভারত জুড়েই অসংখ্য বেকার এই জব পোর্টালটির উপর চোখ বন্ধ করে ভরসা করে।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.sarkariexaam.com
Recruitment Result
এই ওয়েবসাইটটির চাহিদা সবার মধ্যে চোখে পড়ার মতো।কারণ এর বিশেষত্ব হলো সর্বদাই নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা।তাই এই ওয়েবসাইটের কার্যকারিতা অনেক বেশি।নানান যোগ্যতার সরকারি কাজের সাথে সাথে বেসরকারি কাজের হদিশ দেয় এই ওয়েবসাইট।আপনার পছন্দের স্বপ্নের চাকরি খুঁজতে দেখতে পারেন এই ওয়েবসাইট।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.recruitmentresult.com
E Govt Jobs
এই ওয়েবসাইটি নতুন হলেও এর চাকুরী প্রার্থীদের মনের কথা বুঝতে পারার ক্ষমতা দারুন।আর তাই কোনোরকম বাড়তি বিজ্ঞাপন না দিয়ে বিভিন্ন সরকারি চাকরির সকল তথ্য তুলে ধরে।আর তাছাড়া এর মাধ্যমে চাকরী প্রার্থীরা বিভিন্ন কিছু শিখে নিতেও পারে ,যেমন ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা কেমন হয়, কী কী রকম ভাবে নিজেকে প্রকাশিত করতে হয়।আর তাই অনেকেই চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ওয়েবসাইটকে ভরসা করে নিঃসন্দেহে।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.egovtjobs.in
Free Job Alert
পূর্বে উল্লিখিত সকল ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইট সবার থেকে দুই কদম এগিয়ে আছে।কারণ হিসেবে বলা যায় রোজই এই ওয়েবসাইটের মাধ্যমে নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়।আর তাই আজ এই ওয়েবসাইটের কদর এতো বেশি।
ওয়েবসাইটের ঠিকানা
Website: www.freejobalert.com
দেরি না করে তাই এখনই বা আজই দেখে নিতে পারেন আপনার পছন্দের সরকারি চাকরির নানান বিজ্ঞাপন এইসব ওয়েবসাইট থেকে।