ভারতের সেরা ১০ টি বেসরকারি হাসপাতাল – সুখ্যাত ও নির্ভরযোগ্য

ভারত ১৩০ কোটির জনসংখ্যা সমৃদ্ধ এক দেশ। এখানে সকলকেই উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পক্ষে সত্যিই অসম্ভব কাজ। আর তাই ভারত জুড়ে যেমন আছে নানা সরকারি হাসপাতাল, পাশাপাশি  বিভিন্ন বেসরকারি হাসপাতালে দেওয়া হয় স্বাস্থ্য সম্বন্ধীয় নানা পরিষেবা। যদিও আমাদের দেশের সকল শ্রেণীর মানুষের এই বেসরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার মতো অর্থনৈতিক পরিস্থিতি নেই। তবুও বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের ছুটে যেতে হয় এসব বেসরকারি হাসপাতালগুলিতে। আবার অনেকের ধারণা সরকারি হাসপাতালে আধুনিক পরিষেবা দেওয়া হয় না, আর তা স্বাস্থ্যসম্মতও নয়, তাই অনেক উচ্চবিত্ত ও মধ্য বিত্তের এখনও পছন্দের সেরা চিকিৎসা কেন্দ্র হলো বেসরকারি হাসপাতালগুলো। আসলে সরকারি হাসপাতালে পরিষেবা ঠিক পাওয়া গেলেও তাতে আছে নানান লাল ফিতের ফাঁস। কিন্তু বেসরকারি হাসপাতালে আপনার হয়তো গাঁটের টাকা বেশি খরচ পড়বে, কিন্তু তারা আপনাকে দ্রুত  উন্নত পরিষেবা দিয়ে আপনার দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। আর তাই আজ আমরা জানাবো এমন কিছু বেসরকারি হাসপাতালের নাম যা আপনার কষ্টার্জিত টাকার যথোপযুক্ত ব্যবহার করে আপনাকে উন্নত ও আধুনিক পরিষেবা দেয়।অর্থাৎ এক কথায় আপনি এই সব হাসপাতালের উপর ভরসা করতে পারেন।

Source

Artemis Hospital

গুরুগাঁও এ ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই বেসরকারি হাসপাতালে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়।এই হাসপাতালের পরিষেবা অত্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত দিক দিয়েও উন্নত।৩৮০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পাবেন সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা।অর্থাৎ একই ছাদের তলায় আপনি পাবেন সকল পরিষেবা।এখানে আছে উন্নত, অভিজ্ঞ ডাক্তারদের টিম ।যাদের দ্বারা প্রতিদিন অসংখ্য রোগী উপকৃত হচ্ছে।এছাড়াও এখানকার নার্সরা আধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ।এখানকার  চিকিৎসা পদ্ধতি গবেষণাকেন্দ্রিক।এই হাসপাতলের পরিবেশ রোগীদের সেরে ওঠার জন্য অত্যন্ত সহায়ক।

Address: Sector 51, Gurgaon

Website: http://www.artemishospitals.com

Source

Narayana Hrudayalaya

২০০০ সালে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত এই বেসরকারি হাসপাতালটির পরিষেবা অত্যন্ত উন্নত মানের।এখানে আপনি সকল শরীর সম্বন্ধীয় ও মানসিক রোগেরও  উপযুক্ত পরিষেবা পাবেন। এখানকার পরিষেবা ও ব্যবহৃত প্রযুক্তি আধুনিক মানের।সারা ভারতে এই বেসরকারি হাসপাতালটির ৩১ টি শাখা হাসপাতাল গড়ে উঠেছে তার খ্যাতির জন্য।এই হাসপাতালে স্বল্পমূল্যে উন্নত পরিষেবা দেওয়া হয়।বর্তমানে এই বেসরকারি হাসপাতাল গোষ্ঠীতে ১৫,০০০ ব্যক্তি কর্মরত।তাদের মধ্যে আছে উন্নত, প্রশিক্ষিত নার্স ও প্যারামেডিক্যাল কর্মচারী, অভিজ্ঞ টেকনিশিয়ান ও অভিজ্ঞ ডাক্তারদের টিম।
Address: Bangalore, Karnataka, India

Website: http://www.narayanahealth.org

Source

Lilavati Hospital and Research Centre

১৯৭৮ সালে মহারাষ্ট্রের মুম্বাইয়ে প্রতিষ্ঠিত এই বেসরকারি হাসপাতাল বিগত চার দশক ধরে উন্নত ও আধুনিক পরিষেবা দিয়ে আসছে।মানব শরীরের যাবতীয় সমস্যা সমাধানের জন্য এই হাসপাতাল সদাই নিয়োজিত।এখানে রোগ নির্ণয়ের ও চিকিৎসার  জন্য এখানে আলাদা আলাদা বিভাগ আছে হৃৎপিন্ড থেকে বৃক্ক ,ফুসফুস থেকে কিডনি এছাড়াও স্নায়ুর, নারীদের জনন ও অস্থি সম্বন্ধীয় অর্থাৎ সকল প্রকার রোগ সারানোর জন্য অন্যতম গন্তব্যস্থল হল এই বেসরকারী হাসপাতাল।চার দশকের স্বাস্থ্য ক্ষেত্রে অবদানের জন্য অসংখ্য পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছে এই হাসপাতাল।

Address: A – 791, Bandra Reclamation, Bandra West, Mumbai, Maharashtra 400050

Website: www.lilavatihospital.com

Source

Tata Memorial Hospital

১৯৪১ সালে টাটা গ্রূপ দ্বারা প্রতিষ্ঠিত এই হাসপাতালটি সাত দশকের বেশি সময় ধরে তাদের পরিষেবা দিয়ে আসছে।মুম্বাইয়ে অবস্থিত এই হাসপাতালটি যদিও  ক্যানসার চিকিৎসার জন্য অন্যতম সেরা হাসপাতাল রূপে অনেকের কাছেই পরিচিতি লাভ করেছে।যদিও অন্যান্য সকল প্রকার মারন রোগেরও এখানে চিকিৎসা দক্ষতার সঙ্গে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা করানো হয়।
সকল শ্রেণীর মানুষদের উন্নত পরিষেবা দেওয়া হয় এখানে স্বল্পমূল্যে।আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য আছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

Address: Dr. E Borges Road, Parel, Mumbai, Maharashtra 400012

Phone: 022 2417 7000  Website: tmc.gov.in

Source

Kokilaben Hospital

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই মাল্টি সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালটি প্রতিষ্ঠা করেন আম্বানি গোষ্ঠী।আর তাই দুই  দশকের মধ্যে এই হাসপাতালটির পরিষেবা সকল বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে উপরের সারিতে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে উন্নত মানের পরিষেবা দেওয়া হয় এখানে।অভিজ্ঞ ডাক্তার থেকে শুরু করে প্রশিক্ষিত নার্স সকল ক্ষেত্রেই অত্যন্ত আধুনিক পরিষেবা দেওয়া হয় এখানে।সমাজে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদেরও ভর্তুকি দিয়ে চিকিৎসা করা হয় এখানে।

Address: Rao Saheb Achutrao, Patwardhan Marg, Four Bunglows, Andheri West, Mumbai, Maharashtra 400053

Website: http://www.kokilabenhospital.com

Source

Medanta (The Medicity)

২০০৯ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতাল সকল প্রকার আধুনিক পরিষেবায় সজ্জিত। ৪৩ একর  জায়গা জুড়ে বিশাল এই বেসরকারি হাসপাতালের  মধ্যে আছে ২০ টি বিভিন্ন1 বিভাগ।এইসব বিভাগে আছে রোগ নির্ণয় থেকে শুরু করে রোগ নিরাময়ের ব্যবস্থা।এছাড়াও চলছে নানান মারন রোগের চিকিৎসার জন্য গবেষণা। ১২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে আছে ৪৫ টির মতো আপারেশন থিয়েটার।সারা ভারত ও অন্যান্য দেশ থেকে রোগী এসে এখানে আধুনিক স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে।যদিও এই বেসরকারি হাসপাতাল হৃদরোগের চিকিৎসার জন্য অত্যন্ত  জনপ্রিয় ও পরিচিত ।তবুও অন্যান্য সকল স্বাস্থ্য1 সম্বন্ধীয় পরিষেবা এখানে দেওয়া হয়।ভারতের মধ্যে এই হাসপাতালে রোবটের সাহায্যে শল্য চিকিৎসা করা হয়েছিল।
Address: Sector – 38, Gurgaon

Haryana 122 001, India

Website: http://www.medanta.org

Source

Moolchand Hospital, New Delhi

স্বাস্থ্য পরিষেবায় এই বেসরকারি হাসপাতালের পরিষেবা অনেক দশক পুরানো।এই হাসপাতালের পরিষেবা অত্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত দিক দিয়েও উন্নত।এখানে আছে উন্নত, অভিজ্ঞ ডাক্তারদের টিম ।যাদের দ্বারা প্রতিদিন অসংখ্য রোগী উপকৃত হচ্ছে।এছাড়াও এখানকার নার্সরা আধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ।
Address:Lajpat Nagar III, Near Moolchand Metro Station, New Delhi, Delhi 110024

Website: http://www.moolchandhealthcare.com

Fortis Group of Hospital
Source

Fortis Group of Hospitals

২০০১ সালে গুরুগাঁও এ প্রতিষ্ঠিত এই বেসরকারি  হাসপাতাল  ভারতের অন্যতম বেসরাকরি হাসপাতালগুলোর মধ্যে একদম প্রথমের সারিতে  অবস্থিত।এখানে রোগীকে অত্যন্ত যত্নের সহিত পরিষেবা দেওয়া হয়ে থাকে।এখানকার পরিষেবা অত্যন্ত উন্নত ও আধুনিক মানের। ভারতের অন্যান্য বড়ো শহরেও এই বেসরকারি হাসপাতাল গোষ্ঠীর হাসপাতাল গড়ে উঠেছে।যেমন অমৃতসরে, জয়পুরে,নয়ডাই, কোটায়, লুধিয়ানা ,কলকাতা, ও উড়িষ্যায় ।হৃদরোগ থেকে স্নায়ুরোগ, অস্থিরোগ থেকে বৃক্ক সম্বন্ধীয় অর্থাৎ শরীরের যাবতীয় রোগের চিকিৎসা করা হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে এখানে।

Address: Sector – 44, Opposite HUDA City Centre, Gurugram, Haryana 122002

Website : www.fortishealthcare.com/india

Source

Apollo Hospital

১৯৮৩ সালে ড.প্রতাপ রেড্ডি দ্বারা চেন্নাইয়ে প্রতিষ্ঠিত এই হাসপাতালের  পরিষেবা অত্যন্ত উন্নত মানের।তিন দশকের বেশি সময় ধরে পরিষেবা দেওয়ার জন্য এই বেসরকারি হাসপাতালের পরিচিতি সারা ভারত জুড়েই।এই হাসপাতাল গোষ্ঠীর ভারতের ২৫ টি রাজ্যে আছে শাখা হাসপাতাল।যেখানে উন্নত ও অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষিত নার্স ও প্যারা মেডিক্যাল কর্মচারী  দ্বারা উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে।হৃৎপিন্ড থেকে বৃক্ক ,ফুসফুস থেকে কিডনি এছাড়াও স্নায়ুর, নারীদের জনন ও অস্থি সম্বন্ধীয় অর্থাৎ সকল প্রকার রোগ সারানোর জন্য অন্যতম গন্তব্যস্থল হল এই বেসরকারী হাসপাতাল।
Address: No. 134, Mint Street, Opposite Ramar Temple, Sowcarpet, Chennai, Tamil Nadu 600079

Website : www.apollohospitals.com

Source

Sir Ganga Ram Hospital

১৯২১ সালে পণ্ডিত নেহেরু দ্বারা প্রতিষ্ঠিত এই হাসপাতাল ভারতের পুরানো বেসরাকরি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম। নয় দশকের বেশি সময় ধরে এই হাসপাতাল লক্ষ লক্ষ মানুষকে তার উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে।এখানে আছে অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারদের টিম, যারা সদাই বিভিন্ন রোগীদের চিকিৎসায় নিয়োজিত।এই বেসরকারি হাসপাতালে সমাজের  আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য  দেওয়া হয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা।আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আপনার টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে ভারতের অন্যতম সেরা বেসরকারি হাসপাতালে পরিণত হয়েছে এই হাসপাতাল।এই হাসপাতালে আছে ৬৫৭ টির শয্যা বিশিষ্ট এই বেসরকারি হাসপাতালে দেওয়া হয় সুপার স্পেসালিটি পরিষেবা।

Address:Rajinder Nagar, New Delhi, Delhi 110060

Website : http://www.sgrh.com