

করোনার খরা কাটিয়ে আনলক পর্বে ধীরে ধীরে ছন্দে ফিরেছে ভারতীয় সিনেমা। আসলে অতিমারির প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বিনোদন জগৎ। তবে হাল ছাড়েনি বাংলা সিনে ইন্ডাস্ট্রি (Bengali Cinema Industry)। জিৎ, দেব, অঙ্কুশ, ঋতাভরীদের ছবি বক্সঅফিসে সারা ফেলেছে। সারা ফেলেছে দর্শকের মনেও। এক নজরে দেখে নিন ২০২১ এর সেরা বাংলা ( Best Bengali Cinema 2021) সিনেমার তালিকা।
গোলন্দাজ (Golondaz) : করোনা পরবর্তী পর্যায়ে ২০২১ এ দেবের তিনটি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে গোলন্দাজ বেশ ভাল ফলাফল দিয়েছে। ধ্রুব ব্যানার্জির পরিচালনায় দেব অভিনীত এই ছবিটিতে ভারতের প্রথম ফুটবল ক্রীড়া ব্যক্তিত্ব নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বায়োপিক তুলে ধরা হয়েছে যিনি ব্রিটিশ শাসিত ভারতবাসীকে ফুটবলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। দর্শকের রায়ে এককথায় “দারুন হয়েছে” এই সিনেমা।
টনিক (Tonic) : বছরের একেবারে শেষভাগে দর্শককে দুর্দান্ত উপহার দিয়েছেন দেব। পরান বন্দ্যোপাধ্যায় আর দেবের জুটিতে টনিক এক কথায় ২০২১ এর সেরা সিনেমা বলে মানছেন দর্শকরা। ছবিটি আবালবৃদ্ধবনিতার কথা ভেবে বানানো। ছবির ট্যাগ লাইন ‘নো প্যানিক অনলি টনিক’ দর্শকের ভীষণ পছন্দ হয়েছে। তাই সব ছবির মধ্যে টনিককেই এগিয়ে রাখছেন দর্শকরা।
অভিযাত্রিক (Avijatrik) : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে এই ছবিটি। ছবিটিতে অপু চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়ের অভিনয় দর্শকের বেশ পছন্দ হয়েছে। তাই কোনও কোনও দর্শকের কাছে এই ছবিটিও সেরা।
মণিহারা (Monihara) : বাংলার কমেডি বেসড হরর ছবি মণিহারা মুক্তি পেয়েছে ২০২১ এ। ছবিতে অভিনয় করেছেন রনিতা দাস এবং সৌপ্তিক চক্রবর্তী।
বাজি (Baazi) : ২০২১ এ বাণিজ্যিক ছবির মন্দার বাজারে নতুন ছবি বাজি নিয়ে হাজির জিৎ। অ্যাকশনধর্মী থ্রিলার এই ছবিটিও বক্সঅফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। পুজোর মরসুমে মুক্তি পেয়েছিল জিৎ এবং মিমি চক্রবর্তী জুটির এই ছবিটি।
এফআইআর (F.I.R) : সাসপেন্স থ্রিলার ধর্মী এই ছবিটিও রয়েছে ২০২১ এর সেরার সেরা বাংলা ছবির তালিকায়। অঙ্কুশ হাজরা, ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ফলক রশিদ রায় এবং শান্তিলাল মুখার্জি অভিনীত ছবিটিও পুজোর মরসুমে বক্সঅফিসে ভালোই সাফল্য পেয়েছে।