করোনাকালীন সময়ে পিছিয়ে পড়েছিল টলিউড (Tollywood)। তবে টলিউড ঘুরে দাঁড়াতেও খুব বেশি সময় নেয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই শুরু হয়ে গিয়েছে একের পর এক ছবির শুটিং। এবার একইসঙ্গে হাফডজন নতুন বাংলা ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হলো। অর্থাৎ এবার বড় পর্দায় বাংলা ছবির স্বাদ পেতে হলে নির্দিষ্ট দিনে পৌছে যান সিনেমা হলে। রইল নতুন এই ৬ ছবি মুক্তির দিনক্ষণ (Upcoming Bengali Movie)।
অতি উত্তম (Oti Uttam) : ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় সৃজিত মুখার্জীর পরিচালনায় এই ছবি মুক্তি পাবে আগামী ৩০শে সেপ্টেম্বর। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়।
তীরন্দাজ শবর (Tirandaj Shabor) : অরিন্দম শীলের পরিচালনায় গোয়েন্দা শবর সিরিজের এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৭শে মে। ক্যামেলিয়া প্রোডাকশনের এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, দেবজানি চট্টোপাধ্যায়, দেবলিনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, অসীম রায় চৌধুরী, নাইজেল আকারাসহ অন্যান্যরা।
মায়াকুমারী (Maya Kumari) : এই ছবিটিও অরিন্দম শীল পরিচালনা করেছেন। ক্যামেলিয়া প্রোডাকশনের এই ছবি মুক্তি পাবে আগামী ১৭ই জুন। ছবিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরুণিমা ঘোষ, রজতাভ দত্ত, ইন্দ্রাশিষ রায়, সৌরভ দাস, অম্বরিশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় এবং সৌরসেনী মিত্রসহ আরও অনেকে।
খেলা যখন (Khela Jawkhon) : নতুন ছবির পরিচালনায় ফের অরিন্দম শীল। রাজপ্রতিম প্রোডাকশন, ক্যামেলিয়া প্রোডাকশন এবং এসভিএফ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১লা জুলাই।
ব্যোমকেশ (Byomkesh) : শবরের পাশাপাশি ব্যোমকেশকে নিয়েও হাজির অরিন্দম শীল। আবির চট্টোপাধ্যায় সোহিনী সরকার, সুহত্র মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১১ই আগস্ট।
ইস্কাবনের বিবি (Ishkaboner Bibi) : অরিন্দম শীলের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা এবং অরুণিমা ঘোষ। ছবিটি মুক্তি পাবে আগামী ১৬ই ডিসেম্বর।