ধারাবাহিক ছেড়ে দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী, টলিউড ছেড়ে চলে গেলেন বলিউড

জি বাংলার (Zee Bangla) উমা (Uma) ধারাবাহিকে এতদিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে (Sudipta Banerjee)। তবে এবার আর তাকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না। তার কারণ টলিউড ছেড়ে দিচ্ছেন সুদীপ্তা। শুধু টলিউড নয়, কলকাতা শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছেন সুদীপ্তা। কারণ সূদুর বলিউড থেকে ডাক এসেছে তার। তাই আপাতত টলিউড থেকে ব্রেক নিয়ে অভিনেত্রী পাড়ি দিয়েছেন মুম্বাইতে।

উমা ধারাবাহিকে মাত্র কিছুদিন অভিনয় করলেন সুদীপ্তা। বাংলা টেলিভিশনের পর্দাতে নেগেটিভ রোলের জন্য তিনি বেশ জনপ্রিয়। তবে আপাতত তার হাতে রয়েছে বলিউডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোজেক্ট। তাই বাংলা টেলিভিশন থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। উল্লেখ্য, উমা ধারাবাহিকে তার অভিনীত ‘ঈশিতা’ চরিত্রে আগে অভিনয় করতেন মানসী সেনগুপ্ত। মানসীর পর অভিনয় করেছিলেন সুদীপ্তা। এবার তার বদলে ওই চরিত্রে অভিনয় করবেন সায়ন্তনী গুহ ঠাকুরতা।

নতুন এই কাজের সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী। যদিও নিজ মুখে অবশ্য এই খবর তিনি প্রচার করেননি। তবে আভাস দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। সম্প্রতি তিনি প্লেন থেকে দুটো সেলফি পোস্ট করে লিখেছেন, “স্ট্রাগল আমাদের অনেক কিছু শেখায়, আমি খুব খুশি যে আমি আমার জীবনের একটা রোলার কোস্টার রাইডের সাক্ষী থাকতে পেরেছি, এই জার্নি আমাকে মানুষ হিসেবে আরও উন্নত করেছে এবং ম্যাচিওর করেছে।”

উল্লেখ্য, সম্প্রতি রাজর্ষি দে পরিচালিত মায়া ছবিতে অভিনয় করেন সুদীপ্তা। এতদিন নিজের অভিনয় দক্ষতা অনুযায়ী টলিউডে তার যোগ্য কাজ পাচ্ছিলেন না তিনি। তবে এবার তার স্বপ্ন পূরণ হতে চলেছে। বলিউডের ডাকে তাই মুম্বাই পাড়ি দিয়েছেন অভিনেত্রী। আপাতত হিন্দি টেলিভিশনের ‘নাগিন’ হতে চলেছে তার নতুন ঠিকানা। ধারাবাহিক নির্মাতা সংস্থা নাগিনের নতুন সিজন নিয়ে আসছে। অডিশনে পাশ করে গিয়েছেন সুদীপ্তা। নতুন শহরের নতুন কাজ নিয়ে বেজায় খুশি এবং আশাবাদী সুদীপ্তা।

উল্লেখ্য শুধু উমা ধারাবাহিক নয়, এই মুহূর্তে গানের রানী বীণাপাণি ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। দুটি ধারাবাহিক থেকেই একসঙ্গে বিদায় নেওয়ার পালা এসে গিয়েছে। মুম্বাইতে থাকার জন্য প্রযোজনা সংস্থার তরফ থেকে তাকে একটি অ্যাপার্টমেন্ট এবং যাতায়াতের গাড়ি দেওয়া হয়েছে। দেড় বছরের চুক্তিও হয়ে গিয়েছে। আপাতত তাই দেড় বছরের জন্য মুম্বাই নিবাসী হলেন সুদীপ্তা। একইসঙ্গে ধারাবাহিকের জন্য তিনি অনলাইনে তেলেগু ভাষাও শিখছেন নিয়মিত।