Tollywood Actress Sayantika Banerjee Accused Bangladeshi Choreographer For Inappropriately Touching Her : টলিউড (Tollywood) – এর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। আগে একাধিক ছবিতে অভিনয় করলেও ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারা’ (Awara) ছবিতে অভিনেতা জিৎ (Jeet) এর বীপরিতে অভিনয় করেন তিনি। আর এই ছবি থেকেই জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী। এরপর পরপর বেশ কয়েকটি ছবি করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর এবার বাংলাদেশে ছবির শুটিং করতে গিয়ে হেনস্থা শিকার হলেন অভিনেত্রী। যার জন্য মাঝপথেই ছবি শুটিং ছেড়ে ফিরে এলেন দেশে। চলুন জেনে কি হয়েছিল অভিনেত্রী সঙ্গে।
১২ আগস্ট ১৯৯০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সায়ন্তিকা। রিয়ালিটি শো ‘ধুম মাচা লে’ এর মাধ্যমে কেরিয়ার শুরু করেন সায়ন্তিকা। তার প্রথম ছবি ‘ঘর সংসার‘ মুক্তি পায় ২০০৯ সালে। এরপর টার্গেট : দ্য ফাইনাল মিশন, হ্যাংওভার, পাপী, আওয়ারা, বিন্দাস, হিরোগিরি, পাওয়ার, ব্যোমকেশ পর্ব, কলোর কীর্তি, উমা ইত্যাদি নানা ছবি করেন তিনি। প্রসেনজিৎ, জিৎ, দেব তিনজনের সাথেই অভিনয় করেছেন সায়ন্তিকা।
আর এবার বাংলাদেশী ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী। ছবির নাম ছিল ‘ছায়াবাজ’। তাজু কামরুলের পরিচালনায় তার বিপরীতে নায়ক ছিলেন জায়েদ খান। বাংলাদেশে এসে শুটিংয়ও শুরু করেন কলকাতার অভিনেত্রীl কিন্তু মাঝপথে হঠাৎ বাংলাদেশ থেকে কলকাতা ফিরে যান নায়িকা। কারন তাকে নাকি সেখানে হেনস্থার শিকার হতে হয়েছে।
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যাই এর অভিযোগ ওপার বাংলার ‘ছায়াবাজ’ ছবির কোরিওগ্রাফার নাকি অযাচিতভাবে তার হাত ধরে বসেন। আর তাতেই বেজায় বিরক্ত হন সায়ন্তিকা। ঘটনা নিয়ে প্রযোজক মণিরুল ইসলামের সঙ্গেও মত বিরোধের পর ছবির কাজ শেষের আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় ফিরে আসেন সায়ন্তিকা। আর এবার অবশেষে ঘটনা নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজে।
এদিন এই প্রসঙ্গে সায়ন্তিকা জানিয়েছেন, ‘প্রথমে অন্য একজন প্রশিক্ষক নাচের শুটিংয়ে এসেছিলেন কিন্তু টাকা পয়সা নিয়ে মত-বিরোধের কারণে তিনি চলে যান। তারপর মাইকেল নামক যুবকটি আসে। মাইকেল, আমার সম্মতি ছাড়াই, আমার হাত ধরেছিল এবং আমি ওকে সবার সামনে থামিয়ে দিয়েছিলাম।’
অভিনেত্রী আরও জানান, ‘আমি এক জন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। বারংবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও উত্তরই পাওয়া যায়নি। ওর কোনও পরিকল্পনা নেই। কোনও ব্যবস্থা নেই। তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।”
তবে এই প্রসঙ্গে কোরিওগ্রাফার মাইকেল বলেন, ‘প্রথম গানের শ্যুটিং শেষ করে দ্বিতীয় গানের শ্যুটিং করছিলাম আমরা। নাচের স্টেপ দেখানোর সময় হাত ধরতে গেলে সায়ন্তিকা বলেন মুখে বুঝিয়ে দাও, হাত ধরো না। আমি আর কথা না বাড়িয়ে সেভাবেই সবটা করেছি। কোনও সমস্যা হলে তো তিনি তখনই বলতেন। কিছুই বুঝতে পারিনি।’
আরও পড়ুন : কেন নিজের জন্মভূমি কাশ্মীরে কখনও পা রাখেননি শাহরুখ খান? জানালেন সত্যিটা
আরও পড়ুন : মেলেনি স্ত্রীর মর্যাদা, ৩ সন্তানের বাবাকে বিয়ে করে রক্ষিতা হয়ে দিন কাটছে জয়াপ্রদার
এদিকে প্রযোজক মনিরুল ইসলাম ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘সায়ন্তিকা নৃত্য পরিচালক মাইকেলকে নিয়ে অভিযোগ জানান। বলেন, সিনেমা থেকে মাইকেলকে বাদ দিতে হবে। খোঁজ নিয়ে জানতে পারা গেছে মাইকেলের কোনও দোষ নেই। কাজের স্বার্থেই হাত ধরেছিলেন তিনি। তাই, সায়ন্তিকাকে মাইকেলের সঙ্গেই কাজ করতে হবে। না হলে কাজ করার কোনও প্রয়োজন নেই। আর পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান বলে শুনেছি। আমি আমার দেশের শিল্পীদের ছোট করে কোনও কাজ করতে চাই না। এতে আমার ক্ষতি হলেও সমস্যা নেই।’