পকেট মারতে গিয়ে গ্রেপ্তার টলিউড অভিনেত্রী, তোলপাড় সোশ্যাল মিডিয়া

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Book Fair) আর পাঁচজন সাধারণ ক্রেতারা মত তিনিও ঘুরছিলেন। তবে বাকি ক্রেতাদের মত তার নজর বুক স্টলে ছিল না মোটেই। সন্তর্পণে বই মেলায় আসা ক্রেতাদের দৃষ্টি এড়িয়ে তাদের মানিপার্সটি হাফিজ করে নিচ্ছিলেন। তবে কেউ তা বুঝতেই পারেননি। কিন্তু কলকাতা পুলিশের নজর এড়ানো গেল না। তাদের করা প্রহরাদারিতে ধরা পড়ে গেলেন মহিলা। তারপর যা জানা গেল তাতে চক্ষু চড়কগাছ পুলিশের।

ওই মহিলা যে সে কেউ নন, তিনি একজন নামকরা অভিনেত্রী। তিনি হলেন টলিউড এবং হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ রুপা দত্ত (Rupa Dutta)। না, এটা কোনও টিভি সিরিয়াল কিংবা সিনেমার স্ক্রিপ্টও নয়। বাস্তবেই কলকাতার বুকে বইমেলাতে ঘটে গেল এমন একটি ঘটনা যা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। পকেটমারির দায়ে আপাতত তার ঠাঁই হয়েছে বিধান নগর উত্তর থানায়।

অভিনেত্রী রুপা দত্ত টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন। এমনকি ২০০৫ সালে টলিউডের ব্লকবাস্টার হিট ‘সাথী’ সিনেমাতেও তিনি অভিনয় করেন। এরপর পাড়ি দেন মুম্বাইতে। সেখানে গিয়েও একাধিক সিরিয়ালে অভিনয় করেন। তবে ‘জয় মা বৈষ্ণমাতা’ ধারাবাহিকে কাজের জন্য তাকে সকলে মনে রেখেছেন। এহেন অভিনেত্রী কিনা শেষমেষ পকেটমারির দায়ে জেলের হাওয়া খাচ্ছেন? ঘটনাটা ঠিক কি ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, কলকাতা বইমেলায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন এক মহিলার উপর চোখ পড়ে পুলিশ কর্মীদের। তারা দেখেন এক মহিলা একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হওয়াতে তারা গিয়ে সেই মহিলাকে আটকান এবং জিজ্ঞাসাবাদ করেন। কেন তিনি মানিব্যাগ ফেলে রেখে চলে যাচ্ছেন? প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ওই মহিলা।

এরপর শুরু হয় তল্লাশি। তার ব্যাগের মধ্যে একাধিক মানিব্যাগ এবং তার সঙ্গে প্রচুর টাকা দেখে চমকে ওঠেন পুলিশকর্মীরা। অভিনেত্রীর ব্যাগে কমপক্ষে ৭৫ হাজার টাকা এবং একটি ডায়েরির মধ্যে একটি কেপমারির হিসেব লেখা ছিল বলে জানা যাচ্ছে। অতএব তাকে ধরে আনা হয় বিধান নগর থানায়। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে নিজের পরিচয় দিয়ে সবকিছু স্বীকার করতে বাধ্য হন অভিনেত্রী। পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে রুপা একটি বড় চক্রের সঙ্গে জড়িত। আপাতত তাকে জেরা করে এই চক্রের মূল পাণ্ডাদের হদিশ পেতে চাইছে পুলিশ।

উল্লেখ্য, রুপা এর আগেও একবার পুলিশি ঝঞ্ঝাটে জড়িয়ে ছিলেন। ২০১৪ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তিনি। তবে সেই সময় অবশ্য তিনি তার অভিযোগ প্রমাণ করতে পারেননি। এবার তিনি নিজেই পকেটমারির দায়ে পুলিশের জালে জড়িয়ে পড়েছেন।