নুসরাতের ঠোঁট নিয়ে সোশ্যাল মিডিয়ায় কু-মন্তব্যের ঝড়, জুটলো “বৃহন্নলার” তকমা

বিগত কিছুদিন ধরেই ব্যাক্তিগত জীবন এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে বারবার শিরোনামে উঠে আসছে অভিনেত্রী নুসরাত জাহানের (Nusrat Jahan) নাম। স্বামী নিখিল জৈনের সাথে বিবাদ এবং অভিনেতা যশ দাশগুপ্তের সাথে তার সম্পর্কের সমীকরণ বিগত বেশকিছুদিন ধরেই নেট নাগরিকদের জল্পনার বিষয়। কিন্তু এবার ব্যাক্তিগত সম্পর্কের পাশাপাশি তার রূপ নিয়েও কুমন্তব্য করে চলেছেন নেট নাগরিকদের একাংশ।

আগেই তার চরিত্রের দিকে আঙুল তুলে অনেক মন্তব্য করেছেন অনেকেই।”নিখিল জৈন এবং যশ দাশগুপ্তের পড়ে কোন পুরুষের সাথে তার নাম জড়াবে?” – এমন মন্তব্যও করে বসেছেন কেউ কেউ। দাম্পত্য এবং দ্বিতীয় পুরুষের সাথে সম্পর্ক ইত্যাদি নানান বিষয় নিয়ে নেট নাগরিকদের কটাক্ষের শিকার হচ্ছিলেন তিনি।এবার রূপ নিয়েও কটাক্ষ শুনতে হলো তাকে।

রঙ্গিন দুনিয়ায় নিজেকে আকর্ষণী দেখানোর জন্য অনেকেই অনেক কিছুই করে থাকে। আর সেটিগুলোর মধ্যে অন্যতম হলো প্লাস্টিক সার্জারী। তবে এতদিন প্লাস্টিক সার্জারীর দুনিয়া থেকে টালিউড বেশ খানিকটা পিছিয়ে থাকলেও এখন আর নেই। টলিপাড়ার সুন্দরীরাও এখন প্লাস্টিক সুন্দরীদের দলে নাম লেখাচ্ছেন। শোনা যাচ্ছে, লিপ সার্জারি করিয়ে নিজের ঠোঁটকে আকর্ষণী করেছেন নুসরাত জাহান।

   

প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।দিচ্ছেন ক্লোজ আপ শটও। সেখানেই এক নেট নাগরিক মন্তব্য করেন নুসরাতকে দেখতে নাকি হুবহু বৃহন্নলার মত।’হুবহু বৃহন্নলার মত দেখতে’, অ্যালেজেড Lip Filler-এর কারণেই কি এই হাল নুসরতের? লিপ সার্জারি করিয়েছেন নুসরত জাহান৷ এমনটাই অভিযোগ আনলেন বেশ কয়েকজন সাইবারইউজার৷

নুসরাতের ওপরের ঠোঁটটি খানিকটা ফুলে গিয়েছে৷ পুরনো ছবির সঙ্গে এখনকার ছবির তুলনা করলে সত্যি নুসরতের ঠোঁটে বদল ঘটেছে৷ সেটা লিপ সার্জারি নাকি লিপ জব সেটা অভিনেত্রী ছাডা় আর কেউ বলতে পারবে না।

নুসরাত কোনও ছবি আপলোড করে তাতে প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে ক্যাপশন দিলে কমেন্ট সেকশন ভরতে শুরু করতে নানান কটাক্ষে৷ ‘লিপজব করিয়ে আবার সৌন্দর্যের কথা বলছ?’, ‘তোমাকে আগেই দেখতে ভালো লাগত৷ কেন করালে সার্জারি?’, দেখে মনে হয় যেন এরা পৃথিবীতে বাঁচতেই চায় না৷ এলিয়নদের থেকে শিখছে নাকি এসব?’ এ ধরণের কমেন্টেই ভরে উঠছে নুসরতে বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশন৷

এসবের পরেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তবে এই মন্তব্যও এড়িয়ে গিয়েছেন তিনি।অভিনেত্রী হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলের সাংসদ হওয়ায় প্রায়শই বিরোধী দলের বিভিন্ন কুমন্তব্যের শিকার হতে হয় তাকে। তবে এসব ট্রোলিং এড়িয়ে নিজের মতন করে বাঁচতেই পছন্দ করেন অভিনেত্রী।