অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দন্নার (Rashmika Mamdanna) ‘পুষ্পা’ ছবির ‘সামি সামি’ (Sami Sami) গানটা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে রয়েছে। দক্ষিণের এই ছবিতে আসল গানে রশ্মিকা নাচ মুগ্ধ করেছে দর্শকদের। দক্ষিণের এই সুন্দরীর হটনেসে কাবু নেট পাড়া। তবে বাঙালি সুন্দরীরাই বা কম যান কিসে? বিশেষত মনামী ঘোষের (Monami Ghosh) গ্ল্যামার এবং নৃত্যশৈলীর কাছে তাবড় তাবড় বলি ডিভারা কুপোকাত। মনামী এবার এই ভাইরাল গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে সেই নাচের ভিডিও। রশ্মিকার পর মনামীর নাচ ঝড় তুলল সোশ্যাল মিডিয়াতে।
সোশ্যাল মিডিয়ার হট সেন্সেশন মনামী ঘোষ। দিন প্রতিদিন তার গ্ল্যামার কমে না, বরং বেড়ে যায়। বয়সটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের গ্ল্যামার ধরে রেখেছেন তিনি। তার রূপের এবং নাচের প্রশংসায় পঞ্চমুখ সকলে। তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে মাঝেমধ্যেই নিজের নাচের নানা ভিডিও তিনি শেয়ার করেন। এবার তিনি সেই চ্যানেলে ‘পুষ্পা’র ‘সামি’ গানের নিজের নাচের পারফরম্যান্স তুলে ধরলেন। দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।
হলুদ রঙের শাড়ি, লাল রংয়ের ব্লাউজ, হাতে লাল চুড়ি, কপালে লাল টিপ, মাথায় বিনুনি বাঁধা চুল, ঠোটে লাল লিপস্টিকে লাস্যময়ী মনামীর নাচ দেখেও চোখ ফেরাবে এমন সাধ্যি কার? বাঙালি সাজে একেবারে দক্ষিণের স্টাইলে এই বঙ্গ সুন্দরীর নাচ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। লাইক-কমেন্টে ভরে উঠছে এই ভিডিও। মনামীর প্রশংসায় পঞ্চমুখ সকলে। কেউ লিখলেন, ‘তুমি অপরুপা মনামী’। কেউ তো আবার প্রশংসা করার জন্য ভাষাই হারিয়ে ফেললেন! মাত্র একদিনের মধ্যেই ৫ লক্ষের বেশি ভিউ ছাপিয়ে গিয়েছে এই ভিডিও।
মনামীর ফ্যাশন স্টেটমেন্ট, সেক্সি ফিগার, তার নাচ মুহূর্তের মধ্যেই যে কারও নজর কেড়ে নিতে পারে। ‘মৌ বৌদি’র হট নেস দিন প্রতিদিন বাড়ছে। কোমরের কার্ভস থেকে বক্ষ বিভাজিকা, সব মিলিয়ে চর্চায় থাকেন মনামী। মুখের এক ঝলক হাসিতেই ঘায়েল করে দিতে পারেন ভক্তদের মন। ব্যক্তিগত জীবনেও তিনি বেশ প্রাণবন্ত এবং প্রাণখোলা স্বভাবের মানুষ। দেখতে দেখতে বয়স ছুঁয়ে ফেলল ৩৮ বছর। তবু আজও অবিবাহিতা অভিনেত্রী। তবে নিজের সিঙ্গেল স্ট্যাটাস বদলে ফেলেছেন তিনি।
https://youtu.be/NpYN0xmWiHQ
গতবছর ঠাকুরপোদের মন ভেঙে নিজের মনের মানুষের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ‘মৌ বৌদি’। জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে মনের মানুষের ছবি শেয়ার করেছিলেন তিনি। জানিয়েছিলেন মনের মানুষ তার কাছে কতটা স্পেশাল। যদিও তার নাম পরিচয় জানা যায়নি। কারণ মনামী মনের মানুষের ছবি প্রকাশ করলেও নাম প্রকাশ করেননি। মনামীর বয়ফ্রেন্ডের খবর জেনে মন ভেঙেছিল তার পুরুষ অনুরাগীদের।