২০০৮ সালে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত ছবি “চিরদিনই তুমি যে আমার” বক্স অফিসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। এই ছবির হাত ধরেই টলিউডে উঠে এসেছিল একটি নতুন জুটি। অভিনেতা রাহুল ব্যানার্জি এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনীত এই রোমান্টিক-ট্রাজেডি সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। প্রথম ছবিই সুপারহিট। সাধারণত এরপরে আর শিল্পীদের ঘুরে তাকানোর দরকার পড়ে না।
রাজ চক্রবর্তী পরিচালিত “চিরদিনই তুমি যে আমার” সিনেমাটিতে রাহুলের অভিনয়, রাহুল-প্রিয়াঙ্কার কেমিস্ট্রি এবং সর্বোপরি সিনেমার গানগুলি দর্শকের মনে দাগ কেটে যায়। তারপর থেকেই একের পর এক সিনেমার অফার আসতে থাকে তার জন্য। বেশকিছু সুপারহিট ছবিতে অভিনয় করেন রাহুল। তবে মাঝখানে হঠাৎই তাল কেটে বসেন অভিনেতা।
রাহুল যখন সাফল্যের মধ্যগগনে অবস্থান করছেন তখন আচমকাই তার বাবার মৃত্যু হয়। ঠিক যে কারণে চরম মানসিক অবসাদ ভর করে বসে তার জীবনকে। বাবার মৃত্যুর পরেই অসম্ভব গাঁজার নেশা তাঁকে পেয়ে বসে। রাহুল পরে নিজেই স্বীকার করেছেন, জীবনের ওই পর্যায়ে তিনি নিজের বহুমূল্য সময় নষ্ট করেছিলেন।
তার উপর আবার নিজের তারকা ইমেজের জন্য ইন্ডাস্ট্রির “চুমকি জামা পরা” কিছু মানুষের সঙ্গে তাকে মিশতে হতো। যা তার স্বভাব সিদ্ধ ছিল না। তবুও তারকা হওয়ার দরুণ এদের সাথে সম্পর্ক তাকে বজায় রাখতেই হতো। তবে বড় পর্দা থেকে কিছুদিনের ব্রেক নেওয়ার পরে অবশ্য ফের ছোট পর্দা দিয়ে ফিল্মি কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করেন অভিনেতা রাহুল।
২০১৪ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “তুমি আসবে বলে”তে প্রধান চরিত্রাভিনেতা হিসেবে তাকে দেখা যায়। এরই মাঝে আবার নিজের জীবনের প্রথম সিনেমার সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হন রাহুল। তাদের প্রেম পরিণতি পায়। রাহুল এবং প্রিয়াঙ্কা জুটি বাস্তবেও জোট বাঁধে। তাদের ১০ বছরের একটি ছেলেও রয়েছে। নাম তার সহজ।
তবে অভিনেতার ব্যক্তিগত জীবন কিন্তু খুব একটা সুখের নয়। রাহুল এবং প্রিয়াঙ্কার সম্পর্কে ফাটল ধরেছে বহু আগেই। বর্তমানে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আদালতে তাদের ডিভোর্স ফাইল রয়েছে। করোনার জন্য আইনি প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে ঠিকই তবে মানসিকভাবে তারা একে অপরের থেকে বহুদিন আগেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।
এর মাঝেই আবার স্টার জলসার হাত ধরেই ছোটপর্দায় ফিরে এসেছেন রাহুল ব্যানার্জি। “দেশের মাটি” ধারাবাহিকে “রাজা” চরিত্রে তার অভিনয় বর্তমানে দর্শকরা বেশ পছন্দ করছেন। এই ধারাবাহিকে তার বিপরীতে “মাম্পি” চরিত্রে অভিনয় করছেন রুকমা রায়। বর্তমানে “দেশের মাটি”র প্ল্যাটফর্মে “রাজা-মাম্পি”র প্রেম বেশ জমে উঠেছে। ফলে স্বভাবতই দর্শকদের মনে প্রশ্ন উঠছে, পর্দার “রাজা-মাম্পি” কি তাহলে বাস্তবেও জোট বাঁধবেন?
এই প্রশ্নের উত্তর সরাসরি দিলেন রাহুল ব্যানার্জি। রুকমার সঙ্গে তার যে প্রেম সম্পর্কের কথা চাউর হয়ে গিয়েছে সেই প্রসঙ্গে তার জবাব, রুকমা তার থেকে প্রায় ১০ বছরের ছোট। পর্দার বাইরে তাদের সম্পর্ক শুধুই ভালো বন্ধুত্বের। তবে রুকমা তার থেকে বয়সে ছোট হলেও তিনি যে দুর্দান্ত অভিনেত্রী তা এককথায় স্বীকার করে নিয়েছেন রাহুল ব্যানার্জি।
তা না হয় হলো। তাহলে বাস্তব জীবনে প্রিয়াঙ্কার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আবার কবে বিয়ে করবেন রাহুল? এই প্রশ্নের জবাবে তারা অকপট উত্তর, “আগে একটা বিয়ে থেকে নিস্তার পাই”! আপাতত ছেলে সহজকে নিয়েই দিন কাটছে তার। ছেলের সাথে তার সম্পর্ক বেশ ভালো।