মানসিক-রাজনৈতিক প্রভাবে নষ্ট কেরিয়ার, অভিনয় ছেড়ে দিলেন জনপ্রিয় অভিনেতা

বলিউড তথা টলিউডের (Tollywood) তারকাদের হামেশাই নোংরা রাজনীতির শিকার হতে হয়। প্রতিযোগিতার আড়ালে নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও যখন তারা এই বিষয়ে মুখ খোলেন, তখনই অভিনয়ের দুনিয়ার গ্ল্যামারের আড়ালের অন্ধকার দিকটা প্রকাশ পায়। এবার টলিউডের অন্ধকারের দিক প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেতা প্রসূন গায়েন (Prasun Gain)।

টলিউডের এই অভিনেতা একাধিক সুপারহিট বাংলা ছবিতে কাজ করেছেন। ‘জুলফিকার’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘খাসি কথা’, ‘কানামাছি’ খ্যাত অভিনেতা কিছুদিন আগে পর্যন্ত আপাদমস্তক শুটিংয়ের কাজে ছিলেন ব্যস্ত। ২০০৮ সালে সিনেমাতে ডেবিউ করার পর থেকেই তিনি টলিউডের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। এমনকি সোশ্যাল মিডিয়া ঘাঁটলেও দেখা যায় শুধু সিনেমার খবরে ঠাসা তার প্রোফাইল।

PRASUN GAIN

কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রাপ্তি’ দেখার জন্য নেটিজেনদের কাছে অনুরোধ করেছিলেন তিনি। আবার তার আসন্ন ছবি ‘সদভূত অদ্ভুত’ এর শুটিংয়ের ছবিও শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন ‘আমরা ক্লান্তিহীন’। তাহলে হঠাৎ এমন কি হলো যে রাতারাতি ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিতে হল তাকে? এর উত্তর তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

সোশ্যাল মিডিয়াতে প্রসূন জানিয়েছেন, “দীর্ঘ কয়েক বছর এই সিনেমা ইন্ড্রাস্ট্রিতে আছি। আমার বিরতি নেওয়ার সময় এসেছে।আমি এই জীবিকা থেকে স্বেচ্ছায় সরে এলাম। এতদিন সবাইকে মনোরঞ্জন করার চেষ্টা করেছি। বিভিন্ন রকম মানসিক এবং রাজনৈতিক প্রভাব,যা একজন শিল্পীর জীবনকে শেষ করে দেয়। কিছুটা তার শিকার আমিও।”

PRASUN GAIN

তিনি আরও লিখেছেন, ‘‘কোনোদিনও কিছু বলি নি।কাউকে কোনো দোষ ও দিতে চাইনা। লড়তে লড়তে হাপিয়ে উঠেছি বন্ধুরা। বাকি জীবনটা দূরে কোথাও…মানুষ নিজেকে যেদিন থেকে ভগবান ভাবতে শুরু করেছে,সেই দিন থেকেই এত হিংসা,লড়াই। আর সব মানুষের মতো আমারও ধৈর্য্য শেষ। পারলে সবাই একজোট হোয়ো। ভালো থেকো সবাই’’।

PRASUN GAIN

তার কথা থেকেই স্পষ্ট যে রাজনৈতিক এবং মানসিক চাপের মুখে পড়েই ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য হলেন তিনি। কারও বিরুদ্ধে সরাসরি তিনি কোনও অভিযোগ করেননি। তবে বাকি জীবনটা তিনি অভিনয় থেকে দূরেই কাটাতে চান। তার এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না ভক্তরা। তাই মন খারাপ ভক্তদের।