আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকায় তারকা প্রার্থীদের ছড়াছড়ি। নিত্যদিন টলিপাড়া থেকে তারকারা যোগ দিচ্ছেন কোনও না কোনও দলে। কয়েকজন বাদে টলি টাউনের প্রায় সকল তারকারাই কোনও না কোনও দলের মুখ। এবার টলি টাউনের এই রাজনীতিকরনের বিরুদ্ধে সরব হলেন বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ( Chiranjit Chakraborty)।
আসন্ন বিধানসভা ভোটে শাসকদলের প্রার্থী তালিকায় যেমন আছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক,সায়ন্তিকা, কৌশানি,জুন মালিয়া, রাজ চক্রবর্তী সহ আরও বেশ কিছু তারকা প্রার্থী তেমনই মুখ্য বিরোধী দল বিজেপির এখনও পর্যন্ত প্রকাশ পাওয়া প্রার্থী তালিকাতেও হিরন,যশ দাশগুপ্ত,পায়েল সরকার সহ বেশ কিছু তারকা প্রার্থীর নাম আছে।তাদের মধ্যে অনেকেই সদ্য দলে যোগ দিয়েছেন।
ভোটের আগে কেন অভিনয় জগতের গণ্ডি থেকে বেরিয়ে বাজনিতিতে যোগ তারকাদের? প্রশ্ন উঠছিল বহুদিন ধরেই। এবার এই প্রশ্নের উত্তরেই শাসক দলের প্রার্থী চিরজিতের সোজা উত্তর “আমাদের বাংলার সিনেমার অবস্থা খুব খারাপ। ছবি হচ্ছে না, হাউসগুলিও (সিনেমাহল) বন্ধ। করোনার জন্য অনুষ্ঠানও নেই। ইন্ড্রাস্ট্রিতে একটু সমস্যা চলছে। সেকারণে বিকল্প পেশা হিসেবে রাজনীতিতে আসছেন অভিনেতারা’।
তিনি আরও বলেন, “হিন্দি ইন্ড্রাস্ট্রিতে যাওয়ার জন্য় বিজেপি। আর বাকিরা তৃণমূলে’। শাসক দলে তারকা প্রার্থীদের নামের পেছনে প্রার্থী তালিকায় ঢাকা পড়ে গেছে বেশ কিছু সনামধন্য বিধায়কের নাম। মূলত এই প্রসঙ্গকেই কটাক্ষ করলেন তিনি। কিন্তু নিজে শাসক দলের প্রার্থী হয়েও কেন এমন বেসুরো তিনি? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত উল্লেখ্য,মুখ্যমন্ত্রীর প্রার্থী তালিকা ঘোষণার আগেই তিনি জানিয়েছিলেন, এবারের নির্বাচনে টিকিট না পেলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি।সেই মতন চিঠিও পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। তবে শেষ পর্যন্ত বিশেষ কিছু ঘটেনি।বারাসাতের টিকিট পেয়েছেন তিনি।তবে টিকিট না পেলেও যে তিনি বিজেপিতে যোগ দিতেন না,সে কথা আগেই স্পষ্ট জানিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী।