বাংলা ধারাবাহিক জগতে অন্যতম জনপ্রিয় চরিত্র “কৃষ্ণকলি’ ধারাবাহিকের “শ্যামা’ ওরফে তিয়াসা রায় (Tiyasa Roy)। প্রত্যেকদিন বিকেলে তার এই চরিত্রর মধ্যে দিয়েই বাঙালির ড্রয়িং রুমে পৌছে যান তিনি। টেলিভিশনের পর্দায় তার এবং নিখিল ওরফে নীল ভট্টাচার্যের রসায়ন মুগ্ধ করে দর্শকদের। কিন্তু রিল লাইফে তার দাম্পত্য নিখিলের সাথে হলেও রিয়েল লাইফে অভিনেতা সুবান রায়ের (Suban Roy) সাথে সুখে সংসার করছেন তিনি।
তিন বছর আগে গাঁটছড়া বেধেছেন তারা। সুবান নিজেও বাংলা ধারাবাহিক জগতের পরিচিত মুখ। তবে নায়কের চরিত্র থেকে বেশি তার দেখা মেলে খলনায়কের চরিত্রে। এই দম্পতি বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। নিজেদের আদর,খুনসুটির বিভিন্ন মুহূর্ত তারা ভাগ করে নেন নেট নাগরিকদের সাথে।
২০১৭ তে একটি নাটকের ওয়ার্কশপে প্রথম আলাপ সুবান আর তিয়াসার। দুজনের বয়সের মধ্যে পার্থক্য ও রয়েছে দশ বছরের। এরপর দুই পরিবারের সম্মতি নিয়ে অক্টোবরের মধ্যেই বিয়ে সেরে ফেলেন তারা। সুবানের সঙ্গে বিয়ের পরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন তিয়াসা।
এরপর একসময় এই দম্পতির মধ্যে বিচ্ছেদের একটি ঘটনাও শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল যে তিয়াসার এত খ্যাতিই নাকি সেই বিচ্ছেদ এর মূল কারণ। তবে সেই সকল গুঞ্জনের মুখে ছাই দিয়ে বারংবার তারা নিজেদের নানা রকম ছবি ভিডিও একসাথে পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তারা একে অপরকে কতটা ভালবাসেন।
মাঝেমধ্যেই এই দুজন দম্পতি সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভিডিও করে সেটি আপলোড করেন। সম্প্রতি একটি নতুন ভিডিও পোস্ট করেছেন এই দম্পতি। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে “শুধু তোমারই জন্য’ সিনেমার দেখতে বউ বউ গানে ঠোঁট নাড়ছেন তিয়াসা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে সিঁথিতে সিঁদুর কপালে লাল টিপ সবুজ কাপ্তান পরে, ভিডিও তৈরি করছেন। “দেখতে বর বর কিন্তু আস্ত বর্বর’ গানের এই লাইনে লিপ নাড়ানোর সময় বরের গাল টিপে ধরতেও দেখা গেছে তিয়াসাকে। যদিও ভিডিও তে দেখা যাচ্ছে সুবান তার বউকে পাত্তা মোটেই পাত্তা দিচ্ছেন না।
View this post on Instagram
ইতিমধ্যেই তুমুল ভাইরাল সেই ভিডিও। তবে ভিডিওতে তিয়াসাকে পাত্তা না দিলেও দশ বছরের ছোট বউটির প্রতি কিন্তু গুণমুগ্ধ সুবান। তিনি জানিয়েছেন, পর্দার শ্যামার মতনই আসল জীবনেও এক্কেবারে আদর্শ বউ তিয়াসা।