ভারতের একমাত্র রাজ্য যেখানে সব প্রশাসনিক পদে আছেন মহিলারা

কেরল দেশের মধ্যে অনেক দিক থেকে এগিয়ে। এই রাজ্যে শিক্ষিতের হার যেমন বেশী তেমনই নারী অগ্রগতিতে অসামান্য কাজ করেছে কেরল। একমাত্র এই রাজ্যের জেলাতেই সমস্ত প্রশাসনিক পদ সামলাচ্ছেন মহিলারা। এমন বিরল দৃষ্টান্ত আছে শুধু কেরলের মুকুটেই।
কেরলের ত্রীশূরের সব প্রশাসনিক পদে আছেন মহিলারা। ডিস্ট্রিক্ট কালেক্টর থেকে মেয়র, ডেপুটি মেয়র এমনকি পঞ্চায়েত প্রধান থেকে পুলিস অ্যাকাডেমির শীর্ষেও মহিলারাই।

Source: eVartha

টিভি অনুপমা

ত্রিশূরের ডিস্ট্রিক্ট কালেক্টর হলেন টিভি অনুপমা। দৃঢ় সংকল্প এবং হার না মানা মনোভাবের জন্য তিনি জেলায় পরিচিত। ২০০৯ ব্যাচের আইএএস অনুপমা নদী বাঁচাও অভিযানে অভূতপূর্ব কাজ করেছেন। রাজনৈতিক নেতাদের অধীনে নিজেকে বিকিয়ে দেননি। ডিস্ট্রিক্ট কালেক্টর পদে যোগ দেওয়ার পর তাঁর কাজে খুশি ত্রীশূরবাসী।

Source: Civil Service Pala.

ডঃ রেনু রাজ

২০১৪ সালের ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় হন। আইএএস পরীক্ষার অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে শীর্ষে ছিলেন তিনি। যোগ দিয়েছেন ডেপুটি কালেক্টর পদে।
বহুমুখী প্রতিভার অধিকারী রেনু ক্ল্যাসিকাল নৃত্যশিল্পী। জেলার ইয়ুথ ফেস্টিভ্যালে পারফর্ম করেছেন তিনি।

আরও পড়ুন : দেশের ১০ সাহসী এবং সৎ মহিলা অফিসার   

Source: Kerala Police.

ডঃ বি সন্ধ্যা

কেরল পুলিস অ্যাকাডেমির এডিজিপি বি সন্ধ্যা। নির্ভীক পুলিস অফিসার হিসাবে বেশ কিছু তদন্তে অংশ নিয়েছেন। পুলিস সায়েন্সের ওপর কয়েকটি পেপার লেখা ছাড়াও শিশুদের জন্য অনেক বি লিখেছেন সন্ধ্যা।

আরও পড়ুন : পাঁচ IAS সফলদের জীবনযুদ্ধের কাহিনী যা আপনাকে অনুপ্রাণিত করবে

Source: Facebook.

অজিতা জয়রাজন

বিগত ৩৩ বছর ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত অজিতা জয়রাজন। রাজনীতিক জীবনের শুরুতে মিউনিসিপ্যাল কাউন্সিলার ছিলেন। সেখান থেকে উঠে এসেছেন মেয়র হিসাবে।
ত্রিশূরের মেয়র পদে তিনি দ্বিতীয় মহিলা।
সমস্ত মিথ ভেঙে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এই মহিলারা। তাঁদের স্যালুট জানাই আমরা। কোনও সভ্য জাতি এগোয় নারীর আগ্রগতিতে। কেরলও এগিয়েছে। এবার অন্য রাজ্যের পালা।