ক্লাস ফাইভের এই একটি অঙ্ক সমাধান করতে নাজেহাল গোটা বিশ্ব, পারবেন না আপনিও

অঙ্ক নিয়ে বহু গান, কবিতা লেখা হয়েছে এই বঙ্গে। তা সে “অংকেতে মাথা নেই হয়েছি পাগল” হোক কিংবা “অংক কি কঠিন”।কিন্তু তাও টেনেটুনে সেই ধাপ উতরে গেছেন অনেকেই।আচ্ছা, আপনি কি অংক প্রেমিক? অঙ্ক করতে ভালোবাসেন? বলুনতো একটি জাহাজে ২৬টি ভেড়া এবং ১০টি ছাগল আছে। তা হলে জাহাজের ক্যাপ্টেনের বয়স কত হবে?

হাসছেন নাকি! ভাবছেন এরকম প্রশ্ন আবার হয় নাকি? কিন্তু চীনের শিক্ষা দফতর শুধু এই প্রশ্নটাই করেনি বরং জানিয়েছে,এই প্রশ্ন একদম ঠিক এবং এর উত্তর পাওয়াও অসম্ভব কিছু না।

এমনকি কোনও মাস্টার্স লেভেলেও নয় বরং ক্লাস ফাইভে এই অংকটা দেওয়া হয়েছে পরীক্ষায়। এই প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায় এবং এর উত্তর খুঁজতে গিয়ে রীতিমত চুল ছিড়ছেন নেট নাগরিকরা।

   

বিবিসি সূত্রে, এই প্রশ্নের উত্তরে চিনের শিক্ষা দফতরের এক কর্তা জানান,“প্রশ্নটি একদম ঠিক। সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে, আমাদের প্রাইমারি স্তরের শিশুদের বাস্তববোধের যথেষ্ট অভাব। অঙ্কের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি।”এরকম একটি বাস্তব প্রশ্ন করার কারণ এটিই।

আচ্ছা এবার এই বাস্তব জ্ঞান সম্পন্ন প্রশ্নের উত্তর দেখুন, সেই দেশে একটি ভেড়া এবং একটি ছাগলের গড় ওজন অনুযায়ী ২৬টি ভেড়া এবং ১০টি ছাগলের মোট ওজন হবে কমপক্ষে সাত হাজার সাতশো কেজি। এবার চীনে যে ক্যাপ্টেন পাঁচ হাজার কেজি ওজনের বেশি পণ্য পরিবহণ করবেন,তার অন্তত পাঁচ বছরের লাইসেন্সের প্রয়োজন। চিনে যেহেতু জাহাজ চালানোর ন্যূনতম বয়স ২৩, সুতরাং ক্যাপ্টেনের বয়স ২৩+৫ অর্থাৎ ২৮।