The Indications Before Mata Lakshmi Enters Your House : আমরা সকলেই চাই আমাদের গৃহে সব সময়ে মা লক্ষ্মী (Maa Lakshmi) -র কৃপা বজায় থাকুক। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেখানে কখনও ধনসম্পত্তি, অন্নবস্ত্রের অভাব হয় না। তাই যার উপর মা লক্ষ্মী সন্তুষ্ট হন, তিনি খুবই ভাগ্যশালী। আপনি বিশেষ কয়েকটি সঙ্কেতের মধ্যে দিয়ে বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার উপর কৃপা করেছেন। চলুন জেনে নিই লক্ষণগুলো কী কী।
১. আপনি যদি দেখেন আপনার বাড়ির যেকোনো একটি ঘরের মেঝের কোনো একটি কোন থেকে লাইন দিয়ে কালো পিঁপড়ে উঠে আসছে তাহলে সেটি শুভ। আর তার সঙ্গে যদি দেখেন পিঁপড়ের মুখে চিনি দানা আছে। তাহলে তো সোনায় সোহাগা। অর্থাৎ এবার থেকে বাড়িতে কালো পিঁপড়ে দেখে ঘাবড়ে যাবেন না।
২. অনেক সময় দেখবেন আপনার ছাদের কার্নিশ অথবা আপনার বাড়ির বাগানে পাখির বাসা বাঁধে। সেখানে তারা তাদের ডিম পাড়ে বাচ্চার জন্ম দেই। তবে এই পাখির বাসা বাঁধা কিন্তু আপনার বাড়ির জন্য খুব শুভ। এর অর্থ মা লক্ষ্মীর আপনার বাড়িতে আগমন ঘটবে। কিন্তু ভুলেও সেই পাখির বাসা নষ্ট করে দেবেন না এতে আপনার বাড়ির অমঙ্গল হবে।
৩. আমাদের প্রত্যেকের বাড়িতে টিকটিকি দেখতে পাওয়া যায়। যদি খুব বেশি পরিমাণে বাড়িতে টিকটিকি দেখতে পান তাহলে সেগুলো দুর করার ব্যবস্থা করুন। কারণ একই সঙ্গে বাড়িতে যদি তিনটি টিকটিকি দেখেন সেটা কিন্তু খুব অশুভ। আবার যদি দেখেন আপনার বাড়ির তুলসী গাছের চারপাশে টিকটিকি ঘোরাঘুরি করছে সেটিও কিন্তু শুভ নয়।
৪. আমরা এই বিষয়টা কম বেশি সকলেই জানি নিজের ডান হাতের তালু যদি খুব চুলকোই তাহলেই বাড়িতে অর্থের আবির্ভাব হয়। এছাড়াও আপনি যদি কখনও স্বপ্নে দেখেন ঝাঁটা, পেঁচা, কলসী, বাঁশি, হাতি, শাঁখ, টিকটিকি, তারা, সাপ বা গোলাপ ফুল দেখেন, তাহলে বুঝবেন আপনার অর্থলাভ হতে চলেছে।
৫. শাখের শব্দ উলুর শব্দ দুটোকেই খুব শুভ বলে মনে করা হয়। হিন্দুদের যেকোনো শুভ কাজে শাঁখ বাজানো হয়ে থাকে। এমনকি শাঁখ বাজানো ছাড়াও লক্ষ্মী পুজোও সম্পন্ন হয় না। তাই কোনোদিন যদি সকালে ঘুম থেকে উঠে শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে জানবেন লক্ষ্মী দেবীর আগমন ঘটতে চলেছে আপনার বাড়িতে।
আরও পড়ুন : অক্ষয় হবে সৌভাগ্য, অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে আজই দূর করুন এই পাঁচটি জিনিস
৬. গ্রামের দিকে রোজ দিন বাড়ির দরজায় ঝাঁট দেওয়ার প্রচলন আছে। তাই অনেকেই আছেন যারা ঘুম থেকে উঠে বাড়ির দরজা প্রথমে পরিষ্কার করেন। কারণ বিশ্বাস করা হয় দরজা পরিষ্কার না রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন। আর আপনি যদি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রোজ কাউকে ঝাঁট দিতে দেখেন, তাহলে এটি অত্যন্ত শুভ।
আরও পড়ুন : কীভাবে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন, জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন : মা লক্ষ্মী কোন বাড়িতে থাকেনা? লক্ষ্মী নারী চিনবেন কীভাবে
৭. পশু পাখিকে খেতে দেওয়া খুব ভালো কাজ। আর আপনি যদি কোনো কুকুরকে দেখেন সে মুখে খাবার অর্থাৎ রুটি নিয়ে যাচ্ছে তাহলে সেটিও আপনার জন্য অত্যন্ত শুভ। এতে অর্থের আগমন ঘটে। এছাড়াও কখনও যদি নিজের বাড়ির দরজা থেকে বেরিয়ে আখ দেখতে পান, তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতেও আপনার অর্থের আগমন হবে।
আরও পড়ুন : মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন? বাড়িতে মা লক্ষ্মীর কিরকম ছবি রাখা উচিত?