সুনীল পাল থেকে রাজু শ্রীবাস্তব, কপিল শর্মার কারণে হারিয়ে গেলেন এই কমেডিয়ানরা

ইদানিং ভারতীয় বিনোদন জগতে কমেডি কিং বলতে শুধুই কপিল শর্মাকেই (Kapil Sharma) বোঝেন সকলে। তবে কপিলের আগেও ভারতের স্ট্যান্ড আপ কমেডিয়ানের সংখ্যাটা কিন্তু কিছু কম ছিল না। কিন্তু আজ শ্রোতারা সকলেই হয়ে উঠছেন কপিল শর্মার ভক্ত। গোটা কমেডি দুনিয়াতে (Comedy) একা তারই রাজত্ব চলে। ৮ থেকে ৮০, সকলেই কপিলের ভক্ত। কাজেই বলিউড থেকে হারিয়েই গেলেন বেশ কিছু কমেডিয়ান (Commedian) একসময় যারা ছিলেন জনপ্রিয়। এক নজরে দেখে নিন তালিকা।

সুনীল পাল (Sunil Pal) : ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল পাল। তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। ‘গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ১’ এর বিজয়ী ছিলেন তিনি। কমেডি চ্যাম্পিয়ানসেও অংশ নিয়েছিলেন। তবে ২০১৮ সালে ‘কমেডি চ্যাম্পিয়ন’ এর পর থেকে তাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি।

সুদেশ লাহিড়ী (Sudesh Lahiri) : কৌতুক অভিনয়ে জনপ্রিয় ছিলেন সুদেশ। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ২’ এর প্রতিযোগী ছিলেন। সেই থেকে তার যাত্রা শুরু। সালমানের সঙ্গে ‘রেডি’ ছবিতে অভিনয় করে তার জনপ্রিয়তা আরও বাড়ে। তবে কিছুদিন পরেই তিনি ইন্ডাস্ট্রি থেকে রীতিমতো নিখোঁজ হয়ে যান। তাকে শেষবার ২০১৮ সালে ‘দ্য ড্রামা’ সংস্থাতে দেখা গিয়েছিল।

 

আহসান কোরেশী (Ahsaan Qureshi) : তিনি ছিলেন তার সমকালীন সময়ের শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা। তিনি তার অভিনব কথা বলার ধরণের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন। ‘বোম্বাই টু গোয়া’, ‘এক পহেলি লীলা’, ‘লাইফ কি অ্যায়সি কি ত্যায়সি’সহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেন। ২০১৩ ছেলে ‘ইয়ে উন দিনো কি বাত হে’ ছবিতে প্রিন্সিপাল পান্ডের ভূমিকায় তাকে শেষবার দেখা গিয়েছিল।

আরও পড়ুন :- কপিল শর্মার এক এপিসোডের বেতন দিয়ে বানানো যাবে একটি বাংলা সিনেমা 

রাজু শ্রীবাস্তব (Raju Srivastav) : রাজু শ্রীবাস্তবও তার সমকালীন সময়ের জনপ্রিয় কমেডিয়ান ছিলেন। তবে এখন অবশ্য তিনি মঞ্চ এবং পর্দা থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছেন। ‘গজোধর’ চরিত্র এবং অমিতাভ বচ্চনের নকল করার জন্য তিনি ছিলেন দারুণ জনপ্রিয়। এছাড়া তিনি ‘তেজাব’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘টয়লেট : এক প্রেম কথা’, ‘ফিরাঙ্গি’ ছবিতে অভিনয় করেন। ‘গ্যাংস অফ হাসিনাপুর’ ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল।

আরও পড়ুন :- একসময় দুবেলা জোটেনি দুমুঠো খাবার, আজ কপিল শর্মা শো করেই লাখপতি খেজুর