আগামী ৩ মাস গ্রাহকদের থেকে EMI নেবে না এই ব্যাংকগুলি

করোনা সংক্রমত যাতে কমিউনিটি স্তরে না ছড়াতে পারে তাঁর জন্য ২১ দিনের লকডাউন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের প্রভাবে যাতে দেশের গরিব মানুষদের কথা ভেবে ১ কোটি ৭০ লক্ষ টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

২১ দিনের লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া অন্য সব কাজ বন্ধ। এই পরিস্থিতিতে সকলের মাথায় চিন্তার ভাঁজ। অর্থনীতি ও গ্রাহকদের কথা ভেবে তাই আগামী তিনমাস গ্রাহকদের সবরকম ইএমআই স্থগিত রাখার সিদ্ধান্ত নেন রিজার্ভ ব্যাংক। অর্থনীতি যাতে ভেঙে না পড়ে তাই জন্যই একাধিক পদক্ষেপ নেন রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক আগামী তিনমাস সমস্ত রকম ইএমআই স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

রিজার্ভ ব্যঙ্ক আগেই জানিয়েছে আগামী তিনমাস ব্যঙ্কের কোনো গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ইএমআই কাটা হবে না। রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত নেওয়ার পরই এগিয়ে আসেন বেশ কিছু রাস্ট্রায়ত্ত ব্যাংক ও বেসরকারি ব্যাংক। রিজার্ভ ব্যাংক এর পথে হেঁটেই তাঁরাও আগামী তিনমাস ব্যাংক এর সব গ্রাহকদের সবরকম ইইমআই স্থগিত রাখেন।

এই পরিস্থিতির মধ্যেও যাতে দেশের অর্থনীতি ঠিক থাকে তাই একাধিক ঘোষনা করেন রিজার্ভ ব্যাংক এর গভর্নর শক্তিকান্ত দাস। মধ্যবিত্তরা যাতে এই পরিস্থিতিতে আর্থিকভাবে দূর্বল হয়ে না পড়েন সে কথা ভেবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেন ব্যাংক কতৃপক্ষ।

আরও পড়ুন :- মহামারির ইঙ্গিত দিয়েছিল গত বছর, মিলে গেল কিশোরের ভবিষ্যদ্বাণী

দেশের সংকটকালে অর্থনীতি চাঙ্গা রাখতে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। ৭৫ বেসিস পয়েন্ট কমায় রিজার্ভ ব্যাংক। ৫.১৫ থেকে রেপো রেট কমে দাঁড়ায় ৪.৪ শতাংশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রিজার্ভ ব্যাংক কতৃপক্ষর এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন,” করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছে তাকে কিছুটা চাঙ্গা করতেই রেপো রেট কমানোর ঘোষনা নেন রিজার্ভ ব্যাংক কতৃপক্ষ” দেশের শীর্ষ ব্যাংক এরকম সিদ্ধান্ত নেওয়ার পরই দেশের অন্যান্য রাস্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলিও সিদ্ধান্ত নেন তাঁরাও আগামী তিনমাস গ্রাহকদের ইএমআই স্থগিত রাখবেন।

আরও পড়ুন :- লকডাউনে Jio-র দিচ্ছে বিনামূল্যে করুন কল সঙ্গে বাড়তি ভ্যালিডিটি

এই ব্যাংকগুলির মধ্যে রয়েছে পিএনবি ব্যাংক,কানাড়া ব্যাংক,আইডিবিআই ব্যাংক, ব্যাংক অফ বরোদা সহ বেশ কয়েকটি রাস্ট্রায়ত্ত ও বেসরকারী ব্যাংক। মঙ্গলবার এই ব্যাংকগুলি জানায় তাঁরা তিনমাস সবরকম ইএমআই মুকুব করছেন। ৩১শে মে এর পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী ঘোষনা করবেন।