বিশ্বের বিখ্যাত ৯ রাষ্ট্রনেতার বেতন ও অন্যান্য সুবিধা

আমরা অন্যের বেতন নিয়ে সবসময় জানতে খুবই আগ্রহী। ভারতবর্ষে বেতনের বৈষম্য অনেক। তবে আমাদের দেশের রাষ্ট্রনেতাদের যেমন রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রীদের বেতন আমাদের মনে ঈর্ষা তৈরি করে। একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে হয়, তারা সব রকম সরকারি সুযোগ সুবিধা ভোগ করার পরও মাসিক অনেক টাকা ভাতা হিসাবে পায়। কিন্তু সারা বিশ্বের রাষ্ট্রনেতাদের মাসিক বা বাৎসরিক ভাতার দিকে যদি দেখি তাহলে দেখব আমাদের রাষ্ট্রনেতাদের অবস্থা আমাদের মতো সাধারণ মানুষের অবস্থার মতোই। আসুন জেনে নিই বিশ্বের বিখ্যাত ৯ রাষ্ট্রনেতার বেতন ও অন্যান্য সুবিধা।

বিশ্বের বিখ্যাত ৯ রাষ্ট্রনেতার বেতন ও অন্যান্য সুবিধা

Donald Trump
Source

ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রপতি,আমেরিকা

যদিও আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার সুবাদে তার বেতন বাৎসরিক ৪লক্ষ আমেরিকান ডলার, অর্থাৎ মাসে ৩৩০০০আমেরিকান ডলারের কিছু বেশি।কিন্তু তিনি বাৎসরিক ভাতা হিসেবে মাত্র ১আমেরিকান ডলার সাম্মানিক নিয়ে থাকেন।৫বছরে তার  ভাতা বাবদপ্রাপ্ত মোট টাকা সেবামূলক কাজে ব্যয় করা হবে।এই তিনি ঘোষণা করেন।যদিও এর আগেও হার্বার্ট হুভার, জন. এফ.কেনেডি প্রমুখ আমেরিকান রাষ্ট্রপতি তাদের এই পদে থাকার সময় কোনো পারিশ্রমিক নেন নি।
প্রসঙ্গত জেনে রাখা ভালো যে আমেরিকায় একজন নাগরিকের সর্বনিম্ন মাসিক বেতন ১১৬০আমেরিকান ডলার।

আরো পড়ুন : ৬৮ বছর বয়স্ক ট্রাফিক পুলিশকে দেখেছেন? বিনা বেতনে আজও বিলিয়ে দিচ্ছেন শ্রম

XinPing
Source

সি জিং পিং,রাষ্টপতি ,চীন

চীন কমিউনিস্ট রাষ্ট্র ,তাই  ব্যক্তিগত সাচ্ছন্দ্য ও ভোগবিলাস আমেরিকার তুলনায়  অনেকই কম।তবে  রাষ্ট্রপতির সুযোগ সুবিধা ও মাসিক ভাতা এশিয়ার অন্যান্য রাষ্ট্রের তুলনায় ঈর্ষণীয়। এখানে রাষ্ট্রপতি বৎসরে ব্যক্তিগত ভাতা পান ২০৫৯৩ আমেরিকান ডলার।মাসের হিসাবে ১৭১৬আমেরিকান ডলার ।দিনের হিসাবে ৫৬ডলার।কিন্তু ভাতা ছাড়াও তিনি ভোগ করেন অন্যান্য সুযোগ সুবিধা।
প্রসঙ্গত জেনে রাখা ভালো যে চীনে একজন কর্মরত ব্যক্তির ন্যুনতম মাসিক বেতন ১৫০থেকে ৩০০আমেরিকান ডলার।তবে বিভিন্ন প্রদেশের আইন অনুযায়ী তার হেরফের হতে পারে।

Bhladimir Putin
Source

ভ্লাদিমির পুতিন, রাষ্ট্রপতি ,রাশিয়া

ভারতের চেয়ে আয়তনে বহুগুনে বৃহত্তম দেশ রাশিয়া।এই দেশ তেল, খনিজ ও বিজ্ঞান ও প্রযুক্তিতে  অত্যন্ত উন্নত।সামরিক শক্তিতে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ।এখানে রাষ্ট্রপতি বাৎসরিক ভাতা পান ১৫১০০০ আমেরিকান ডলার। মাসিক ১২৫৮৬ ডলার ও দৈনিক ৪১৪ডলার।

একজন রাশিয়ান ব্যক্তির ন্যুনতম মাসিক বেতন ১৪০ ডলার।

Theresy May
Source

থেরেসা মে, প্রধানমন্ত্রী,ইংল্যান্ড

এই মহিলা রাষ্ট্রনেতা প্রশাসনিক কাজকর্মে অত্যন্ত দক্ষ।ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হবার পর অত্যন্ত পারদর্শিতার সঙ্গে দেশকে সামলেছেন।বাৎসরিক অনুদান গ্রহণ করেন ১,৯৮,৫০৯পাউন্ড।মাসিক প্রায় ১৬৫৪২পাউন্ড।দৈনিক ৫৪৪পাউন্ড যা ভারতীয় টাকায় প্রায় ৪০০০০টাকা।
ইংল্যান্ডে একজন ব্যক্তির ন্যুনতম বেতন মাসিক প্রায় ১৫৬৯পাউন্ড।

Emmanual Macron
Source

এমানুয়েল মাক্রোন,রাষ্ট্রপতি, ফ্রান্স

ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম দেশ ফ্রান্স।সামরিক ও প্রযুক্তিগত দিক দিয়ে এই দেশ উন্নত।বর্তমানে এই দেশের রাষ্ট্রপতি বাৎসরিক ভাতা হিসেবে ২,১১,৫৩০মার্কিন ডলার পান।মাসিক ও দৈনিক হিসেবে ১৬,৫৪২ডলার ও ৫৪৪ ডলার।

ফ্রান্সে একজন ব্যক্তির ন্যুনতম মাসিক বেতন ১৭৫৮ মার্কিন ডলার।

Angela Markel
Source

এঞ্জেলা মার্কেল, চ্যান্সেলর, জার্মানি

জার্মানির এই রাষ্ট্রপ্রধানও বিশ্বের সবচেয়ে প্রভাবশীল মহিলাদের মধ্যে অন্যতম।তিনি বাৎসরিক ভাতা গ্রহণ করেন ২,৬৩,০০০মার্কিন ডলার।মাসিক হিসেবে ২২০০০ডলার, ও দৈনিক হিসেবে ৭২০ডলার।

জার্মানিতে একজন ব্যক্তির ন্যুনতম মাসিক বেতন ১৭৮০ডলার।

Canada Prime Minister
Source

জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী, কানাডা

বর্তমানে এই রাষ্ট্রপ্রধান ভারত সফররত। কানাডা বিশ্বের আয়তনে বৃহত্তম দেশগুলির অন্যতম।তিনি তার ব্যবহার ও আচরণে সবাইকে মুগ্ধ করেছেন।তিনি বাৎসরিক ভাতা গ্রহণ করেন ২,৬৭,৪১৫মার্কিন ডলার।মাসিক হিসেবে২২,২৮৫ডলার, ও মাসিক হিসেবে ৭৩৩ডলার।

Malcolm Tumbull
Source

ম্যালকম  টার্নবিল,প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়া

ক্যাঙ্গারুদের দেশ অস্ট্রেলিয়া ।ক্রীড়া ,বিজ্ঞান ও শিল্পে এই দেশ উন্নত।অর্থনীতিতে  বিশেষভাবে উন্নত এই দেশ।খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ।বর্তমান রাষ্ট্রপ্রধান একজন বিখ্যাত শিল্পপতি,আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মতোই।তবে তিনি সরকারি ভাতা নিতে অস্বীকার করেন নি।তিনি বাৎসরিক অনুদান নেন ৪,০৩৭০০ডলার।মাসিক ৩৩,৬৪৫ ডলার এবং দৈনিক হিসাবে ১,১০৬ডলার।

অস্ট্রেলিয়ায় একজন ব্যক্তির মাসিক ন্যুনতম বেতন ১৯০০ডলার।

Lee Hsien Loong
Source

লি শিয়েন লুং,প্রধানমন্ত্রী সিঙ্গাপুর

এশিয়ার অন্যতম ধনী দেশ সিঙ্গাপুর।আয়তনের বিচারে তুলনামূলক ভাবে অনেক কম হলেও জনসংখ্যা ও জন ঘনত্বে এই দেশ অনেক দেশকেই পিছনে ফেলবে।সারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত শিল্পপতি ও শিল্প এই দেশকে করেছে সমৃদ্ধ। জন প্রতি আয়ে এই দেশ এশিয়ার সমস্ত দেশকে পিছনে ফেলে  দিয়েছে বর্তমানে।বর্তমান প্রধানমন্ত্রী তাই আর্থিক ভাবে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করেন।তিনি বাৎসরিক  ২২লক্ষ ডলার ভাতা পান।মাসিক হিসেবে১,৮৪০০০লক্ষ ডলার।দৈনিক ৬,১০০ ডলার।

সিঙ্গাপুরে একজন ব্যক্তির  মাসিক ন্যুনতম বেতন বেসরকারি তথ্য অনুযায়ী ১০০০ ডলার।

আরো পড়ুন : ব্যাঙ্ক থেকে টাকা ধার নিতে চাওয়ার সহজ উপায়

Θ আমাদের আজকের প্রতিবেদন বিশ্বের বিখ্যাত ৯ রাষ্ট্রনেতার বেতন ও অন্যান্য সুবিধা কেমন লাগলো জানান Θ

আমাদের পোস্ট নিয়মিত WhatsApp এ পেতে এখানে ক্লিক করুন