রাস্তায় ধারের গাছের গায়ে সাদা রং কেন করা হয় জানেন? ৯৯% মানুষ উত্তর জানেন না

রাস্তার ধারের গাছগুলোর গায়ে কেন সাদা রং করা হয়? আসল সত্যিটা বেশিরভাগ মানুষই জানেন না

These Are The Reasons Why Roadside Trees Painted White

পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম। কোথাও গাড়ি (Car) চালানোর নিয়ম আলাদা, কোথাও বাড়ি (House) তৈরির নিয়ম আলাদা, কোথাও আবার খাবার তৈরির পদ্ধতি আলাদা। তাই যে যেই দেশে থাকছে তাকে সেই দেশের নিয়ম মেনে চলতে হতে।

কিন্তু কিছু কিছু নিয়ম তৈরির পিছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলি অনেক সময় অনেকেই জানে না যে এই নিয়মগুলো কী কারণে করা হয়। যেমন আমাদের শহর কলকাতায় আমরা মাঝে মধ্যেই দেখতে পাই রাস্তার ধারে বড় বড় গাছ লাগানো রয়েছে। কিন্তু এই গাছগুলির গায়ে সাদা রং করা থাকে।

TrEES PAINTED IN WHITE

অনেকেই দেখতে পান এই সাদা করা গাছগুলি। কিন্তু কেন করা হয় এই রং অর্থাৎ সাদা রং করার কারণ কী? অনেকেই জানেন কী সাদা রং করার আসল কারণ। তবে এই সাদা রং করার পিছনে একটা বড় কারণ রয়েছে। এই সাদা রং কিন্তু গাছের সুরক্ষার সাথে সম্পর্কিত।

বৈজ্ঞানিক কারণও রয়েছে। আসলে এই গাছগুলিতে চুন দিয়ে সাদা রং করা হয়। কারণ চুন দিয়ে সাদা রং করলে গাছের গায়ে কখনও পোকামাকড়, পিঁপড়ে হয়। উইপোকার ভয়েও থাকে না। যার ফলে গাছের আয়ু বৃদ্ধি পায়। তবে শুধুমাত্র এটাই নয়, রয়েছে আরও কারণ।

TrEES PAINTED IN WHITE

গবেষণায় প্রমাণিত, চুন যদি গাছের গায়ে লাগানো হয় তাহলে গাছের বাকল ফেটে যায় না, বরং আরও মজবুত হয়। এছাড়াও দূরপাল্লার রাস্তায় যখন আলো থাকে না। তখন রাস্তায় দিকনির্দেশক হিসেবে চুন ব্যবহার করা হয়। কারণ অন্ধকারে‌ গাছের গায়ে আলো পরলে বোঝা যায় রাস্তা কতটা প্রশস্ত।

TrEES PAINTED IN WHITE

যে কারণে বড় রাস্তা বা জঙ্গলের সামনে দিকে যে রাস্তা থাকে সেখানে গাছের গায়ে চুন দিয়ে রং করা থাকে।‌ এর‌ফলে ড্রাইভাররা অন্ধকারেও ভাল করে গাড়ি চালাতে পারে। এই সকল কারণের জন্য গাছের গায়ে চুন দিয়ে সাদা রং করা হয়।