অমিতাভ বচ্চনের বডিগার্ডের বেতন লজ্জায় ফেলে দেবে বড় বড় কর্পোরেট কর্মচারীদেরও

বলিউড (Bollywood) তারকা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নিরাপত্তারক্ষী বলে কথা! তার আয় সাধারণের ধরা-ছোঁওয়ার বাইরে হওয়াটাই স্বাভাবিক। তাই বলে এত! এত টাকা কোথা থেকে পান অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষী (Body Guard)? বিগ-বির দেহরক্ষীর এত বিপুল পরিমাণ আয়ের বহর দেখে চক্ষু চড়কগাছ মুম্বাই পুলিশের। বিষয়টি মুম্বাই পুলিশের নজরে আসতেই অমিতাভ বচ্চনের দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডেকে বদলি করে দেওয়া হয়েছে।

এক্স ক্যাটাগরির নিরাপত্তা পান অমিতাভ। সেই নিরাপত্তার আওতায় দুই নিরাপত্তাকর্মী সর্বদা তাকে ঘিরে থাকেন। তাদের মধ্যে একজন ছিলেন জিতেন্দ্র শিন্ডে। ২০১৫ সালে মুম্বই পুলিশের কনস্টেবল জিতেন্দ্র শিন্ডেকে অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছিল। অভিনেতা X ক্যাটাগরির নিরাপত্তা পান। যার অর্থ, বিগ বি যেখানেই যান না কেন, সঙ্গে ৪ জন পুলিশকর্মী সর্বদাই তাঁকে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। রাতে এবং দিনে শিফট অনুযায়ী ২ জন করে।

এদিকে মুম্বাই পুলিশের নিয়ম অনুসারে, এই বিভাগীয় কোনও কর্মী পাঁচ বছরের অধিক কোনও স্থানে কর্মরত থাকতে পারেন না। কাজেই জিতেন্দ্র শিন্ডের কাজের মেয়াদ মুম্বাইয়ে শেষ হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে তাকে বদলি করে দিতেই হতো। তবে জিতেন্দ্রর বার্ষিক আয়ের বিষয়টি মুম্বাই পুলিশের বিভাগীয় তদন্তে উঠে আসতেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে মুম্বাইয়ে।

আরও পড়ুন : মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন দেখে লজ্জায় মাথা নমাবে যেকোনও সংস্থার সিইও

অমিতাভ বচ্চনকে নিরাপত্তা দেওয়ার সূত্রে নাকি অন্য কোনও সূত্রে এত অর্থ উপার্জন করছেন জিতেন্দ্র, এই নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই কনস্টেবল জিতেন্দ্র শিন্ডে অবশ্য দাবি করছেন, তার একটি নিরাপত্তা প্রদানকারী সংস্থা রয়েছে। সেই নিরাপত্তা সংস্থা একাধিক সেলেব্রিটি ও প্রভাবশালীকে নিরাপত্তা প্রদান করে। শিন্ডে পুলিশের কাছে জানিয়েছেন তার স্ত্রী বকলমে নিরাপত্তা সংস্থা দেখাশোনা করে থাকেন।

আরও পড়ুন : এই ৫ বলিউড তারকার বডিগার্ডের বেতন দেখে লজ্জায় লাল হবেন আপনিও

তবে আমি তাদের কাছ থেকে তিনি দেড় কোটি টাকা পাননি বলেও জিতেন্দ্র জানিয়ে দিয়েছেন পুলিশের কাছে। তাহলে বার্ষিক দেড় কোটি টাকা কোথা থেকে পেলেন জিতেন্দ্র? নিরাপত্তা সংস্থা থেকেই কি এত বিপুল পরিমাণে অর্থ পাওয়া সম্ভব? জানার জন্য বিভাগীয় তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। তবে তার এই বিপুল আয়ের কথা জানাজানি হওয়ার পরেই তাকে দক্ষিণ মুম্বইয়ের একটি থানায় বদলি করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।