অভিনয়ের জন্য ছেড়ে দেন পড়াশোনা, অদা শর্মা আজ কত কোটির মালকিন জানেন?

দ্য কেরালা স্টোরির জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন অদা শর্মা?

The Kerala Story’s Actress Adah Sharma : গত বছর অনেক সমালোচনা সত্ত্বেও মুক্তি পেয়েছিল দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)। এই ছবিতে কাশ্মীরি পন্ডিতদের দূর্দশার গল্পকে সকলের সামনে তুলে ধরেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সারা বিশ্ব থেকে ৩৫০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল এই ছবি।

   

তবে আরও একবার দেশের এক অজানা সত্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছবির মাধ্যমে। এই ছবির নাম দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। আর এই ছবির‌ জন্য লাইম লাইটে চলে এসেছেন ছবির প্রধান অভিনেত্রী অদা শর্মা (Adah Sharma)। যদিও তিনি বহু বছর ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।

ADAH SHARMA

২০০৮ সালে ১৯২০ (1920) ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অদার। তারপর হাসি তো ফাসি (Hasee Toh Phasee), কমান্ডো ২ (Commando 2), কল্কি (Kalki), চার্লি চ্যাপলিন ২ (Charlie Chaplin 2) মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

অভিনেত্রী অদার জন্ম ১৯৯২ সালে মুম্বাইতে (Mumbai)। ছোটবেলা থেকেই নাচ শিখেছেন তিনি। কত্থকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। তবে পরবর্তীকালে কত্থকের পাশাপাশি সালসা, ব্যালে এবং জ্যাজ় শিখেছেন। তাই সব ধরনের নাচেই তিনি পারদর্শী।

ADAH SHARMA

আরও পড়ুন : ‘কাশ্মীর ফাইলস’ সিনেমায় অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক পেলেন

তবে বহু ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করলেও সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। কিন্তু এবার এই ছবিতে শালিনীর চরিত্রে অভিনয় করে দর্শকদের পাশাপাশি সমালোচকদের মন জয় করেছেন তিনি। সবাই বলেছেন, শালিনীর চরিত্রে অদাকে খুব ভালো মানিয়েছে।

ADAH SHARMA

আরও পড়ুন : The Kashmir Files-এর এই ৭টি দৃশ্য নিয়ে চরম আপত্তি, কেটে বাদ দিতে বাধ্য হন পরিচালক

অভিনেত্রী অদার বয়স এখন মাত্র ৩০ বছর। আর এই বয়সেই তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। তবে এবার এই ছবির পর হয়তো অদা আরও বড়ো বড়ো ছবিতে অভিনয় করার সুযোগ পাবেন। তাই এখন দেখার বক্স অফিসে মোট কত টাকা কালেকশন করে এই ছবি।