The First Thing You See From This Picture Reveals How Romantic You Are : কিছু কিছু ছবি এমন ভাবে তৈরি করা হয় যা চোখ ও মাথাকে কনফিউজড করে দেয়। এই ছবি গুলিকে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বলে। তবে এই কনফিউশনে ভরা ছবি গুলিতে মাথা খাটাতে বেশ মজাই লাগে সবার। কারণ ছবিতে লুকিয়ে থাকা কনফিউশনগুলি আপনার ব্যক্তিত্বের বিষয় অনেক কথা বলে। আর আজকে আপনাদের সামনে এমন একটি ছবি এনেছি সেটা সলিউশনের মধ্যে দিয়ে আমি জানতে পারবেন আপনি কতটা রোমান্টিক মানুষ।
পৃথিবীতে সকল মানুষই একে অপরের থেকে আলাদা। ব্যক্তিত্ব, চিন্তাভাবনা থেকে শুরু করে আবেগের বহি:প্রকাশ, সবেতেই প্রতিটি মানুষ হয় ভিন্ন। আর নিজের ব্যক্তিত্ব জানার কৌতূহল কার না থাকে! কিন্তু এগুলো অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে সহজেই জানা যায়। মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এমনকি মানুষের চারিত্রিক দোষ-গুণও ও তার মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্য সম্পর্কেও জানা যায়।
মানুষের মুখ : যেই ছবিটা আপনাদের সামনে আছে সেটা দেখলে সবার আগে একটি মানুষের মুখে আপনাদের চোখে পড়বে। আর যদি সে মানুষের অবয়বই আপনাদের সবার আগে চোখে পড়ে তাহলে বুঝতে হবে আপনার চারপাশে সবকিছু আপনারা ভালো করে লক্ষ্য রাখতে পারেন। তার সঙ্গে জীবনে কোনো কিছুতেই বৈষম্য করেন না। আর আপনি খুব রোমান্টিকও। আর এই পর্যায়ের মানুষ গুলোই অল্পতে হতাশ হয়ে পড়ে।
শিশু : তবে আপনি যদি এই ছবিতে সবার আগে একটি কাপড় জড়ানো শিশু দেখতে পান তাহলে জানবেন আপনার জীবনের মান অনেক বেশি আপনার কাছে। আর আপনার জীবনে সাদাসিধে সরল মানুষ প্রভাব ফেলে বেশি। আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যেও সরলতা খোঁজার চেষ্টা করে থাকেন।
সাদা পোশাক পরা ব্যক্তি : আবার অনেকেই আছে যার এই ছবির মধ্যে সর্বপ্রথম দুজন সাদা পোশাক পরা মানুষকে দেখতে পাবে। যারা নিচের দিকে শিশুটির দিকে তাকিয়ে আছে অথবা টেবিলের দিকে তাকিয়ে আছে। তবে এই ছবি দেখতে পেলেই বুঝতে হবে আপনি যা দেখেন তাই বিশ্বাস করে নেন। আর আপনি খোলাখুলি কথা বলতে পছন্দ করেন নিজের সঙ্গীর কাছে কোন লুকাচাপা রাখতে পছন্দ করেন না।
আরও পড়ুন : ‘আমার সৌভাগ্যের প্রতীক’, কোন নায়িকাকে নিজের ‘লাকি চার্ম’ বললেন শাহরুখ খান?
আরও পড়ুন : কাজ দেয়নি বলিউড, দক্ষিণী সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করে আজ বলিউড কাঁপাচ্ছেন এই ৬ অভিনেত্রী
লাঠি নিয়ে দাঁড়ানো মানুষ : তবে এই ছবির মধ্যে একজন লাঠি নিয়ে দাঁড়ানো মানুষও আছে। তাকে যদি কোন ব্যক্তি প্রথমে দেখে তাহলে বুঝতে হবে শত ভিড়ের মধ্যেও তার নিজের সঙ্গীর দিকে লক্ষ্য থাকে। তার সঙ্গীত থেকে যতই সুন্দর মানুষ তার চারপাশে থাকুক না কেন সে তার সঙ্গীরই খেয়াল রাখেন। আর এদের কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি হয়।