বর্তমানে আট থেকে আশি সকলের হাতেই মুঠোফোন। কয়েক বছর আগে যেমন বাড়িতে একজন সদস্যের কাছে একটি মাত্র সুইচয়ালা ফোন থাকত এখন তেমন বাড়ির সবথেকে ছোট থেকে বড় সদস্যের হাতেই এক বা একাধিক স্মার্টফোন থাকে। গোটা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিতে দামি স্মার্টফোন যেমন উপাদেয় তেমনি বিপত্তির সম্ভাবনাও কম নয়। সাধের ফোনটি অনেক কারণেই বিচ্যুতি ঘটে। কিন্তু হঠাত্ কোনও কারণে জলে পড়ে গেলেই স্মার্টফোনের মৃ্ত্যু অবসম্ভাবী। ফোন জলে পড়ে গেলেই মাথার ঠিক না থাকায় অনেক ভুল কিছু করে ফেলি যাতে ফোনটির কিছু অংশও ফিরে পাওয়া মুশকিল হয়ে যায়। তবে বিমা করা থাকলে ফোন ফেরত পাওয়া যায় ঠিকই কিন্তু সকলের পক্ষে তো আর বিমা করা সম্ভব হয় না, তাই ফোন জলে পড়ে গেলে কি ফোন জলে পড়ে গেলে কি করা উচিত নয় দেখে নিন-
ফোন জলে পড়ে গেলে কি করা উচিত নয় ?

- ফোন জলে পড়ে গেলে সেটিকে কখনই অন করার চেষ্টা করবেন না। তাহলে সারাজীবনের মতো অফ হয়েই থাকবে।
- ফোন জল থেকে তুলে চার্জে বসাবেন না। বদলে হিট দেওয়ার চেষ্টা করবেন যাতে জল বেরিয়ে যায়। হিট দিতে গেলে দুটি বালিষের মাঝখানে কাঁচের কোনো চৌকাকৃতি টুকরো রেখে তার ওপরে ফোন রেখে দিন। নীচে বাল্ব দিয়ে হিট দিন। দেখবেন অনেক জল বেরিয়ে গেছে।
- ফোন জলে পড়ে গেলে হাওয়া পেতে দেবেন না ফোনটিকে।
- গরম হাওয়াও দেবেন না। এতে ফোনের ভিতরের অংশের ক্ষতি হয়।
ফোন জলে পড়ে গেলে কি করা উচিত ?
- জলে পড়ে গেলে ফোনটিকে জল থেকে তুলে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেবেন। না হলে ব্যাটারি টা খুলে দেবেন।
- ব্যাটারি, সিম, চিপ সমস্ত কিছু খুলে দেবেন।
- ফোনটিকে শুষে নেওয়ার ক্ষমতা আছে এমন জিনিস দিয়ে মুরে রেখে দিন।
- ফোনের বাইরের জল ভিতরে যাতে ঢুকে না যায় তার দিকে নজর দিন।
- চালের বা মুড়ির ড্রামের মধ্যে রেখে দিন। দেখবেন সমস্ত জল শুষে গেছে।
- তারপর দু একদিন পর সেখান থেকে বের করে ব্যাটারি ফোনটিকে চার্জ দিন।
- দেখবেন এমনিতেই অন হচ্ছে। তারপর মোবাইলের সিম, চিপ লাগিয়ে ফেলুন।