টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে কার হাতে উঠল কোন পুরস্কার, বাদ পড়লেন কারা

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলা ধারাবাহিকের চেনাজানা তারকাদের নিয়ে বসেছিল চাঁদের হাট। উপলক্ষ, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২২ (Telly Academy Awards 2022)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা টেলিভিশনের (Bengali Telivision# শিল্পীদের সম্মান জানাতে ২০১২ সালে পশ্চিমবঙ্গ তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছিল। এই বছরের অনুষ্ঠানে বাংলার সেরা কলাকুশলীদের হাতে উঠল পুরস্কার।

বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে সেরা শিশু অভিনেতার পুরস্কার পেল ছোট ‘বিনি’, ‘ফেলনা’ অভিনেত্রী মেঘন চক্রবর্তী। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু এবং ‘মোহর’ সোনামনি সাহা। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আদৃত রায় এবং প্রতীক সেন। সেরা খল চরিত্রের অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরী এবং সেরা খল অভিনেত্রী উষসী চক্রবর্তীও জিতে নিয়েছেন পুরস্কার।

 Tele Academy Awards 2022 Winners List

সেরা সহ-অভিনেতা হিসেবে বিশ্বজিৎ চক্রবর্তী এবং টোটা রায়চৌধুরীর হাতে পুরস্কার উঠেছে। অন্যদিকে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আর্যা বন্দ্যোপাধ্যায় এবং লাবনী সরকার। সেরা জুটি হিসেবে স্বীকৃতি পেলেন তৃণা সাহা-কৌশিক রায় এবং শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহ। সুভদ্রা মুখোপাধ্যায় সেরা মা হিসেবে পুরস্কার জিতেছেন। ম্যাজিক মোমেন্টস এবং অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টকে সেরা পরিবারের পুরস্কার দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক হিসেবে জি এন্টারটেইনমেন্টের ‘মিঠাই’ পেয়েছে পুরস্কার। সেরা কৌতুক অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য এবং অসীম রায় চৌধুরী ও সেরা কৌতুক অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন অন্বেষা হাজরা। সেরা বয়স্ক জুটির পুরস্কার জিতেছেন দুলাল লাহিড়ী-রত্না ঘোষাল। স্নেহাশিস চক্রবর্তী সেরা প্রযোজকের পুরস্কার পেয়েছেন। সৌমেন হালদার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। মাধব নস্কর সেরা চিত্রগ্রাহক, শাশ্বতী ঘোষ সেরা চিত্রনাট্য এবং সংলাপ রচয়িতা, সেরা সম্পাদক নীলাঞ্জন মন্ডল এবং সেরা কাহিনীকার হিসেবে পুরস্কার পেয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।

Leena Gangopadhyay wins The Best Dialogue Writer for Khorkuto at Indian Telly Awards Bangla

নন ফিকশনের সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন অভিজিৎ সেন। সেরা সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পুরস্কার দেওয়া হয়েছে। সবচেয়ে অনুপ্রেরণামূলক চরিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন ইন্দ্রানী হালদার এবং শ্বেতা ভট্টাচার্য। আজীবন অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন শকুন্তলা বড়ুয়া। মরণোত্তর বিশেষ কৃতি সম্মান পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অসাধারণ প্রত্যাবর্তন এর জন্য পুরস্কার উঠেছে ঐন্দ্রিলা শর্মার ঝুলিতে। বিশেষ পুরস্কার পেয়েছেন সব্যসাচি চৌধুরি এবং প্রীতি বিশ্বাস।

এদিন কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় মুখ্যমন্ত্রী প্রশংসা করে বলেন, “কোভিডের সময় মানুষ যখন একেবারে ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন, তখন তাঁদের বন্ধু এবং সাথী এই টেলিভিশনই ছিল। টেলিভিশন চ্যানেল যারা বিশেষত সিরিয়াল তৈরি করে, তাদের কোনও তুলনা হয় না। অনেকে আছেন বাড়িতে একা থাকেন, বা বাড়িতে যে কাজই থাকুক না কেন, রান্নাটা সময় মতো করে নেন যাতে ধারাবাহিকগুলো দেখা যায়। আমি নিজেও দেখি। রাতের দিকে যখন যতটা সময় পাই, সেই মতো দেখি।”