জেদ, পরিশ্রম আর লড়াই বদলে দিতে পারে জীবন। প্রান্তিক মানুষও ঝলমল করে ওঠেন খ্যাতির আলোয়। যেভাবে উঠে এসেছেন ফারহান কুরেশি। ২০১৮-র মিস্টার ন্যাশনাল ইউনিভার্স খেতাব জিতে নিয়েছেন এই চা-ওলার ছেলে। দেখিয়ে দিয়েছেন, এভাবেও ঘুরে দাঁড়ানো যায়।
সিনেমার মতো জীবনের গল্প তাঁর। বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে। বাবার সামান্য চায়ের দোকান। ফারহান সেই দোকানেই ফাইফরমাস খাটতেন। আর লুকিয়ে করতেন মডেলিং। এটাই খুলে দিল ভাগ্যের চাকা। ১০ মার্চ গোয়ায় তাঁকে ভূষিত করা হয় মিস্টার ন্যাশনাল ইউনিভার্স খেতাবে। এবার ফারহান দেশকে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক পর্যায়ে।
খেতাব জেতার পর ফেসবুকে একটি পোস্ট করেন বানিজ্যের ছাত্র ফারহান। সেখানে প্রথমেই শিক্ষকদের প্রণাম জানান। সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ দিয়েছেন। লিখেছেন, ‘ধন্যবাদ পঙ্কজ খারবান্দা স্যর। আমার এবং আমার যোগ্যতায় বিশ্বাস রাখায় ধন্যবাদ সন্দীপ কুমার স্যর। মুমতাজ খান স্যার সবসময় উৎসাহ জুগিয়েছেন সাহায্য করেছেন, ধন্যবাদ আপনাকে। থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক খেতাব জিততে পারা আরও গর্বের হবে। দেশের জন্য আমরা সেটা করতে পারব বলেই আশা রাখি। আমায় ভোট দিয়েছেন, হাজার হাজার শুভেচ্ছা বার্তা মেসেজে ইমেইলে পাঠিয়ে আমার পাশে থেকেছেন। এই সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সমর্থন এভাবেই বর্ষিত হোক। ভালোবাসা নেবেন, আপনাদের রুবারু অডি মিস্টার ন্যাশনাল ইউনিভার্স ২০১৮।’
বোঝা যায়, ইউনিভার্সাল হয়েও পা মাটিতেই।
দেখুন ফারহানের কিছু ছবি!