বলিউড-এর (Bollywood) বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। বলিউডের বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন এই সুন্দরী অভিনেত্রী। এক সময় শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), আমির খান (Aamir Khan), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), অনিল কাপুর (Anil Kapoor), বিনোদ খান্না‘র (Vinod Khanna) মতো জনপ্রিয় তারকা অভিনেতাদের বিপরীতে দেখা যেত তাকে।
বিশেষ করে শাহরুখ আর মাধুরীর জুটি দর্শকদের খুব পছন্দের ছিল। এক সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধেও অনেকগুলি হিট ছবি দিয়েছিলেন তিনি। তবে তিনি কিন্তু শুধু একজন পারদর্শী অভিনেত্রী ছিলেন না।
অভিনয়ের পাশাপাশি তার নাচ জন্যও যথেষ্ট প্রশংসা করা হয় তাকে। তবে ১৯৯৯ সালের পরে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় তিনি বিয়ে করেছিলেন ডা. নেনেকে। তাকে বিয়ে করার পর এই দেশে আমেরিকায় গিয়ে থাকা শুরু করেছিলেন তিনি ও তার পরিবার।
সেখানে থাকাকালীন দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর বেশিদিন দূরে সরে থাকতে পারেননি সিনেমার দুনিয়া থেকে। আবার ফিরে এসে নিজের হারানো জায়গা ফিরে নিতে চেয়েছিলেন তিনি। এখন বলিউডে অভিনেত্রী হিসেবে যথেষ্ট সক্রিয় তিনি।
তবে মাধুরী দীক্ষিত কিন্তু সেই দাপুটে নায়িকা। যে কোনও চরিত্রে নিজেকে তুলে ধরার ক্ষমতা রাখেন তিনি। তবে মাধুরী দীক্ষিত জীবনের একটা অধ্যায়ের কাহিনী অনেকেই হয়তো জানেন না। অভিনেত্রী অভিনয় জীবন শুরু হয়েছিল এক বাঙালি নায়কের বিপরীতে কাজ করে।
আরও পড়ুন : এই ক্রিকেটারের প্রেমে সব ছাড়তে রাজি ছিলেন মাধুরী দীক্ষিত, তবু ভেঙে যায় সম্পর্ক
জনপ্রিয় এই নায়ক হলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। ইনি হলেন প্রয়াত অভিনেতা তাপস পাল (Tapas Paul)। পরিচালক হীরেন নাগের ছবি ‘অবোধ’ (Abodh)-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। তার বিপরীতে অভিনয় করেছিলেন তাপস পাল। ১৯৮৪ মুক্তি পেয়েছিল এই ছবিটি।
আরও পড়ুন : হুবহু বাবার জেরক্স কপি! মুম্বাইতে পর্দা কাঁপাচ্ছেন তাপস পালের মেয়ে, চেনেন তাকে?