

করুণাময়ী রানী রাসমণি (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিকের মা ভবতারিণী ওরফে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যের (Tanushree Bhattacharyya) সঙ্গে সকলেই কমবেশি পরিচিত। বাঙালির ঘরে ঘরে একসময় এই ধারাবাহিকটি দেখার চল ছিল। এক বছর আগেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে রানী রাসমনির যাত্রা। তবে ধারাবাহিক শেষ হওয়ার অনেক আগেই অভিনয় থেকে বিরতি নেন তনুশ্রী।
করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রামকৃষ্ণের আগমন হওয়ার পর মা ভবতারিণীর সঙ্গে রামকৃষ্ণের সম্পর্কটা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। ধারাবাহিকের অভিনয় ধারাবাহিক চলাকালীন সন্তানধারণ করেন তনুশ্রী। আচমকা এই সুখবরের দারুণ খুশি হয়েছিলেন অভিনেত্রী।
গত বছরের ১৫ই ডিসেম্বর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন তনুশ্রী। তনুশ্রী এবং তার স্বামী তথা পরিচালক শমীক বোস এই সুখবর ভাগ করে নেন। সদ্যোজাত সন্তান আসার সুখবর দিয়ে মা লক্ষ্মীর দুটো ছোট্ট পায়ের ছবি দিয়ে ক্যাপসনে তারা লিখেছিলেন ‘‘লক্ষ্মী এলো ঘরে”।
দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটি মাস। তনুশ্রী এবং শমীকের একমাত্র সন্তানের বয়স এখনও এক পূর্ণ হয়নি। তবে এখন থেকেই ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে শিখে নিয়েছে সে। একরত্তির মিষ্টি ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।
এই বছরের মে মাসে প্রথম মেয়ের ছবি প্রকাশ্যে আনেন তনুশ্রী। মেয়ের নাম তারা রেখেছেন রীভা, তার ডাকনাম তুরি। দেখতে সে যেন একেবারে ছোট্ট পরী। হলুদ রঙের জামা পরে বাবার কোলে চেপে একেবারে পুতুল পুতুল দেখতে লাগছে একরত্তিকে। এই ছবির ক্যাপশনে তনুশ্রী লিখেছেন, ‘আমাদের শুধু আমরাই আছি’।
View this post on Instagram
তনুশ্রীর মিষ্টি মেয়ের ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। বড় হলে সে একেবারে মায়ের মতই সুন্দরী হবে, এমনটাই বলছেন তারা। নেটিজেনরা তনুশ্রীর পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন ‘কালী মায়ের যোগ্য মেয়ে লক্ষ্মী’!