বর্তমান সময় বলিউড (Bollywood)-এর জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম হল আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর (Ranbir)-এর জুটি। বহু বছর প্রেম করার পর গতবছর বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের এই দুই তারকা। একই বছরে প্রথমবার বড়পর্দায় তাদের দুজনকে দেখা নায়ক-নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল। ছবির নাম ছিল ‘ব্রক্ষ্মাস্ত্র’ (Brahmastra)।
এই সিনেমায় যেমন তাদের জুটিকে সবাই পছন্দ করেছিলেন তেমনি বাস্তবেও তাদের জুটি সকলের খুব প্রিয়। বিয়ের পরে বহুবার এক সঙ্গেও দেখা গিয়েছিল তাদের দুজনকে। সেই ছবি সোশ্যাল মিডিয়া (Social media)-য় ভাইরাল হয়েছে। তবে চলতি বছরে তাদের পরিবারে একজন নতুন সদস্য এসেছেন। এই নতুন সদস্য হলেন রণবীর ও আলিয়ার কন্যা।
কিন্তু কন্যার জন্মের পর তার ছবি প্রকাশ্যে আনতে চাননি রণবীর কাপুর ও আলিয়া। তাই মেয়েকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তারা। অন্যদিকে দুই তারকার ভক্তরা তাদের মেয়ের মুখ দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে এবার তাদের ইচ্ছা পূরণ হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আলিয়া ও রণবীরের কন্যার ছবি।
অভিনেত্রী আলিয়া ভট্ট নিজেই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে আলিয়ার কোলেই দেখা গিয়েছে তার ছোট মেয়েকে। এই ছবিতে দেখা গিয়েছে, সাদা একটি টিশার্ট পরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তার মেয়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ এই ছবির তলায় কমেন্ট করেছেন আলিয়া এবং রণবীরের বহু ভক্তরা। তবে আলিয়ার জীবনে তার মেয়ে ও স্বামী ছাড়াও এক একজন প্রিয় মানুষ ছিলেন। ইনি হলেন তার দাদু। ৮৩ বছর বয়স বয়সে পরলোকগমন করছেন তিনি। সেই জন্যও আলিয়ার মন ভাল নেই এখন।
আরও পড়ুন : আলিয়ার দিদিই তার নিজের মা? মেয়ের সঙ্গে মহেশের ‘শারীরিক সম্পর্কে’ ছিঃ ছিঃ করছে নেটপাড়া
আসলে কয়েকদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি জনপ্রিয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলিয়ার দাদুকে। তারপর অনেক চিকিৎসার পরেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত অনেক লড়াইয়ের পরেও বাঁচানো যাইনি তাকে।
আরও পড়ুন : গুরুতর অসুস্থ আলিয়ার কাছের মানুষ, কাপুর পরিবারে ঘনিয়ে এল দুঃসময়