কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনার লক্ষী লাভ হতে চলেছে

আমাদের সবারই একটাই ইচ্ছা জীবনে সুখ শান্তি থাকুক বা না থাকুক জীবনে অর্থের  অভাব যেন আমাদের না আসে। আর তার জন্যই আমরা চেষ্টা করি কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে, পরিবারকে সকল রকম সুখ শান্তি দেওয়ার। কিন্তু সবসময় আমাদের ভাগ্য সমান থাকে না। বিভিন্ন কিছুর উপর আমাদের ভাগ্য নির্ভর করে। তবে যে যা কিছু বলুক না,ভাগ্য ফেরাতে গেলে যা প্রথমেই দরকার তা হল পরিশ্রম এবং কাজের প্রতি ভালোবাসা। তবে অনেক মানুষ এমনও আছে যারা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে উদয়াস্ত পরিশ্রম করছে ,তবুও তাদের প্রতি ভাগ্যদেবী প্রসন্ন হন না। আসলে সাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমরা যদি সব কিছু বিচার করতে যায়, তাহলে অনেক কিছুই ঘটছে আমাদের চারপাশে যার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। এমনই কিছু ঘটনার কথা আজ আমরা উল্লেখ করবো যেসব ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার যে ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে তা হলফ করে বলা যায়।

Source

নারকেল দর্শন

নারকেল হিন্দু ধর্মে পূজার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আমরা সাধারণত ভালো কিছু কাজ, বা নতুন কিছু শুরু করি তা বাড়ির গৃহ প্রবেশ বা নতুন গাড়ি বাইরে নিয়ে যাওয়া সবেতেই আমরা দেবতাদের উদ্দশ্যে পূজা দেবার সময় নারকেল ভেঙে তা দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করি।আর তাই বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র মতে আপনি যদি ঘুম থেকে উঠে নারকেলের দর্শন পান বা দেখতে পান তাহলে সেইদিন আপনার প্রতি ভাগ্যদেবী প্রসন্ন হতে চলেছে তা বলা যায়।

আরও পড়ুন : ডান চোখ নাচা শুভ না বাম চোখ? জানুন বিজ্ঞান কি বলছে

Source

গরুকে ঘাস খেতে দেখা

আপনি যদি আপনার বাড়ির সীমার মধ্যে সকালে ঘুম থেকে উঠে বা ভালো কিছু কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছেন তখন দেখলেন কোন গরু আপন মনে ঘাস খাচ্ছে , তাহলে তাকে বিরক্ত বা তাড়াতে যাবেন না। গরুকে ঘাস খেতে দেখা একটি শুভ লক্ষণ। এই লক্ষণের মাধ্যমে জানান দেয় যে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। গরু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পশু ছিলেন যাকে তার সখাও বলা যায়। তাই গোসেবা করালে আপনার প্রতি ঈশ্বরের শুভদৃষ্টি বর্ষিত হবে।

আরও পড়ুন : বাড়িতে টিকটিকি থাকা কি শুভ ? না অশুভ ?

Source

দুধের তৈরি জিনিস দেখা

আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার সামনে দুধ বা দই আছে তাহলে জানবেন আপনার ভাগ্যে লক্ষীলাভ ঘটতে চলেছে। আসলে দুধ বা দই দুইই ঈশ্বরের পূজায় ব্যবহৃত হয়। আজও আমরা যখন কোনো ভালো কাজের জন্য বাড়ির বাইরে  বের হয় তা পরীক্ষা বা নাচ বা গানের অনুষ্ঠানে যায় তখন মা ঠাকুমারা কপালে লাগিয়ে দেয় দই হলুদের তিলক। এই তিলক আপনাকে বিজয়ী করতে সাহায্য করে। তবে দই বা দুধ দুইই আপনার ভাগ্যের পরিবর্তন করতে সাহায্য করে।

আরও পড়ুন : জানেন কি শাস্ত্র মতে কোন দিন চুল দাড়ি কাটা উচিত ?

Source

শঙ্খ ধ্বনিতে ঘুম ভাঙা

আপনরা যদি সকালের ঘুম ভাঙে শঙ্খ ধ্বনির আওয়াজে, তাহলে জেনে রাখবেন আপনার প্রতি লক্ষী দেবী সুপ্রসন্ন হতে চলেছে। আপনার খারাপ সময় কাটতে চলেছে। আসলে বাড়িতে শঙ্খ ধ্বনি সাধারণত ঈশ্বরের পূজা আরতিতে বাজানো হয়। অর্থাৎ আপনার বাড়িতে ঈশ্বরের প্রতি বিশ্বাস করার মানুষ বর্তমান। আর সকাল শুরু করেছেন আপনি ঈশ্বরের কথা স্মরণ করে, তাকে পূজা করে। তাই ঈশ্বর আপনার খারাপ সময় কাটাতে অবশ্যই সাহায্য করবে বলেই ধারণা। অর্থাৎ আপনার খারাপ সময় কাটতে চলেছে এবার।

আরও পড়ুন : রাত্রে ঘুম আসে না ? জেনে নিন ৫ মিনিটে ঘুমিয়ে পড়ার ১০ টি উপায়

Source

সকাল থেকে হনুমান দর্শন

সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের গাছে যদি হনুমান দেখেন তাহলে জানবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে। আপনি অর্থলাভ করতে চলেছেন নিকট ভবিষ্যতে। আসলে হনুমান বা বাঁদর ঈশ্বর রামচন্দ্রের সবচেয়ে প্রিয় ভক্ত ছিলেন। আর তাই সকালে উঠে সেই ভক্তের দর্শন পাওয়া মানে ঈশ্বরের দর্শন পাওয়া। আর তাই ঈশ্বর আপনার মনের কথা শুনে আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন করবে। তবে সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি সেই হনুমানকে আলু বা কলা বা অন্য কিছু খাবার খাওয়াতে পারেন।

আরও পড়ুন : স্বপ্ন সম্পর্কে কিছু অজানা তথ্য এবং আমাদের দেখা কিছু স্বপ্নের অর্থ

Source

স্বপ্নে রুপালি সাপ দর্শন

আপনি যদি একটানা কিছুদিন ধরে রুপালি সাপের স্বপ্ন দেখেন তাহলে জানবেন যেন আপনার  ভালোই অর্থ রোজগার হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রের মতে এরকম রুপালি  সাপ দেখা শুভ লক্ষণ। এছাড়াও এরকম সাপের স্বপ্ন দেখলে আপনার আটকে থাকা কাজের নিষ্পত্তি হতে পারে। অর্থাৎ সব দিক দিয়েস্বপ্নে এইরূপ সর্প দর্শন শুভ ভাগ্য তৈরি করে।

আরও পড়ুন : স্বপ্ন যা যা দেখলে আপনার ভাগ্য বদলাতে পারে

Source

স্বপ্নে ঘন জঙ্গল দেখা

আপনি যদি বেশ কিছুদিন ধরে স্বপ্নে ঘন জঙ্গল দেখতে পান তাহলে জানবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে। আপনার টাকার ভাগ্য ভালো হতে চলেছে।আপনি অর্থবান  হতে চলেছেন।

আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন