Switch Board Cleaning Tips : আমরা সবসময় নিজেদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পছন্দ করি। কিন্তু আমাদের বাড়ি পরিষ্কারের সময় যেই জিনিসটা এড়িয়ে যাই সেটা হলো বাড়ির স্যুইচ বোর্ড। এদিকে দীর্ঘ দিন স্যুইচ বোর্ড ব্যবহার করতে করতে সেখানে ময়লা জমতে শুরু করে। তখন সুইচে নানা সমস্যা শুরু হয়। তাই সুইচ বোর্ড পরিস্কার রাখা খুবই দরকার। সুইচ বোর্ড পরিষ্কার করার কিছু সহজ টিপস দেখে নিন।
Switch Board Cleaning Hacks
বেকিং সোডা : সুইচ বোর্ডের কালো ভাব দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এজন্য দুই-তিন চা চামচ বেকিং সোডায় অর্ধেকটা লেবু ছেঁকে নিন। তারপর এই মিশ্রণটি সুইচ বোর্ডে লাগিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে বোর্ড পরিষ্কার করুন। এটি কয়েক মিনিটের মধ্যে সুইচ বোর্ড থেকে ময়লা দূর করবে। বোর্ড হবে নতুনের মতো উজ্জ্বল।
ভিনিগার : সুইচ বোর্ডে তেল ও মশলার হলুদ দাগ দূর করতে ভিনেগারের সাহায্য নিতে পারেন। এর জন্য এক কাপ জলে দুই টেবিল চামচ ভিনেগার এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপর একটি সুতির কাপড় এই মিশ্রণে ডুবিয়ে ভাল করে ছেঁকে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে সুইচ বোর্ড পরিষ্কার করুন। এতে সুইচ বোর্ডর হলুদ ছোপ দূর হবে।
নেইল পলিশ রিমুভার : সুইচ বোর্ড পরিষ্কার করার জন্য ভিনেগার বা বেকিং সোডা না থাকলে, বোর্ড পরিষ্কার করতে নেইল পলিশ রিমুভার বা অ্যালকোহলও ব্যবহার করতে পারেন। এই উপকরণগুলি সুইচ বোর্ডের ময়লা পরিষ্কার করতে এবং বোর্ডটিকে নতুনের মতো চকচকে রাখতে সাহায্য করে।
টুথপেস্ট : টুথপেস্ট দিয়ে বাড়ির সমস্ত স্যুইচ বোর্ড উজ্জ্বল করে তোলা যেতে পারে। সামান্য টুথপেস্ট দিয়েই ঠিকমতো পরিষ্কার হয়ে যাবে। প্রয়োজনে শুধু এই স্যুইচ বোর্ড পরিষ্কার করার জন্য ১০ টাকার একটি ছোট টুথপেস্ট কিনে আনা যেতে পারে। সঙ্গে লাগবে সামান্য বেকিং সোডা। একটি পাত্রে টুথ পেস্ট বের করে, দু’চামচ বেকিং সোডা এবং কয়েক ফোঁটা জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে।
আরও পড়ুন : করুন এই একটি ছোট্ট কাজ, ২ মিনিটে সাফ হবে তেলচিটে বাসনের ময়লা
আরও পড়ুন : আমির খানের জামাই হতে চলেছেন, আমির-কন্যা ইরা খানের হবু বর আসলে কে?
স্পিরিট : স্যুইচ বোর্ড চকচকে করার জন্য বাজার থেকে কেনা যে কোনও সাধারণ ক্লিনিং স্পিরিট ব্যবহার করা যেতে পারে। বহুদিনের জমে থাকা ময়লা ও দাগ দূর করতে পারে এগুলি। একটি সুতির কাপড়ে স্পিরিট লাগিয়ে ব্যবহার করতে হবে। তবে স্পিরিটের পরিমাণ খুব অল্প হতে হবে, যাতে এটি স্যুইচের ভিতরে ঢুকে না যায়।