অন্যের পেটে লাথ মেরে অভিনয় করছে রূপঙ্কর! কেকে প্রসঙ্গে গায়ককে পাল্টা ধুয়ে দিলেন স্বস্তিকা

কলকাতায় কেকের (KK) অনুষ্ঠানে উপচে পড়া ভিড় দেখে বাঙালি শ্রোতাদের উপর বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। যে কারণে ফেসবুকে লাইভে এসে বাঙালিদের উদ্দেশ্যে নিজের ক্ষোভের কথা বলতে গিয়ে কার্যত কেকে-কেই রীতিমতো অপমান করে বসেন তিনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাকে। সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটিও রূপঙ্করের বিরুদ্ধে মুখ খুলছেন।

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও (Swastika Mukherjee) চুপ রইলেন না আর। ফেসবুকে রূপংকরের উদ্দেশ্যে তিনি লিখলেন, “আর আমার আরও একটা প্রশ্ন আছে। অভিনেতা/অভিনেত্রীরা যখন মানুষকে এন্টারটেন করার জন্য গান গাওয়ার চেষ্টা করেন, সবাই সেটা দারুণ পারেন তা নয়। অভিনেতারা সব পারেন এবং সব করবেন তা তো হয় না। কিন্তু গ্রাম হক বা শহরতলী, স্টেজে গান, নাচ ছাড়া বেশি কিছু করার নেই। ম্যাজিক তো দেখানো যায় না, তখন আমাদের খোরাক বানানো হয়। ট্রোল করা হয়। অপমান, খিল্লি, মিম কোনও কিছুই বাদ থাকে না।”

স্বস্তিকা লিখেছেন, “কিন্তু আমাদের কাজটা এতটাই সহজ যে অন্য প্রফেশনের সবাই এটা করতে চায় এবং করেও। ডাক্তাররা তাঁদের কাজের ফাঁকে এসে শুটিং করে যান, চার-পাঁচটা নাম তো এখনই বলে দিতে পারব। ব্যাঙ্কের চাকরিজীবীরাও পর্দায় মুখ দেখাতে চায়, দেখায়ও। প্রফেসর, টিচার, বিভিন্ন প্রফেশনের লোকেরা নাম লিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা যাঁরা শুধুই অভিনয় করি, তাঁরা কিন্তু ইচ্ছে করলে টুক করে গিয়ে একদিন হাসপাতালে বা ব্যাঙ্কে কাজ করতে পারি না।”

এরপর সরাসরি রূপঙ্কর বাগচীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “রূপঙ্কর বাগচীকে আমার একটাই প্রশ্ন, উনি ভাল গান গাইতে পারেন, ওটাই ওনার প্রফেশন, উনি অভিনয় করার খাতায় নাম লেখালেন কেন? একজন অভিনেতা, যে ওনার জায়গায় রোলটা পেলে ওনার চেয়ে বেশি ভাল অভিনয় করবেন, তাঁর পেটে লাথি মারলেন এবং ডিরেক্টর বা প্রযোজকরাও কেন একজন গায়ককে অভিনয় করার জন্য নিচ্ছেন? রূপঙ্করের অভিনয় দেখার জন্য কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবে? না সিরিয়াল দেখবে না হলে টিকিট কাটবে? হ্যাঁ ওনার গান শোনার জন্য নিশ্চয়ই টিকিট কাটবে বা আজকের পর কী করবে জানি না। আমাদের তো সবার শর্টটার্ম মেমরি লস আছে। আমরা দু’দিন চিৎকার করি, তারপর সব ভুলে যাই।”

স্বস্তিকা রূপঙ্করের অভিনয় ক্ষমতাকে কটাক্ষ করে আরও লিখেছেন, “ওনার খুবই খারাপ অভিনয় নিয়ে এতদিন কেউ খিল্লি মারেননি কিন্তু ,আমি সিওর এবার মারবেন। কেউ মারা গেলে তখন আমাদের চোখ খোলে কিনা? গায়ক, গায়িকারও অভিনয় করবেন। কিন্তু অভিনেতারা গান গাইলেই প্রবলেম। অভিনেতারা মুখ খুললে প্রবলেম। ভোট খালি আমরা দিই, বাকিদের কোনও দায় নেই।”