কেমন ছিল ‘অনুরাগের ছোঁয়া’র দীপার প্রথম অডিশন? ফাঁস হল স্বস্তিকার অডিশনের ভিডিও

‘অনুরাগের ছোঁয়া’র দীপার চরিত্রে কেন স্বস্তিকাকেই বেছে নেয় চ্যানেল? অডিশন ভিডিওতে ফাঁস হল রহস্য

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে দর্শকদের অতি পছন্দের সিরিয়াল হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রকে দর্শকরা ভীষণ পছন্দ করেন। নায়ক-নায়িকা থেকে শুরু করে খলনায়িকা, পার্শ্বচরিত্র ও খুদে শিল্পী, প্রত্যেকেরই যথেষ্ট গুরুত্ব রয়েছে সিরিয়ালের গল্পে। বিশেষ করে এক দীপার চরিত্রে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) -এর অভিনয় প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে।

যদিও স্বস্তিকা ঘোষের এটা প্রথম সিরিয়াল নয়। তিনি এর আগে অন্যান্য চ্যানেলের বেশ কিছু সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। সেখান থেকে আজকের বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা কীভাবে হয়ে উঠলেন স্বস্তিকা? কেমন ছিল তার প্রথম দিনের অডিশনের অভিজ্ঞতা? ফাঁস হল সেই ভিডিও।

SWASTIKA GHOSH

যে কোনও সিরিয়ালের নায়ক এবং নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে চ্যানেলকে খুবই গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। অনুরাগের ছোঁয়ার মত সিরিয়াল গড়ে তোলার পেছনে কাস্টিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বরাবর। বিশেষ করে দীপার চরিত্রটির জন্য দর্শকদের মনের মধ্যে সমবেদনা ও ভালবাসার জন্ম দিয়েছেন স্বস্তিকা।

দক্ষিণ ২৪ পরগনার মেয়ে স্বস্তিকার বয়স এখনও ১৯ পার হয়নি। স্বরস্বতীর প্রেম দিয়ে তার অভিনয় কেরিয়ার শুরু হলেও অনুরাগের ছোঁয়া তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হল স্বস্তিকার অডিশনের একটি ভিডিও ক্লিপিং। সেই সঙ্গে এটাও জানা গেল কেন সকলকে বাদ দিয়ে তাকেই অনুরাগের ছোঁয়ার নায়িকা হিসেবে বেছে নিয়েছে চ্যানেল।

ANURAGER CHHOWA

এই সিরিয়ালে অডিশন দেওয়ার জন্য নিজেরই স্মার্টফোনে সেলফি মোড অন করে একটি গাছের সামনে দাঁড়িয়ে ইমোশনাল একটি দৃশ্যের ডায়লগ আউরে যাচ্ছিলেন স্বস্তিকা। ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপিংস দেখেই তাকে দীপার চরিত্রের জন্য চূড়ান্ত করে ফেলে চ্যানেল। ভিডিওটি দর্শকদেরও মন ছুঁয়েছে।

anurager chhowa

আরও পড়ুন : দারুণ মোড় আসছে অনুরাগের ছোঁয়াতে, সোনার মা হয়ে জনপ্রিয় এই খলনায়িকা পা রাখবেন সিরিয়ালে

নেটিজেনরা এই ভিডিও দেখে লিখছেন, ‘স্বস্তিকার অভিনয় মন ছুঁয়ে গেল’। আবার কেউ কেউ লিখছেন, ‘‘এর চেয়েও ১০ গুণ ভাল অভিনয় দীপার চরিত্রে করছে স্বস্তিকা”। যেভাবে এই এতটুকু বয়সেই দুই মেয়ের মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন তিনি তাতে দর্শকরা মুগ্ধ।

আরও পড়ুন : এতটুকু বয়সে এত নিখুঁত অভিনয়, সিরিয়াল ছেড়ে টলিউডে পা দিল ‘অনুরাগের ছোঁয়া’র রূপা