

করোনার সময়কালে চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হয়েছে বিনোদন জগৎ। এখনও পর্যন্ত সব ক্ষতি সামাল দিয়ে উঠতে না পারলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইন্ডাস্ট্রি। বিনোদন জগতকে আশার আলো দেখাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বলিউড। পিছিয়ে নেই টলিউডও (Tollywood)। এবার টলিউডকে চাঙ্গা করে তুলতে একগুচ্ছ ছবি মুক্তির কথা ঘোষণা করল বাংলার সিনে প্রযোজনা সংস্থা এস ভি এফ (SVF)। কোন কোন ছবির (Upcoming Bengali Movie) নাম রয়েছে এই তালিকায়?
দ্য একেন (The Eken) : এস ভি এফের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ই এপ্রিল। জয়দীপ মুখার্জির পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। এই ছবির মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সোজা সিনেপর্দায় আবির্ভাব হল ‘একেন বাবু’র।
এক্স = প্রেম (X = Prem) : সৃজিত মুখার্জীর পরিচালনায় এই ছবি নিয়ে জোর চর্চা চলেছে টলিউডে। ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অপরাজিতা ঘোষ এবং অন্যান্যরা। ছবিটি মুক্তি পাবে আগামী ১৩ই মে।
কুলের আচার (Kuler Achaar) : ধারাবাহিকের পর্দার শান্তশিষ্ট ভালো শাশুড়ি মা ‘শ্রীময়ী’ যদি হন দজ্জাল শাশুড়ি, তাহলে কেমন হয়? ইন্দ্রানী হালদার অভিনীত ‘কুলের আচার’ ছবিটি মুক্তি পাবে আগামী ৩রা জুন। ইন্দ্রানী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জী, মধুমিতা সরকার।
খেলা যখন (Khela Jawkhon) : অরিন্দম শীলের এই ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন জুন মালিয়া, বরুণচন্দ অলকানন্দা রায়, হর্ষ ছায়া এবং আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ১লা জুলাই।
ব্যোমকেশ (Byomkesh) : সত্যান্বেষী ব্যোমকেশ ফের ফিরছেন সিনেমার পর্দায়। প্রধান চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি এবং তার স্ত্রী ‘সত্যবতী’র ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার। ব্যোমকেশের বন্ধু অজিতের ভূমিকায় অভিনয় করেছেন সুহত্র সরকার। ছবি মুক্তির সম্ভাব্য দিন ১১ই আগস্ট।
কর্ণসুবর্ণের গুপ্তধন (Karna Subarner Guptodhon) : সোনাদা, আবির এবং ঝিনুক একবার ফের বেরিয়ে পড়ছেন রহস্যের সন্ধানে। আসন্ন ছবিতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা। এই ছবি মুক্তির সম্ভাব্য দিন ৩০শে সেপ্টেম্বর।
বল্লভপুরের রূপকথা (Ballabhpurer Roopkotha) : নতুন বছরে সুখবর শুনিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্যও। তবে টলিউডের এই অভিনেতা নায়ক হিসেবে নয়, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন টলিউড ছবিতে। আগামী ২১শে অক্টোবর ছবি মুক্তির দিন ধার্য করা হয়েছে।
হত্যাপুরী (Hatyapuri) : ব্যোমকেশ এবং সোনাদার পাশাপাশি ফের একবার বড়পর্দায় হাজির হলেন ফেলুদাও। সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের পরিচালনায় সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’ গল্প অবলম্বনে আসছে নতুন ছবি। আগামী ২৩শে ডিসেম্বর এই ছবি মুক্তি পাবে বলে জানিয়েছে এস ভি এফ।