বিশ্বমঞ্চে বাংলার জয়জয়কার! বিশ্বসেরা ১০ ব্যক্তিত্বের মধ্যে জায়গা ছিনিয়ে নিলেন এই বাঙালি অভিনেত্রী

বিশ্বসেরা ১০ ব্যক্তিত্বের মধ্যে জায়গা পেলেন একমাত্র এই বাঙালি অভিনেত্রী, গর্বিত গোটা ভারতবর্ষ

২০২২ বিদায় নেবে আর মাত্র কিছুদিন পর। ২০২৩ শুরু হওয়ার আগের মুহূর্তে সম্প্রতি প্রকাশিত হল এই বছরের বিশ্বসেরা ব্যক্তিত্বদের তালিকা। ২০২২ এর বিদায় বেলায় প্রকাশিত হল গুগলের ইয়ার ইন সার্চের (Google Year In Search) তালিকা। অর্থাৎ গোটা বছরে গুগলে সবথেকে বেশিবার খোঁজা হয়েছে যাকে, সেই তালিকাটি প্রকাশিত হয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ হামেশাই গুগলে যে কোনও বিষয় কিংবা ব্যক্তিকে খুঁজে থাকেন। তার উপর ভিত্তি করেই প্রকাশিত হয়েছে এই তালিকাটি।

গুগলের প্রকাশিত এই তালিকার মধ্য সেরা দশের তালিকা চমকে দিচ্ছে ভারতবর্ষকে। কারণ গোটা ভারত থেকে কেবল একজনই জায়গা করে নিয়েছেন সেরা দশের তালিকায়। শুধু ভারত নয়, এই তালিকা দেখে গর্বিত বাংলাও। কারণ গুগলের মোস্ট সার্চড এই তালিকায় একমাত্র যে ভারতীয় ঠাঁই পেয়েছেন তিনি একজন বাঙালি। আর কেউ নন, তিনি হলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)।

বিশ্বসুন্দরী সুস্মিতা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি এখনও ভারতের পাশাপাশি গোটা বিশ্বের মানুষের কাছে তুমুল জনপ্রিয় রয়েছেন। সারা পৃথিবীর মানুষের তাকে ঘিরে আগ্রহ প্রবল। তার বিষয়ে নানা কথা জানতে চান সকলে। একমাত্র বলিউড তারকা হিসেবে সুস্মিতাই কেবল জায়গা পেয়েছেন এই তালিকায়। এই রিপোর্টের নিরিখে সেরা দশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি। তবে সুস্মিতা শুধু একা নন, তার সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ললিত মোদীও।

এই রিপোর্ট থেকে বেশ স্পষ্ট হয়ে গিয়েছে এই যে সুস্মিতা সেন এবং ললিত মোদীর সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তা সারা বিশ্বের মানুষের মনে তাদের নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এই বছরই তাদের সম্পর্কে কথা জানাজানি হয় এবং তা আগুনের মত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সুস্মিতা এবং ললিতের সম্পর্কের খবর ছড়াতেই অনেকেই সুস্মিতাকে কুরুচিকর আক্রমণ করতে থাকেন।

ললিত মোদীর পাশে দাঁড়িয়ে হাতের আঙ্গুলের একটি হীরের আংটি দেখিয়ে সহাস্যে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন সুস্মিতা। এই ছবি দেখে নেটিজেনরা অনুমান করতে থাকেন হয়তো এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিশ্ব সুন্দরী। ললিত সঙ্গে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রবল কটাক্ষের সম্মুখীন হয়ে অবশেষে মুখ খুলেছিলেন সুস্মিতা। তিনি একটি পোস্ট করে লেখেন, “আমি সোনার থেকে হিরে বেশি পছন্দ করি। এবং নিজের জন্য হিরে আমিই কিনি।”

সোশ্যাল মিডিয়াতে খবর ছড়িয়েছিল তারা নাকি বিয়ে করেছেন। তবে সেই কথাটি তারা অস্বীকার করেন। সুস্মিতা এই খবরকে মিথ্যে বলে উড়িয়ে দেন। এর আগে মডেল রহমান শলের সঙ্গে সম্পর্ক ছিলেন সুস্মিতা। ২০২১ সালেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর ললিত মোদীর সঙ্গে সম্পর্কের খবরে সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে নেন তিনি। খুব শীঘ্রই সুস্মিতাকে একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজ সেবিকা গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।