সুশান্তের ‘ব্রহ্মাস্ত্র’তেই কি ধ্বংস হবে বলিউড, তাঁর দিদির প্রতিক্রিয়ায় তুঙ্গে জল্পনা

গত ২ বছর, বলিউডের (Bollywood) জন্য যেন সত্যিই অভিশাপের মত। একদিকে করোনা, অন্যদিকে একের পর এক তারকার আকস্মিক মৃত্যু। ক্যান্সার আক্রান্ত হয়ে ইরফান খানের মৃত্যুর পর থেকেই চলছে মৃত্যু মিছিল। সব মৃত্যুই মর্মান্তিক, তবে গোটা দেশ কেঁপে উঠেছিল বলিউডের তরুণ প্রতিভা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার খবর পেয়ে। একইসঙ্গে এই ঘটনা বলিউডের সম্পর্কে সাধারণের দৃষ্টিভঙ্গিও বদলে দেয়।

সুশান্তের মৃত্যু যেন সাধারণ জনতার চোখ খুলে দিয়ে গিয়েছে। বলিউড সম্পর্কে আগে কখনও এতটা ঘৃণা জন্মাতে দেখা যায়নি দর্শকদের মনে। তাহলে কী সত্যিই সুশান্তের অভিশাপই এসে লেগেছে বলিউডের গায়ে? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে যে কয়টা ছবি মুক্তি পেয়েছে একটাও সেভাবে লাভের মুখ দেখেনি। উল্টে শুরু হয়েছে বয়কটের ট্রেন্ড।

নামিদামি তারকারাও এখন বয়কটের তালিকায় চলে গিয়েছেন। বলিউডের এই দুর্গতি দেখে কিন্তু মনে মনে বেশ খুশিই হচ্ছে সুশান্তের পরিবার। নেপথ্যে কারণ, ছোট ভাইয়ের শোচনীয় পরিণতি। একসময় এই বলিউডই সুশান্তের হাত থেকে পরপর কাজের সুযোগ ছিনিয়ে নেয়। সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয় বলিউডকেই, অভিযোগের আঙুল উঠতে শুরু করে করণ জোহার, সালমান খান, মহেশ ভাটদের দিকে।

দেখতে দেখতে ২ বছর কেটে গেছে, সুশান্তের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার ভক্তরা, সেখানে তার পরিবার তাকে ভুলতে পারবেন কি এত সহজে? সুশান্তের দিদি মিতু সিংহের পোস্ট সম্প্রতি এই বিতর্ককে আরও একবার উস্কে দিল। ৯ ই সেপ্টেম্বর ছিল বলিউডের ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির দিন। ছবি মুক্তির আগে কিন্তু দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা দেখা দেয়। কিন্তু ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন দর্শকরা।

ছবির ভিএফএক্স, মাল্টিস্টারার কাস্টিং, রণবীর-আলিয়ার জুটি মন ভরিয়ে দিলেও ছবির চিত্রনাট্যের খুঁত কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে। দর্শকদের মুখে ছবি সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া শুনে বলিউড সম্পর্কে নিজের রায় দিলেন সুশান্তের দিদি মিতু। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে প্রয়াত ভাইয়ের ছবি এবং ‘ব্রহ্মাস্ত্র’ এর ছবি পাশাপাশি রেখে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন।

মিতু লিখেছেন, ‘‘বলিউডকে ধ্বংস করার জন্য সুশান্তের ব্রহ্মাস্ত্রই যথেষ্ট। এই দেশ সব সময় সভ্য ব্যবহার, সংস্কৃতি নিয়ে সতর্ক থেকেছে। সেখানে বলিউডের এমন অসৎ মানুষরা কী ভাবে মুখ হয়ে উঠতে পারে। দিনের শেষে সত্যেরই জয় হয়।’’

গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’ থেকে ‘ব্রহ্মাস্ত্র’, বলিউডের কোনও ছবিই দর্শকদের খুশি করতে পারছে না। তবে কি সত্যিই সুশান্তের ব্রহ্মাস্ত্র তিলে তিলে শেষ করে দিচ্ছে বলিউডকে? বলিউডের এই দুর্গতি কি সুশান্তের অভিশাপেরই ফল? মিতু সিংহের পোস্ট এই বিতর্ককে আরও একবার উসকে দিল, যা সমর্থন করছেন নেটিজেনরাও।