এবার জমবে লড়াই, মিঠাইকে হারাতে ছকভাঙ্গা গল্প নিয়ে হাজির নতুন বাংলা সিরিয়াল

গতে বাঁধা বাংলা ধারাবাহিকের (Bengali mega serial) গল্প ইদানিং আর দেখতে চাইছেন না দর্শকরা। যুগের সঙ্গে সঙ্গে বাংলা ধারাবাহিকের গল্পেরও পরিবর্তন চাইছেন তারা। আগেকার মত শুধুই শাশুড়ি-বৌমার কোন্দল দেখিয়ে এখন আর দর্শকদের যে ধরে রাখা যাবে না তা বেশ বুঝে নিয়েছে সিনেমা নির্মাতারা। তাই এবার নায়িকা চরিত্রকেই হাতিয়ার করে সান বাংলা (Sun Bangla) আনছে এক ছক ভাঙা গল্প।

পুরুষ সামলাবে ব্যবসা, চাকরি, বাইরের জগত, আর নারীরা ঘরের কাজ সামলাবেন, এতদিন বাংলা সিরিয়ালে এমনটাই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শকরা। তবে ইদানিং কিন্তু সেই ধারায় পরিবর্তন এনেছে বাংলা সিরিয়ালগুলো। এখন নায়কদের পাশাপাশি নায়িকারাও ঘর সংসার সামলে ব্যবসা সামলাচ্ছেন, চাকরি করছেন। তবে সান বাংলার ‘আলোর ঠিকানা’ (Alor Thikana) বাংলা টেলিভিশনের গতে বাঁধা নিয়মের সমস্ত সমীকরণ উল্টে দিল।

Debadrita Basu And John Bhattacharya Coming with A New Serial Alor Thikana on Sun Bangla

চিরাচরিত গল্পের বদলে নতুন কিছু দেখাতে চেয়েছিলেন ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকের নির্মাতারা। তাই এই গল্পের নায়িকা শুধু নয়, পরিবারের সমস্ত মহিলাই ব্যবসা সামলাবেন। আর পুরুষরা সামলাবেন সংসার। ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে অভিনয় করছেন ‘রিমলি’, ‘মিঠাই’ ধারাবাহিকখ্যাত অভিনেতা জন ভট্টাচার্য এবং ‘জয়ী’ ‘আলোছায়া’ ধারাবাহিকের নায়িকা দেবাদৃতা বসু।

এমন গল্প এর আগে কখনও মেইন স্টিমের বাংলা চ্যানেলগুলোতে আসেনি। সোশ্যাল মিডিয়াতে ধারাবাহিকের ট্রেলার দেখে এমনটাই মন্তব্য করছেন দর্শকরা। সেই দিক দিয়ে একধাপ এগিয়ে গেল সান বাংলা। এখন এই ধারাবাহিক দর্শকদের কাছে ঠিক কতটা জনপ্রিয়তা পাবে সেটাই দেখার। দর্শকদের একাংশ অবশ্য জানাচ্ছেন যদি এই ধারাবাহিকটি স্টার জলসা কিংবা জি বাংলাতে আনা হত তাহলে তা ভাল টিআরপি পেত।

আসলে সান বাংলাতে বেশ ভাল ভাল কনটেন্ট থেকে সিরিয়াল বানানো হলেও এখানে দর্শক সংখ্যা জি বাংলা কিংবা স্টার জলসার তুলনায় কম। কাজেই খুব ভাল ধারাবাহিকও এখানে বেশি টিআরপি পায় না। এখন গল্পের মধ্যে নতুনত্ব দেখিয়ে ‘আলোর ঠিকানা’ দর্শকদের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার। সেই সঙ্গে ধারাবাহিকের কাস্টিংটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জন এবং দেবাদৃতা দুজনেই বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। ‘রিমলি’র নায়ক এবং ‘মিঠাই’য়ের খলনায়ক হিসেবে জন ভট্টাচার্য আগেই নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে দেবাদৃতারও ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সুনাম আছে। তাদের জুটির কেমিস্ট্রিটা দর্শকদের ভালই লাগছে বলে মনে করছেন সিরিয়াল নির্মাতারা। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এই ধারাবাহিকের সম্প্রচার।