নারীর জীবন সংগ্রাম নিয়ে আসছে নতুন সিরিয়াল, প্রকাশ্যে এল ধারাবাহিকের টাইম স্লট

একের পর এক নতুন ধারাবাহিক আসছে বাংলা টেলিভিশনে। স্টার জলসা, জি বাংলার পাশাপাশি নতুন ধারাবাহিক নিয়ে হাজির সান বাংলাও (Sun Bangla)। সান বাংলার আসন্ন ধারাবাহিকের নাম ‘মেঘে ঢাকা তারা’ (Meghe Dhaka Tara)। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় ডেবিউ করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের স্ত্রী পৃথা চট্টোপাধ্যায় (Pritha Chattopadhyay)। ধারাবাহিকের প্রোমো আগেই মুক্তি পেয়েছে। এবার চ্যানেলের তরফ থেকে জানানো হল নতুন ধারাবাহিকের দিনক্ষণ।

   

ধারাবাহিকের নাম ‘মেঘে ঢাকা তারা’, তবে শক্তিপদ রাজগুরুর গল্প অবলম্বনে টলিউডের কালজয়ী ছবির আদলে মোটেই এই ধারাবাহিকের গল্প নয়। এই ছবি আসলে এক জনপ্রিয় তামিল ধারাবাহিকের বাংলা রিমেক। ধারাবাহিকের প্রতিযোগ অর্ক গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় রয়েছে অর্গ্যানিঙ্ক। ধারাবাহিকের নায়িকা বৃন্দার জীবনের সংগ্রাম ঘিরেই এগিয়ে চলবে গল্প। বৃন্দা একাই তার গোটা সংসারের দায়িত্ব নিয়েছে।

খোলা চুল এবং শাড়িতে বৃন্দা আপাদমস্তক আধুনিক সমাজের নারী। একা হাতে ঘরে-বাইরে সামাল দিতে পারে সে। মধ্যবিত্ত পরিবারের মেয়েটি নিজের পায়ে দাঁড়িয়েছে। নার্স হয়ে উপার্জন করে সে। পরিবারে রয়েছে তার বিধবা মা, দিদি, ভাই-বোন এবং বোনঝি। গোটা পরিবারের সকলের সব চাহিদা পূরণ করে সে। এই পরিবারটাই তার নিজের সংসার। পরিবারের প্রত্যেকের শখ-আহ্লাদ পূরণ করতে করতে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিয়েছে সে।

আগামী ২৮শে মার্চ থেকে প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে নতুন ধারাবাহিক। আনন্দবাজার অনলাইনের কাছে প্রযোজক জানিয়েছেন, ‘আমাদের এই ধারাবাহিক মধ্যবিত্ত পরিবারের গল্প বলবে। যা আজকের সময়ের উপযুক্ত। যেখানে নারী লড়বে। জিতবে, হারবেও। কেউ নারীশক্তির মুখ হয়ে উঠবে না’। ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পৌলোমী দাস, কৃত্তিকা চক্রবর্তী, নবনীতা মুখোপাধ্যায় এবং অন্যান্যরা।

ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে বৃন্দা সারাদিন হাসপাতালে রোগীদের সেবা করে। দিনরাত পরিশ্রম করে সে। বাড়ি ফিরেও নিস্তার নেই তার। পরিবারের সব দায়িত্ব একহাতে পালন করতে হয় তাকে। বাজার করা, ঘরের কাজ সামলানো, মায়ের সেবা করা আর তার সঙ্গে ছোট ছোট ভাই বোন ও দিদির সব বায়না মেটানোর মধ্য দিয়েই কেটে যাচ্ছে তার জীবন। বৃন্দার জীবন ভবিষ্যতে কোন পথে এগোবে? জানা যাবে আগামী ২৮শে মার্চের পর।