এই বাঙালি অভিনেত্রী না থাকলে আজ সেরা কমেডিয়ান হতে পারতেন না কপিল শর্মা

এই বাঙালি অভিনেত্রীর জন্যই কপিল শর্মা আজ সেরা কমেডিয়ান, তিনি কে জানেন?

বর্তমান প্রজন্মের কাছে ভারতের কমেডি কিং (Comedy King Of India) হলেন কপিল শর্মা (Kapil Sharma)। বছরের পর বছর ধরে তিনি ‘কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show) -য়ের সঞ্চালনা করে চলেছেন। অবশ্য হাস্যকৌতুকে ভরপুর এই শো কপিল শর্মার নামে চললেও এর নেপথ্য শিল্পীদের অবদানও কিন্তু ভোলার নয়। কপিল শর্মার পাশাপাশি তার সহকর্মীরা প্রত্যেকেই ‘কপিল শর্মা শো’ জনপ্রিয় করে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে এক বাঙালি অভিনেত্রীর কথা আজ না বললেই নয়।

   

এই শো’তে অনস্ক্রিন এতদিন কপিল শর্মার স্ত্রী হিসেবে সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti) -কে দেখেছেন দর্শকরা। তার চেহারা নিয়ে বারবার কটাক্ষ করে তাকে ঠাট্টার পাত্রী করে হু হু করে বেড়েছে শোয়ের টিআরপি। তবে চিত্রনাট্যের প্রয়োজনে কখনও এতে বাধা দিতে পারেননি সুমনা। তার ‘বড় ঠোঁট’ নিয়ে মজা করে দর্শকদের মুখে হাসি ফোটানো হয়েছে বারবার। এতে মনে মনে কষ্ট পেলেও সুমনা মুখ ফুটে তা বলতে পারেননি কখনও।

Sumona Chakravarti

Sumona Chakravarti On Kapil Sharma

দীর্ঘ প্রায় সাত বছর ধরে কপিল শর্মার সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে সুমনার। তবে খারাপ অভিজ্ঞতাই এখান থেকে বেশি জুটেছে তার। কপিলের কটাক্ষ সবসময় হজম করেছেন মুখ বুজে। এমনকি সহ্য করেছেন তার দুর্ব্যবহার। সম্প্রতি এই বিষয় নিয়ে সরাসরি মুখ খোলেন সুমনা। এমনকি তিনি এও বলেন শো চলাকালীন কপিল নিজের সংলাপ ভুলে যেতেন। সেটা চাপা দিতে সুমনার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

সুমনা বলেন, “শোয়ের প্রথমদিনই আমার মুখ নিয়ে মজা করেছিল কপিল। কিন্তু কপিলের মন্তব্য শুনে কারও কোনও প্রতিক্রিয়া ছিল না। আমার মুখ নিয়ে কোনও রকম মজা করলে তা দর্শকের পছন্দ হবে না বলে বুঝতে পারে কপিল। আর কোনদিনও তার পুনরাবৃত্তি হয়নি। কিন্তু এই ঘটনা আমার মনে ছাপ ফেলে।” কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও কপিল বারবার তার চেহারা নিয়ে মন্তব্য করে গিয়েছেন।

Sumona Chakravarti

Sumona Chakravarti On Body Shamming In Show

বারবার ‘বড় ঠোঁট’ নিয়ে কপিলের মন্তব্যের কারণে সুমনা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। এমনকি তিনি লিপস্টিক পরাও বন্ধ করে দেন। তবে এই সময় শোয়ের অতিথি বিচারক অর্চনা পুরণ সিং তার পাশে দাঁড়িয়েছিলেন। একদিন সুমনাকে মন খারাপ করে থাকতে দেখে অর্চনা তাকে বলেন, ”তুমি যেদিন নিজেকে নিয়ে হাসি-ঠাট্টা করতে শিখে যাবে সে দিন থেকে তোমাকে নিয়ে কে কী মন্তব্য করল তা নিয়ে মন খারাপ হবে না।”

Sumona Chakravarti

আরো পড়ুন : না কপিল শর্মা, না জনি লিভার, ভারতের সবথেকে ধনী কমেডিয়ান কে জানেন?

অর্চনার কথা সুমনার আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনে। তিনি নিজের ভাবনা বদলাতে শুরু করেন। সেই সঙ্গে তিনি লিপস্টিক পরাও শুরু করে দেন। পূর্ণদ্যমে তিনি নিজেই পারফরমেন্সের উপর গুরুত্ব দেন শুধু। কপিল এবং সুমনাকে একসঙ্গে অভিনয় করতে দেখে তো বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ সরাসরি সুমনাকে বলেন, “তুমি এই শোতে আছ, তাই তোমার জন্যই কপিল এত বড় মাপের কমেডিয়ান হতে পেরেছে।”

আরো পড়ুন : গৌরিকে ছেড়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চান, শাহরুখের প্রস্তাবের কী জবাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা?