বিনোদন জগত বড়ই নিষ্ঠুর। একসময় যাকে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ভরিয়ে দেয় বিনোদন জগত, কালের ফেরে তার থেকেই রীতিমতো মুখ ফিরিয়ে নিতেও দ্বিধা করে না সে। গ্ল্যামার দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করা যেমন এক সংগ্রাম, সেখানে টিকে থাকা আরও বড় সংগ্রাম। আর এই সংগ্রাম করেই যারা পর্দায় টিকে থাকেন, তারাই সফল। যারা সেই সংগ্রামে ব্যর্থ হন তারা যেন গ্ল্যামার দুনিয়া থেকে কোথায় হারিয়ে যান। তাদের খোঁজ রাখে না কেউ। তারা কেমন আছেন, কিভাবে তাদের সংসার চলছে, তা কেউ জানতে চায় না।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর বেশ ঘোরাফেরা করছিল। মহানায়ক উত্তম কুমারের সহ-অভিনেতা শঙ্কর ঘোষালের (Shankar Ghoshal) বর্তমান করুণ পরিস্থিতি নিয়ে একটি খবর সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। ৫০ বছরের এই প্রবীণ অভিনেতা কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন টলিউডের দরজায় দরজায়! কাজপাগল মানুষটি কাজ পাচ্ছেন না, সংসার চালানোর মতো ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছেন!
একসময় যিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে টলিউডে দাপিয়ে অভিনয় করেছেন, আজ তাকেই ব্রাত্য করে রেখেছে টলিউড! এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে? খবরটি নেট দুনিয়ায় মানুষদের মন ছুঁয়ে যায়। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে “প্রতিশোধ” ছবিতে সহ-অভিনেতার কাজ করেছিলেন শঙ্কর ঘোষাল, সত্য বন্দ্যোপাধ্যায়ের ‘নহবত’ নাটকেও ‘বরের পুরুত’ হিসেবে তার অভিনয় দর্শকের নজর কেড়েছিল। তার এমন করুণ পরিণতিতে নেটিজেনদের মনে মোচড় দিয়েছিল।
এবার শঙ্কর ঘোষাল আসছেন জি বাংলার জনপ্রিয় কুকিং শো “রান্নাঘর”-এ। “রান্নাঘর” এর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় শঙ্কর ঘোষালকে নিয়ে একটি এপিসোড বানানোর পরিকল্পনা করেছেন। এভাবেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুদীপা। উল্লেখ্য, সুদীপা চট্টোপাধ্যায় অতিমারীর জন্য আপাতত কিছুদিন “রান্নাঘর” এর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের শঙ্কর ঘোষালের কারণে তাকে সেই সিদ্ধান্ত বদলাতে হলো।
সম্প্রতি সুদীপা শঙ্কর ঘোষালের সঙ্গে একটি সেলফি তুলে তা নেট মাধ্যমে শেয়ার করেছেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভেবেছিলাম আর শ্যুটিং করব না। কিন্তু শঙ্করদার জন্য সিদ্ধান্ত বদলাতে হল। শ্যুটিং করলাম। দারুণ লাগল। যাঁরা ওঁকে সাহায্য করতে ওঁর অ্যাকাউন্ট নম্বর চাইছেন তাঁদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। কিন্তু ওঁর সাহায্য নয়, কাজের প্রয়োজন। অভিনেতা তো লাইট-রোল-ক্যামেরা অ্যাকশন শুনে দেখুন কত খুশি, আমরাও ওনাকে পেয়ে আপ্লুত, সমৃদ্ধ’।
জি বাংলার “রান্নাঘর” এভাবেই টলিউডের এক প্রবীণ, প্রতিভাশালী অথচ ব্রাত্য শিল্পীকে ফের আলোর পথে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য ইতিমধ্যেই শঙ্কর ঘোষালকে নিয়ে ওই স্পেশাল এপিসোডটির শুটিং করে ফেলেছে চ্যানেল। আগামী ৩১শে মের “রান্নাঘর” এর বিশেষ পর্বে সুদীপার সঙ্গে উপস্থিত থাকবেন শঙ্কর ঘোষাল। ওই বিশেষ পর্বে সুদীপা দর্শকদের জন্য রাঁধবেন ঠাকুর বাড়ির দুই হারিয়ে যাওয়া পদ- সির্কা মাছ আর ওলের কোফতা কারি।
প্রসঙ্গত, টলিউডের এই বর্ষীয়ান অভিনেতার জন্য প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা এবং তার প্রেমিক সব্যসাচী চৌধুরী। তারা শঙ্কর ঘোষালের ব্যাঙ্কের ডিটেলস নেট মাধ্যমে ছড়িয়ে দেন। নেটিজেনরা এরপর দরাজ হাতে শঙ্কর ঘোষালের ব্যাংক একাউন্টে অর্থ দান করতে থাকেন।
রাতারাতি ৪০ হাজার টাকা জমিয়ে ফেলেছিলেন শঙ্কর ঘোষাল। তবে এই টাকা থেকে ৩ হাজার টাকা নিয়ে তিনি দুস্থ পরিবারের খাদ্য কষ্ট মোচনের উদ্দেশ্যে দান করেছেন। টলিউডের এই প্রবীণ অভিনেতা এখন আবার নতুন করে কাজ পাওয়ার আশায় বুক বাঁধছেন। সৌজন্যে জি বাংলার “রান্নাঘর”।