কত টাকার মালিক শুভেন্দু অধিকারী, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ

গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। প্রথা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সম্পত্তির হলফনামা জমা দিতে হয়। এই হলফনামা জমা দেওয়ার পরই প্রকাশ্যে এলো শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ।

শুভেন্দুর জমা দেওয়া হলফনামা অনুযায়ী ওনার বর্তমান সম্পত্তির মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা।  ৫ বছর আগে ২০১৬ বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেবে মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। সুতরাং গত ৫ বছরে শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।

জমা দেওয়া হলফনামা অনুযায়ী, শুভেন্দুর বর্তমান অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা। ৫ বছর আগে ২০১৬ বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেবে মোট স্থাবর সম্পত্তি ছিল  (জমি, বাড়ি ইত্যাদি) ছিল ৪৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এখন শুভেন্দুর মালিকানাধীন স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা।

   

আরও পড়ুন : শুভেন্দু অধিকারী বিয়ে করেননি কেন? জানিয়ে দিলেন নিজেই

হলফনামা অনুযায়ী, শুভেন্দুর নিজস্ব কোনও গাড়ি বা সোনাদানা নেই। ২০১৯–২০২০ আর্থিক বছরে শুভেন্দু আয় করেছেন ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা। তবে সম্পত্তির নিরিখে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি অনেক এগিয়ে।  নন্দীগ্রামের বেশ কিছু এলাকায় জমি আছে শুভেন্দুর।

আরও পড়ুন : কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ

দীর্ঘদিনের এই জনপ্রতিনিধির সম্পত্তির পরিমাণ জনসাধারণকে বিস্মিত করেছে। কারণ তিনি যে হলফনামা পেশ করেছেন তাতে তার নিজস্ব কোনো গাড়ি নেই বলেই উল্লেখ করেছেন। ভারতের মতো দেশে নেতাদের সম্পত্তি যেভাবে বাড়ছে তাতে শুভেন্দুর এই সম্পত্তি বিস্মিত করছে মানুষকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তি শুভেন্দু অধিকারীর তুলনায় কয়েকগুণ কম।