রান্নাঘরে গ্যাস লিক করলে কী করবেন? জানুন ৯টি সহজ উপায়

আজকালকার দিনে প্রায় প্রত্যেক বাড়িতেই আছে গ্যাস সিলিন্ডার। তবে গ্যাস যেহেতু খুবই দহনশীল এক পদার্থ তাই গ্যাস ব্যবহারে সতর্কতা অবলম্বন অবশ্যই দরকার আছে। আমরা অনেক সময় শুনেছি নানা দুর্ঘটনার কথা যেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বা গ্যাস লিক হয়ে নানা মারাত্মক ঘটনা ঘটেছে। আজকালকার দিনে যদিও প্রত্যেক মানুষ সকল প্রকার বিপদ সম্পর্কে যথেষ্ট সতর্কবান তবুও মুহূর্তের ভুল থেকে বড় কিছু বিপদ যে ঘটে যেতে পারে তা আমাদের অবশ্যই মনে রাখতে হবে।  রান্না করার সময় আচমকা মনে হল- গ্যাস লিক করছে। সিলিন্ডার সরবরাহকারীকে ফোন করার আগে-পরে মেনে চলতে পারেন এই ৭টি পদ্ধতি।

বাড়িতে গ্যাসের সিলিন্ডারে গ্যাস লিক করলে আমরা তা বুঝতে পারি গন্ধ শুঁকে। যদিও অনেক সময় অনেকেই তা ধরতে পারেন না। তবে যদি জানতে পারেন বাড়িতে গ্যাস লিক করছে তাহলে আপনাকে অবশ্যই নিতে হবে বেশ কিছু সতর্কতা। আর এর সবকিছু  আপনাকে তৎক্ষনাৎ করতে হবে। কারণ যত বেশি গ্যাস লিক করবে তত বেশি বিপদের সম্ভাবনা বাড়বে। তাই মাথা ঠিক রেখে আপনাকে নিতে হবে বেশ কিছু সতর্কতা।

রান্নাঘরে গ্যাস লিক করলে কী করবেন?

১. আতঙ্কহীনতা

বাড়িতে যদি গ্যাস লিক করলে প্রথমেই যা করতে হবে তা হল মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখলে তবেই আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর আপনার ঠান্ডা মাথায় জন্য আপনি অন্যকে অর্থাৎ বাড়ির সকলকেই বিপদ থেকে সহজেই রক্ষা করতে পারবেন।

২. জ্বলন্ত শিখা ও বৈদ্যুতিন সরঞ্জাম

বাড়ির মধ্যে যদি কোথাও প্রদীপ বা অন্য কিছু শিখা জ্বলছে তা প্রথমেই নিভিয়ে দিন।তবে কোন বৈদ্যুতিক সুইচ যা অন অবস্থায় আছে তা কিন্তু বন্ধ করতে যাবেন না।এনমকি ধূপের কাঠিও নিভিয়ে ফেলুন।

৩. সিলিন্ডারে যা করতে হবে

এরপর  গ্যাসের সিলিন্ডারের রেগুলেটর নীচের দিকে নামিয়ে দিন। রেগুলেটর নামিয়ে দিয়ে গ্যাসের সিলিন্ডারের যে সেফটি ক্যাপ বা মাথায় লাগানোর জন্য টুপি থাকে তা লাগিয়ে দেন।

৪. দরজা-জানলা

 তারপর বাড়ির যেসব দরজা জানালা লাগানো আছে তা তৎক্ষনাৎ খুলে ফেলুন।এতে যে গ্যাস বাড়ির মধ্যে জমে গিয়েছিল তা বাড়ির বাইরে সহজেই বেরিয়ে যাবে।তবে গ্যাস বার করার জন্য বাড়ির ফ্যান বা রান্না ঘরের ধোঁয়া বের করার জন্য যে ফ্যান থাকে তা কখনোই খুলবেন না।বা অন করবেন না।

এমত অবস্থায় বাড়ির সকলকেই বাড়ির বাইরে বের করে দিন।বাড়ির বাইরে যেখানে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে  সেই বিদ্যুৎ সংযোগকারী তার বিচ্ছিন্ন করে দিন।

৫. শরীরে গ্যাস ঢুকলে

বাড়ির যদি কোন সদস্যের শরীরে অতিরিক্ত গ্যাস ঢুকে যায় তাহলে তাকে তৎক্ষনাৎ কোন খোলা জায়গায় নিয়ে আসুন।খোলা জায়গায় নিয়ে এলে বাতাসের প্রবাহ হবে এবং শরীরে অক্সিজেন প্রবাহ চলতে থাকবে।আপনি বা বাড়ির লোক সেই ব্যক্তির পাশে ভিড় জমাবেন না।একদম অতিরিক্ত টেনশন দেবেন না সেই ব্যক্তিকে ।পারলে তাকে শুইয়ে দিন।

আরও পড়ুন  ঃ  রান্নার গ্যাসের সিলিন্ডারে আর কতটা গ্যাস বেঁচে আছে বুঝবেন কীভাবে

৬. জামাকাপড়ে গ্যাস লাগলে

যদি আপনার জামা কাপড়ে অতিরিক্ত পরিমান গ্যাস  লেগে যায় তাহলে সেই জামা কাপড় তৎক্ষনাৎ খুলে ফেলুন।পারলে আপনার শরীর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৭. চোখে গ্যাস লাগলে

যদি চোখে গ্যাস ঢুকে যায় এবং চোখ জ্বালা করে তাহলে সেই চোখে ঠান্ডা জলের ঝাপটা নিন বারবার।এই ঝাপটা আপনাকে নিতে হবে প্রায় ১০-১৫মিনিট ধরে।তবে মনে রাখবেন জল যেন পরিষ্কার হয়।যদি আপনি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট লেন্স  খুলে ফেলুন।

আরও পড়ুন ঃ আপনার অ্যাকাউন্টে LPG গ্যাসের সাবসিডি এলো কি না যেভাবে বুঝবেন

৮. সিলিন্ডারে আগুন

যদি সিলিন্ডারে আগুন লেগে থাকে তাহলে ভয় খাবেন না , সাহস করে সিলিন্ডারের কাছে গিয়ে সিলিন্ডারের আগুনের চারপাশে একটা ভিজে কাপড় বা ভিজে বস্তা দিয়ে  ঢেকে রেখে দিন।ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলে চারিদিকে অক্সিজেনের পরিমান কমে যাবে ফলে অক্সিজেনের অভাবে আগুন কিছুক্ষণের মধ্যেই বা তৎক্ষনাৎ নিভে যাবে।