অফিস-কাছারি পরিষ্কার করতে হবে ‘গোমূত্র’ দিয়ে, বিজ্ঞপ্তি জারি হল মধ্যপ্রদেশে

ঘর বাড়ি পরিষ্কার করতে ফাইনাইলের ওপরেই ভরসা করা হয়। কিন্তু মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সরকারি অফিস, আদালত সবই পরিষ্কার করতে হবে গোমূত্র (Cow Urine) দিয়ে। ইতিমধ্যেই শনিবার সেই রাজ্যের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই কড়া নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রতি অফিসে কেমিক্যালে তৈরি ফিনাইলের ব্যাবহার বন্ধ করে তার বদলে গোমুত্রে তৈরি ফাইনাল ব্যাবহার চালু করতে হবে। যত দ্রুত সম্ভব এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।

গো-রক্ষায় ইতিমধ্যেই পৃথক মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। পশুপালন, বন, পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ বিভাগকেও এই ক্যাবিনেটের অন্তর্ভুক্ত করা হয়। এবার দায়ভার গ্রহণের পরেই সরকারি দফতরের সফাই প্রসঙ্গে বড়সড় সিদ্ধান্ত নিল এই গো মন্ত্রিসভা।

এই প্রসঙ্গে প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী প্রেমসিং পটেলের বক্তব্য, “উৎপাদন শুরুর আগেই চাহিদা বাড়ানো হচ্ছে। ফলে গরুর দুধ বা দুগ্ধজাত জিনিষের চাহিদা বাড়তে। তাতে মধ্যপ্রদেশে ‘গরু’র প্রতি মানুষের যে সম্মান, তা বাড়বে। পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে।”

তবে এর আগেও মধ্যপ্রদেশে তৈরি করা হয়েছে  ‘Cow Cabinet‘। এই ক্যাবিনেটে প্রাণী সম্পদ দফতর,কৃষি দফতর,পঞ্চায়েত দফতর,বন বিভাগ এবং রাজস্ব দফতর আছে। এই ক্যাবিনেট প্রথম বিজ্ঞপ্তিতেই গোমূত্রে তৈরি ফিনাইল ব্যবহারের নির্দেশিকা জারি করেছে।

এই নির্দেশিকা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোড়ন তৈরি হলেও এতে ‘গরু’র প্রতি মানুষের যে সম্মান বাড়বে বলেই মনে করছেন মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী প্রেমসিং পটেল। যে গরু দুধ দিতে পারে না, এই সিদ্ধান্তের ফলে পশুপালকরা তাদের আর পরিত্যাগ করতে পারবে না বলেও জানান তিনি। এতে মধ্যপ্রদেশে গরু, গবাদি পশুদের অবস্থাও ভাল হবে বলেও তাঁর মত।