বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক, স্টার জলসার নাম পাল্টে দিল তিতিবিরক্ত দর্শক

এক মাসের মধ্যে একসঙ্গে কতগুলো ধারাবাহিক (Bengali Mega Serial) বন্ধ করতে হয়? স্টার জলসা (Star Jalsha) যেভাবে একের পর এক ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে তা দেখে কার্যত রীতিমত ক্ষোভের আগুনে ফুঁসছেন দর্শকরা। ‘বৌমা এক ঘর’, ‘খড়কুটো’, ‘মন ফাগুন’ বন্ধ হওয়ার শোক দর্শকরা এখনও সেভাবে কাটিয়ে উঠতে পারেননি, এরই মধ্যে শোনা যাচ্ছে আরও দুটি ধারাবাহিক নাকি বন্ধ হওয়ার মুখে।

শান্টু-পূর্ণার ‘খেলাঘর’ (Khelaghor) ও বরফি-সহচরীর বন্ধুত্বের গল্প ‘আয় তবে সহচরী’ও (Aay Tobe Sohochori) নাকি এবার বন্ধ হতে চলেছে! স্টুডিও পাড়াতে ঘুরছে এমনই খবর। আর এটা শুনেই তো দর্শকরা রীতিমত চটে আগুন। ‘খেলাঘর’ ধারাবাহিকটা ছিল বেশ পুরনো, তবুও এই বন্ধের ট্রেন্ড মেনে নিতে পারছেন না দর্শকরা। অন্যদিকে ‘আয় তবে সহচরী’ও মাত্র এক বছরের মাথায় এসে শেষ হচ্ছে।

Star Jalsha Aay Tobe Sohochori Ending Soon

এদিকে কিছুদিন আগেই স্লট পরিবর্তন হয়েছে এই দুটি ধারাবাহিকেরই। তবে স্লট পরিবর্তন করেও রক্ষা নেই, চ্যানেল এবার বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে। শনিবার খেলাঘরের শেষ পর্বের শুটিং হতে চলেছে। ৬৩০ পর্বে এসে শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়ালটি। পুরনো ধারাবাহিক যেমন বন্ধ হচ্ছে, তেমনই আসছে নতুন নতুন ধারাবাহিক। এদিকে এই আসা-যাওয়ার মাঝে পড়ে দর্শকরা কিন্তু বেজায় বিরক্ত।

সোশ্যাল মিডিয়াতে স্টার জলসাকে উদ্দেশ্য করে রসিকতা করছেন কেউ কেউ। কেউ কেউ আবার রীতিমত ক্ষুব্ধ চ্যানেলের সিদ্ধান্তে। এই চ্যানেলে যেন পুরনো ধারাবাহিক বন্ধ হওয়া এবং নতুন ধারাবাহিক আসার হিড়িক পড়ে গিয়েছে। ‘খড়কুটো’, ‘মন ফাগুন’, ‘বৌমা এক ঘর’ শেষ হয়েছে ইতিমধ্যেই। আগামী সপ্তাহে ‘খেলাঘর’ও শেষ হয়ে যাবে।

এদিকে ‘আয় তবে সহচরী’ বন্ধ হওয়ার সম্ভাবনাও এখন প্রবল। তবে চ্যানেল কিন্তু বসে নেই। শূন্যস্থান ভরাট করতে এরই মধ্যে ৪ টি নতুন সিরিয়াল এনে হাজির করেছে স্টার জলসা। যার মধ্যে নবাব নন্দিনী, মাধবীলতা, এক্কাদোক্কার সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। এখনও চ্যানেলের হাতে রয়েছে ‘হরগৌরি পাইস হোটেল’।

এখন যেভাবে স্টার জলসাতে পুরনো সিরিয়াল যাচ্ছে এবং নতুন সিরিয়াল আসছে তা দেখে চ্যানেলের নামটাই বদলে দিলেন দর্শকরা। নেটিজেনরা রসিকতা করে বলছেন, এই চ্যানেলের নাম বদলে এবার দেওয়া হোক ‘আসছে জলসা’ বা ‘শেষ জলসা’। সোশ্যাল মিডিয়াতে তুমুল হারে ট্রোল্ড হতে হচ্ছে চ্যানেলকে।