বদলে যাচ্ছে শ্রীময়ী, খড়কুটো সিরিয়ালের ‘নায়ক-নায়িকা’, বদলে যাচ্ছে ‘গল্পও’

Shreemoyee and Khorkuto

টেলি ধারাবাহিকের জগতে এলো বড়োসড়ো পরিবর্তন! বদলে যাচ্ছে জনপ্রিয় সিরিয়ালগুলির গল্প। এমনকি কাস্টিংয়েও আসছে বড়সড় পরিবর্তন! “শ্রীময়ী” এবং “খড়কুটো”, স্টার জলসার এই দুই জনপ্রিয় ধারাবাহিকের এই ব্যাপক পরিবর্তন কার্যত নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে “অনিন্দ্য, রোহিত সেনে”র পর এবার “সৌজন্য” এর প্রেমে পড়েছে শ্রীময়ী!

এদিকে আবার “খড়কুটো” ধারাবাহিকেও বদলে গিয়েছে কাস্টিং। প্রধান দুই চরিত্রে অবশ্য “সৌজন্য” এবং “গুনগুন”ই থাকছে, তবে তাদের চরিত্র বদল হয়েছে। অর্থাৎ নায়কের ভূমিকায় “গুনগুন” আর নায়িকার ভূমিকায় কাস্ট করা হয়েছে “সৌজন্য”কে! ভাবছেন কি সব বলছি? সোশ্যাল মিডিয়ায় একটু নজর ঘোরালেই কিন্তু জনপ্রিয় ধারাবাহিকের এই প্লট পরিবর্তন আপনার চোখে ধরা পড়বেই। খড়কুটো ধারাবাহিকের নতুন নায়ক এবং নায়িকাকে কেমন লাগছে আপনার?

“শ্রীময়ী”র শাশুড়ি “পত্রলেখা”ও নিজের দুঃখ দুর্দশা জানাতে হাজির সোশ্যাল মিডিয়ায়। সংসার ভাগাভাগি হয়ে যাওয়ার পর “মিঠু” এখন আর তার সংসারের কাজ করছে না! এদিকে “অঙ্কিতা”, “জুন”ও সংসারের কাজে তাকে সাহায্য করছে না। কাজেই বেজায় বিপাকে পড়েছেন তিনি। “শ্রীময়ী”র মেয়ে “দিঠি”ও হাজির সোশ্যাল মিডিয়ায়। সে তার বায়োতে লিখে রেখেছে “মেডিকেল পড়তে চাই। বড় দা ভাইয়ের মুখে ঝামা ঘষে দিতে চাই। আমি খালি দলবদল করি। সারাদিন ঝগড়া করি”।

“শ্রীময়ী”র স্বামী “অনিন্দ্য”ই বা বাদ যাবেন কেন? তিনিও সোশ্যাল সাইটে এসে বলছেন, “শ্রীময়ী তুমি কার? রোহিত এর নাকি আমার?” “অনিন্দ্য” “শ্রীময়ী”র কাছে ফিরে যেতে চাইলেও “জুন” “অনিন্দ্য”কে ছাড়তে রাজি নয়!

এতে আবার সোশ্যাল মিডিয়ায় জুনকে শাসাচ্ছে “শ্রীময়ী”। “অনিন্দ্য” এর সাথে “জুন” এর এত মাখামাখি “ধর্মে সইবে না!”, জানিয়ে দিল “শ্রীময়ী”। তার পরিপ্রেক্ষিতে “জুন” এর জবাব, “শ্রীময়ী”র জন্য তো “রোহিত” আছেই!

সোশ্যাল মিডিয়ায় “শ্রীময়ী” সাফ স্বীকারোক্তি, “কিচ্ছু চাইনি আমি আজীবন রোহিতদার টাকা-কড়ি ছাড়া”! এমনই সব মজার মজার ছবি ভিডিওতে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। নেপথ্যে জনৈক নেটিজেন যারা বাংলা টেলিমিডিয়ার জনপ্রিয় ধারাবাহিক গুলিকে কেন্দ্র করে মজার মজার ট্রোল এবং মিম বানাচ্ছেন। বিনোদন জগতের বাইরে কার্যত ফেসবুক এখন বিনোদনের আরেক মাধ্যম হয়ে উঠছে।

শ্রীময়ী ধারাবাহিকের ত্রিকোণ প্রেমের সম্পর্কে আবদ্ধ সব চরিত্রগুলিকে একত্র করে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে জুড়ে দেওয়া, ধারাবাহিকে “জুন”কে “শ্রীময়ী”র থাপ্পড় মারার দৃশ্যটিকে বিভিন্ন গানের সঙ্গে এডিট করে মজার মজার ভিডিও বানাচ্ছেন নেটিজেনরা।

ধারাবাহিকের স্লটের বাইরেও কার্যত নেটিজেনরা নিজেদের বিনোদনের ব্যবস্থা করছেন নিজেরাই। করোনাকালে মানসিক উদ্বেগের বাইরে বেরিয়ে “ক্রিয়েটিভ” কিছু করার এমন আইডিয়া আপনার কেমন লাগছে?