Star Jalsha Serial Ending Soon : দর্শকদের যেমনটা আশঙ্কা ছিল তেমনই হল। স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলা (Meye Bela) -র গল্প আর এগবে না। মৌ এবং ডোডোর প্রেমের রসায়ন ভালভাবে ফুটে ওঠার আগেই চ্যানেলের তরফ থেকে ইতি টানা হচ্ছে মেয়েবেলার গল্পে। মাত্র ৫ মাসের মাথাতেই শেষ হয়ে গেল দর্শকদের অত্যন্ত পছন্দের এই সিরিয়ালটি।
যদিও কার্যত টিআরপির অভাবেই মেয়েবেলাকে নিয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে স্টার জলসা। আসলে শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি তেমন ছিল না। তার উপর আবার ধারাবাহিকের প্রধান লিড রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) সিরিয়াল ছেড়ে দেওয়াতে বিতর্ক কম হয়নি। রূপার জায়গায় এসেছেন অভিনেত্রী অনুশ্রী দাস (Anushree Das)। তবে তিনিও সিরিয়ালটিকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হলেন।
এমতাবস্থায় বীথির চরিত্রের দিকে নিয়ে দর্শকদের মনের মধ্যে অভিযোগ থাকলেও মৌ এবং ডোডোর জুটিটা ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছিল। বিশেষ করে নায়ক ডোডো ওরফে অর্পণ ঘোষালকে তো বং ক্রাশ এর তকমাও দিয়ে ফেলেন নেটিজেনরা। কিন্তু টিআরপি ছাড়া সিরিয়াল বেশি দিন এগোনো সম্ভব নয়। চ্যানেলকে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হচ্ছে।
কিছুদিন আগেই স্টার জলসার তরফ থেকে অমৃতা দেবনাথ, অন্বেষা হাজরার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) -র টাইম স্লট ঘোষণা করা হয়। এবার থেকে সন্ধ্যে সাড়ে সাতটার সময় মেয়েবেলার জায়গায় দেখবেন সন্ধ্যা তারা। স্লট প্রকাশের পর থেকেই কার্যত মনে মনে প্রমাদ গুনতে শুরু করেন মেয়েবেলার দর্শকরা।
নতুন সিরিয়াল আসার দিনক্ষণ জানিয়ে দেওয়া হলেও মেয়েবেলাকে নতুন কোনও স্লট দেওয়া হল না। অর্থাৎ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে সিরিয়ালটিকে। দর্শকরা যদিও ভেবেছিলেন জনপ্রিয়তা বিচার করে অন্তত মেয়েবেলাকে এত তাড়াতাড়ি বন্ধ করবে না স্টার জলসা। সিরিয়ালের হয়ত স্লট পরিবর্তন করে দেওয়া হবে।
আরও পড়ুন : বাস্তবে ডিভোর্স হয়ে গিয়েছে ‘মেয়েবেলা’র ডোডোদার? ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেতা
তবে আগামী ১১ই জুন থেকে পাকাপাকিভাবে মেয়েবেলার গল্পের ইতি হতে চলেছে। ১২ ই জুন থেকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় সন্ধ্যাতারার সম্প্রচার হবে। যতদূর জানা যাচ্ছে, এই সিরিয়ালটিকে অন্য সময়ে চালানোর কথা থাকলেও সিরিয়ালের নির্মাতারা রাজি হচ্ছেন না। তাই পাঁচ মাসেই স্টার জলসার প্রাইম টাইমের অন্যতম অসফল সিরিয়ালের জার্নি শেষ হচ্ছে।
আরও পড়ুন : একাধিক মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্বামী! ‘মেয়েবেলা’র বর্তমান বিথীর সংসার সুখের হয়নি