জি বাংলার সিরিয়ালের গল্প চুরির অভিযোগ! ৭ মাসেই বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল

৭ মাসেই বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

বাংলা টেলিভিশনে (Bengali Telivision) কবে কখন কোন সিরিয়াল বন্ধ হয়ে যাবে আগে থেকে আন্দাজ করতে পারছেন না কেউ। এর আগে বছরের পর বছর ধরে চলত সিরিয়ালগুলো। সেই সময় অতিষ্ঠ হয়ে গিয়ে দর্শকরা নিজেরাই সিরিয়াল বন্ধের ডাক দিতেন। কিন্তু এখন দর্শকরা কিছু বুঝে ওঠার আগেই জনপ্রিয় সিরিয়াল (Bengali Mega Serial) আচমকা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই পছন্দের সিরিয়ালগুলোকে নিয়ে বেশ চিন্তাতেই থাকেন দর্শকরা।

সিরিয়াল বন্ধের বিচারে জি বাংলার থেকে এগিয়ে রয়েছে স্টার জলসা (Star Jalsha)। এই চ্যানেল মাত্র তিন মাসেই একাধিক সিরিয়াল বন্ধ করেছে গত বছর। বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে এর থেকে বড় ধাক্কা আর কী বা হতে পারে? এবার শোনা যাচ্ছে স্টার জলসার সাহেবের চিঠির (Saheber Chithi) নাকি দিন ঘনিয়ে এসেছে। খুব শীঘ্রই নাকি এই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়া হবে।

মাত্র সাত মাস আগে টেলিভিশনের পর্দায় প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের জুটিতে নতুন এই সিরিয়ালটিকে আনা হয়েছিল। তবে গল্পটা প্রথম থেকেই দর্শকদের ঠিক নজর টানতে পারেনি। বিশেষত প্রতিক সেনের সঙ্গে সোনামণি সাহার কেমিস্ট্রিতে বুঁদ হয়ে আছেন যারা তারা এখনে ’মোহর’ এর মোহদীপ জুটিকে মিস করেছেন বারবার। প্রতিকের সঙ্গে দেবচন্দ্রিমার জুটি তাদের ঠিক আকৃষ্ট করতে পারেনি।

দর্শকরা চেয়েছিলেন প্রতিক সেনের সঙ্গে সোনামণি সাহাই আবার নতুন সিরিয়ালে ফিরে আসুন। তবে তেমনটা হয়নি। অন্যদিকে এই সিরিয়ালের বিপরীতে খেলনা বাড়ি গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকাতে ক্রমশ ভাল ফলাফল দিচ্ছে। বিপরীতে মাথা তুলে দাঁড়াতেই পারছে না সাহেবের চিঠি। এর উপর আবার খেলনা বাড়ির প্লট চুরি করার অভিযোগ উঠেছিল সাহেবের চিঠির বিরুদ্ধে।

খেলনা বাড়ির দর্শকরা দাবি করেছিলেন কিছুদিন আগে যেমন মিতুলকে অপহরণ করে নিয়ে গিয়ে পতিতা পল্লীতে রেখে আসা হয়েছিল তেমনি সাহেবের চিঠিতেও চিঠিকে বর্তমানে পতিতাপল্লীতে রেখে এসেছে ভিলেনরা। এই নিয়েই সোশ্যাল মিডিয়াতে অভিযোগ তুলতে শুরু করেছিলেন খেলনা বাড়ির ভক্তরা। তবে শেষমেষ টিআরপির অভাবেই নাকি বন্ধ করে দেওয়া হবে স্টার জলসার এই সিরিয়ালটিকে, এমনটাই জানা গিয়েছে।

যতদূর জানা যাচ্ছে আর মাত্র এক মাস টেলিভিশনের পর্যায়ে সম্প্রচারিত হবে এই সিরিয়ালটি। ৮ মাসের মাথায় শেষ করে দেওয়া হবে সাহেবের চিঠি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাহেবের চিঠির অন্তিম সম্প্রচার হবে। স্টার জলসার হাতে এখন বেশ কিছু নতুন সিরিয়াল রয়েছে। সাহেবের চিঠির জায়গাতে আসছে কোনও এক নতুন সিরিয়াল।